❇❇❇সোমালিয়ায় আরো ২০ হাজার নতুন সেনা পাঠিয়েছে ইথিওপিয়া ও এর্টেরিয়া!
ইথিওপিয়া ও এর্টেরিয়া দুই দেশ নিজেদের মধ্যকার দ্বন্দ্ব শেষ করে শান্তি চুক্তিতে স্বাক্ষর করার পর সীমান্ত থেকে দুই দেশই নিজেদের সেনা প্রত্যাহার করেছে। এখন দুই দেশই সোমালিয়ায় আল-কায়দার বিরুদ্ধে অভিযান চালাতে সেনা প্রেরণ করছে।
ইথিওপিয়ান কর্তৃপক্ষ বলছে যে, তারা আল-কায়দা শাখা হারাকাতুশ শাবাব আল-মুজাহিদীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য ২০ হাজার ইথিওপিয়ান ও এর্টিরিয়ান সেনাদেরকে নতুন করে সোমালিয়ায় পাঠাচ্ছে। বলা হয়, মার্কিন সরকারের অনুরোধেই বহু ক্ষয়ক্ষতির পরও আরো ২০ হাজার সেনা সোমালিয়ায় পাঠাচ্ছে দেশ দুটি।❇❇❇
ইথিওপিয়া ও এর্টেরিয়া দুই দেশ নিজেদের মধ্যকার দ্বন্দ্ব শেষ করে শান্তি চুক্তিতে স্বাক্ষর করার পর সীমান্ত থেকে দুই দেশই নিজেদের সেনা প্রত্যাহার করেছে। এখন দুই দেশই সোমালিয়ায় আল-কায়দার বিরুদ্ধে অভিযান চালাতে সেনা প্রেরণ করছে।
ইথিওপিয়ান কর্তৃপক্ষ বলছে যে, তারা আল-কায়দা শাখা হারাকাতুশ শাবাব আল-মুজাহিদীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য ২০ হাজার ইথিওপিয়ান ও এর্টিরিয়ান সেনাদেরকে নতুন করে সোমালিয়ায় পাঠাচ্ছে। বলা হয়, মার্কিন সরকারের অনুরোধেই বহু ক্ষয়ক্ষতির পরও আরো ২০ হাজার সেনা সোমালিয়ায় পাঠাচ্ছে দেশ দুটি।❇❇❇
Comment