বাংলাদেশে রাজধানীর উত্তরায় মিউজিক ভিডিও পরিচালক কে এলাকাবাসী পিটিয়ে, মিউজিক ভিডিও শুটিং বন্ধ
নিউজ ডেক্স by নিউজ ডেক্স
অক্টোবর ৬, ২০১৮
বাংলাদেশে রাজধানীর উত্তরায় মিউজিক ভিডিও পরিচালক কে এলাকাবাসী পিটিয়ে, মিউজিক ভিডিও শুটিং বন্ধ
‘আওয়ার ইসলাম’ বার্তা সংস্থার বরাতে জানা যায়, রাজধানীর উত্তরায় একটি গানের মিউজিক ভিডিও নির্মাণের সময় মডেল ও পরিচালক শিব শঙ্কর দেবনাথ (এসডি প্রিন্স)কে পিটিয়েছে এলাকার লোকজন।
শুক্রবার বিকেল ৪টার দিকে দিয়াবাড়ি ৩ নম্বর ব্রিজের পাশের কাশবনে ভিডিও ধারণের এ ঘটনা ঘটে।
জানা যায়, নম্বরবিহীন একটি মোটরসাইকেলে চড়ে দুই যুবক আসে। তারা মডেলদের উদ্দেশে নানা ধরনের মন্তব্য করে। নারী-পুরুষ মিলিয়ে ১১ জন মডেল ছিল সেখানে। নারী মডেলদের শরীরে বাদাম ও ইট ছুঁড়ে মারে তারা।
একপর্যায়ে পরিচালকসহ পুরো ইউনিট এর প্রতিবাদ করলে চাপের মুখে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়ে চলে যায় তারা। আধা ঘণ্টা পর নম্বরবিহীন কয়েকটি মোটরসাইকেলে অন্তত ২০ জন যুবক হাতে রাবারের চাবুক (টায়ার কাটা) নিয়ে তাদের পুরো ইউনিটের ওপর হামলা চালায়। এসময় পুরুষ মডেলসহ অন্যরা নারী মডেলদের নিরাপদে সরিয়ে নিতে পারলেও আটকা পড়েন শিব শঙ্কর। তাকে মাটিতে ফেলে বেদম প্রহার করা হয়। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তারা চলে যায়।
নিউজ ডেক্স by নিউজ ডেক্স
অক্টোবর ৬, ২০১৮
বাংলাদেশে রাজধানীর উত্তরায় মিউজিক ভিডিও পরিচালক কে এলাকাবাসী পিটিয়ে, মিউজিক ভিডিও শুটিং বন্ধ
‘আওয়ার ইসলাম’ বার্তা সংস্থার বরাতে জানা যায়, রাজধানীর উত্তরায় একটি গানের মিউজিক ভিডিও নির্মাণের সময় মডেল ও পরিচালক শিব শঙ্কর দেবনাথ (এসডি প্রিন্স)কে পিটিয়েছে এলাকার লোকজন।
শুক্রবার বিকেল ৪টার দিকে দিয়াবাড়ি ৩ নম্বর ব্রিজের পাশের কাশবনে ভিডিও ধারণের এ ঘটনা ঘটে।
জানা যায়, নম্বরবিহীন একটি মোটরসাইকেলে চড়ে দুই যুবক আসে। তারা মডেলদের উদ্দেশে নানা ধরনের মন্তব্য করে। নারী-পুরুষ মিলিয়ে ১১ জন মডেল ছিল সেখানে। নারী মডেলদের শরীরে বাদাম ও ইট ছুঁড়ে মারে তারা।
একপর্যায়ে পরিচালকসহ পুরো ইউনিট এর প্রতিবাদ করলে চাপের মুখে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়ে চলে যায় তারা। আধা ঘণ্টা পর নম্বরবিহীন কয়েকটি মোটরসাইকেলে অন্তত ২০ জন যুবক হাতে রাবারের চাবুক (টায়ার কাটা) নিয়ে তাদের পুরো ইউনিটের ওপর হামলা চালায়। এসময় পুরুষ মডেলসহ অন্যরা নারী মডেলদের নিরাপদে সরিয়ে নিতে পারলেও আটকা পড়েন শিব শঙ্কর। তাকে মাটিতে ফেলে বেদম প্রহার করা হয়। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তারা চলে যায়।
Comment