কওমি ভিশন’ সংবাদ সংস্থার বরাতে জানা যায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, কওমী মাদরাসা সমূহের প্রাণকেন্দ্র হলো দারুল উলুম দেওবন্দ৷দারুল উলুম দেওবন্দ সহ সমস্ত কওমী মাদরাসার মূল লক্ষ্য উদ্যেশ্যের অন্যতম একটি হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত (বিধান) প্রতিষ্ঠা করা৷আল্লাহর কালিমাকে বুলন্দ করা৷লা-ইলাহা ইল্লাহর ঝান্ডাকে উঁচু করা৷
১ লা অক্টোবর সোমবার বাদ জোহর দারুল উলুম হাটহাজারী মাদরাসার দারুল হাদীস মিলনায়তনে মাওলানা সলিমুল্লাহ’র সভাপতিত্বে মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত হাইয়াতুল উলইয়া ও বেফাক বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায়(মুমতায) জিপী এ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কওমী মাদরাসার ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি৷
মক্কার দারে আরকাম এবং মদীনার মাদরাসাতুছ ছুফফা থেকে শুরু ১৮৬৬ সনে প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দ পর্যন্ত কওমী মাদরাসার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে আল্লামা বাবুনগরী বলেন,দারুল উলুম দেওবন্দের ইতিহাস,চমৎকার ইতিহাস৷দেওবন্দের মূলধারানুযায়ী পরিচালিত সমস্ত কওমী মাদরাসার লক্ষ্য উদ্যেশ্য হলো,তাওহিদে খালেছ অর্থাৎ আল্লাহ তায়ালার উপর আমাদের তায়াক্কুল-ভরসা থাকা৷আমাদের অন্তরে তাওহিদে খালেছের বিশ্বাসকে দৃঢ় করা এবং ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সর্বত্র মহান আল্লাহ তা’য়ালার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করা৷
দ্বিতীয় লক্ষ্য উদ্যেশ্য হলো,এত্তেবায়ে সুন্নাত, তথা সর্বক্ষেত্রে রাসুল সা.এর আদর্শের অনুসরণ করা৷সকল কাজ রাসুলের সুন্নাত অনুযায়ী সম্পাদন করা৷তায়াল্লুক মাআল্লাহ অর্থাৎ প্রত্যেক কাজে আল্লাহ তা’য়ালার সাথে সম্পর্ক স্থাপন করা৷আত্মশুদ্ধির লাইনে মেহনত করে নিজেকে পরিশুদ্ধ করা৷উলামায়ে দেওবন্দ,উলামায়ে কওমীয়া সঠিক পদ্ধতীতে আত্মশুদ্ধির খেদমত আঞ্জাম দিয়ে আসছে৷
আল্লামা বাবুনগরী আরো বলেন, দরস-তাদরিস,দাওয়াত ও ইরশাদ,বয়ান-বক্তৃতা সহ ক্ষুরধার লিখনী ও সহীহ ইসলামী জিহাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে হবে,আল্লাহর কালিমাকে বুলন্দ করতে হবে এবং লা-ইলাহা ইল্লাহর ঝান্ডা উড়াতে হবে৷
ফারেগীন ছাত্রদের উদ্যেশ্যে আল্লামা বাবুনগরী বলেন,যারা কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে পড়া-লেখা শেষ করেছেন আপনাদের উপর গুরু দায়িত্ব আর জিম্মাদারী অর্পিত হয়েছে৷সেই দায়িত্ব আর জিম্মাদারী হলো এক্বামতে দ্বীন অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে৷দাওয়াত ও তাবলীগের মাধ্যমে দ্বীনের প্রচার-প্রসার করতে হবে৷এবং যে কোন বাতিল আর অন্যায়ের শুধু দাত ভাঙ্গা নয়;মাড়ি ভাঙ্গা জবাব দিতে হবে৷
১ লা অক্টোবর সোমবার বাদ জোহর দারুল উলুম হাটহাজারী মাদরাসার দারুল হাদীস মিলনায়তনে মাওলানা সলিমুল্লাহ’র সভাপতিত্বে মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত হাইয়াতুল উলইয়া ও বেফাক বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায়(মুমতায) জিপী এ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কওমী মাদরাসার ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি৷
মক্কার দারে আরকাম এবং মদীনার মাদরাসাতুছ ছুফফা থেকে শুরু ১৮৬৬ সনে প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দ পর্যন্ত কওমী মাদরাসার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে আল্লামা বাবুনগরী বলেন,দারুল উলুম দেওবন্দের ইতিহাস,চমৎকার ইতিহাস৷দেওবন্দের মূলধারানুযায়ী পরিচালিত সমস্ত কওমী মাদরাসার লক্ষ্য উদ্যেশ্য হলো,তাওহিদে খালেছ অর্থাৎ আল্লাহ তায়ালার উপর আমাদের তায়াক্কুল-ভরসা থাকা৷আমাদের অন্তরে তাওহিদে খালেছের বিশ্বাসকে দৃঢ় করা এবং ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সর্বত্র মহান আল্লাহ তা’য়ালার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করা৷
দ্বিতীয় লক্ষ্য উদ্যেশ্য হলো,এত্তেবায়ে সুন্নাত, তথা সর্বক্ষেত্রে রাসুল সা.এর আদর্শের অনুসরণ করা৷সকল কাজ রাসুলের সুন্নাত অনুযায়ী সম্পাদন করা৷তায়াল্লুক মাআল্লাহ অর্থাৎ প্রত্যেক কাজে আল্লাহ তা’য়ালার সাথে সম্পর্ক স্থাপন করা৷আত্মশুদ্ধির লাইনে মেহনত করে নিজেকে পরিশুদ্ধ করা৷উলামায়ে দেওবন্দ,উলামায়ে কওমীয়া সঠিক পদ্ধতীতে আত্মশুদ্ধির খেদমত আঞ্জাম দিয়ে আসছে৷
আল্লামা বাবুনগরী আরো বলেন, দরস-তাদরিস,দাওয়াত ও ইরশাদ,বয়ান-বক্তৃতা সহ ক্ষুরধার লিখনী ও সহীহ ইসলামী জিহাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে হবে,আল্লাহর কালিমাকে বুলন্দ করতে হবে এবং লা-ইলাহা ইল্লাহর ঝান্ডা উড়াতে হবে৷
ফারেগীন ছাত্রদের উদ্যেশ্যে আল্লামা বাবুনগরী বলেন,যারা কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে পড়া-লেখা শেষ করেছেন আপনাদের উপর গুরু দায়িত্ব আর জিম্মাদারী অর্পিত হয়েছে৷সেই দায়িত্ব আর জিম্মাদারী হলো এক্বামতে দ্বীন অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে৷দাওয়াত ও তাবলীগের মাধ্যমে দ্বীনের প্রচার-প্রসার করতে হবে৷এবং যে কোন বাতিল আর অন্যায়ের শুধু দাত ভাঙ্গা নয়;মাড়ি ভাঙ্গা জবাব দিতে হবে৷
Comment