Announcement

Collapse
No announcement yet.

Breaking !! মাঝরাতে কল্যাণপুরে মুহুর্মুহু বিস্ফোরণ, পুলিশকে লক্ষ্য করে গুলি চলছে ...

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Breaking !! মাঝরাতে কল্যাণপুরে মুহুর্মুহু বিস্ফোরণ, পুলিশকে লক্ষ্য করে গুলি চলছে ...

    Breaking !! মাঝরাতে কল্যাণপুরে মুহুর্মুহু বিস্ফোরণ, পুলিশকে লক্ষ্য করে গুলি চলছে ...

    আমরা জানতে পেরেছি বিভিন্ন টিভিতে ব্রেকিং দেখাচ্ছে। এবং এলাকার এক বাসিন্দা বলেছে তার বাড়ির পাশের গোলাগুলি চলছে, ভেতর থেকে কারা যেন আল্লাহু আকবর বলে চিৎকার দিচ্ছে আর গুলি করছে।





    banglamail24 এর খবর নিম্নরূপ

    ঢাকা: রাজধানীর কল্যাণপুর ফুটওভার ব্রিজের পাশে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পরে মিরপুর থানাসহ আশেপাশের থানার পুলিশকে জরুরি তলব করে ওই এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।

    অভিযানে থাকা পুলিশের এক এসআই জানায়, রাতে ওয়ারলেসে জরুরি তলবের ভিত্তিতে তারা কল্যাণপুর ফুটওভার ব্রিজের আশেপাশের এলাকা ঘিরে ফেলেছেন। এখন সেখানে অভিযান চালানো হচ্ছে।

    আড়াইটার দিকে কল্যাণপুরের সহকারী কমিশনার (এসি) মাহবুব রহমান বাংলামেইলকে বলেন, কল্যাণপুর ৫ নম্বর সড়ক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে দুর্বৃত্তরা। প্রচণ্ড বলে গুলি হচ্ছে, কথা বলার মতো অবস্থা নাই।

    র*্যাব, পুলিশ ও ডিএমপির বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছে।

    লিঙ্কঃ- http://www.banglamail24.com/news/163487
    সালাউদ্দিনের ঘোড়া
    তাওহীদ ও জ্বিহাদের বাণী প্রচারে অবিচল

  • #2
    এটা আবার কারা করছে ? কি উদ্দ্যেশে ? যদি খাওয়ারেজদের আরেকটা ভূল হয়ে থাকে আল্লাহ তায়ালাই জানেন কত বড় খেসারাত দিতে হবে।
    মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব
    রোম- ৪৭

    Comment


    • #3
      গুলিবিদ্ধ ১ জন ঢাকা মেডিকেলে ।


      সালাউদ্দিনের ঘোড়া
      তাওহীদ ও জ্বিহাদের বাণী প্রচারে অবিচল

      Comment


      • #4
        কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান || Banglanews24

        ঢাকা: রাজধানীর কল্যাণপুর এলাকায় একটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ।

        মঙ্গলবার (২৬ জুলাই) রাত পৌনে ৩টার দিকে এ সংবাদ লেখা পর্যন্ত জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় চলছিলো।

        মিরপুর জোনের এসি মাহবুব রহমান বাংলানিউজকে জানান, পুলিশ কল্যাণপুর ফুটওভার ব্রিজের সামনে থেকে ৫ নম্বর সড়ক পর্যন্ত ঘিরে রেখেছে। ওই সড়কের একটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে- এমন তথ্য পেয়েছি আমরা।

        এর আগে রাত সোয়া ১টার কিছু পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালালে জঙ্গিরা ওই বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

        -----------

        ইত্তেফাকঃ-
        রাজধানীর কল্যাণপুরে পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলছে বলে একটি সূত্রে জানা গেছে।
        সূত্রমতে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে।
        বর্তমানে বিপুল সংখ্যক পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
        স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। যা বেশ কয়েকদিন ধরে চলে আসছে বলে জানা গেছে। রাতে তল্লাশি চালানোর সময় এ সংঘর্ষ বাধে বলে ধারণা করছে বাসিন্দারা।
        (বিস্তারিত আসছে...)
        Last edited by Ghora; 07-26-2016, 03:49 AM.
        সালাউদ্দিনের ঘোড়া
        তাওহীদ ও জ্বিহাদের বাণী প্রচারে অবিচল

        Comment


        • #5
          চ্যানেল ২৪ লাইভ স্টিমিং

          Last edited by Ghora; 07-26-2016, 03:59 AM.
          সালাউদ্দিনের ঘোড়া
          তাওহীদ ও জ্বিহাদের বাণী প্রচারে অবিচল

          Comment


          • #6
            ATN News Live Stream

            https://www.youtube.com/watch?v=gn3ec71kxTA
            Last edited by Ghora; 07-26-2016, 04:01 AM.
            সালাউদ্দিনের ঘোড়া
            তাওহীদ ও জ্বিহাদের বাণী প্রচারে অবিচল

            Comment


            • #7
              ঢাকা: রাজধানীর কল্যাণপুরের একটি সড়কে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে স্থানীয় একাধিক সূত্র নিউজেনক্সটবিডি ডটকম’কে এ তথ্য নিশ্চিত করেছে।

              জানা গেছে, সন্ত্রাসীরা ‘নারায়ে তাকবির’ ও ‘আল্লাহু আকবর’ বলে পুলিশের উপর গুলি চালাচ্ছে। বেশ কয়েকটি বোমা বিস্ফোরণেরও শব্দ পাওয়া গেছে। বিপুল সংখ্যক পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। তারা সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকের বাসায় তল্লাশিও চলছে।

              এ রিপোর্ট লেখা অবধি (রাত আড়াইটা) গোলাগুলি থামেনি।

              এর আগে রাত সোয়া ১টার দিকে কল্যাণপুর ফুটওভার ব্রিজের পাশে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মিরপুর, দারুস সালামসহ আশেপাশের কয়েকটি থানার পুলিশ জরুরি তলবে একত্রিত হয়ে ওই এলাকায় অভিযান শুরু করে।

              অভিযানে থাকা মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব হোসেন নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘এই মূহুর্তে কিছুই জানানো যাচ্ছেনা। আমরা ঘটনাস্থলে আছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

              রাত পৌনে তিনটায় ঘটনাস্থল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিউজনেক্সট ডটকমকে জানান, ‘আমার বাসা থেকে দুই তিন বাসা পড়ে ঘটনাটি ঘটছে। আমি সমানে গোলাগুলি, বোমার আওয়াজ আর চিল্লাচিল্লি শুনতেছি।’

              নিউজনেক্সটবিডি

              http://bangla.newsnextbd.com/%E0%A6%...6%B2%E0%A6%BF/
              সালাউদ্দিনের ঘোড়া
              তাওহীদ ও জ্বিহাদের বাণী প্রচারে অবিচল

              Comment


              • #8
                রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কল্যাণপুর ৫ নম্বর সড়কে পুলিশ এ অভিযান শুরু করে। এসময় পুলিশকে লক্ষ্য করে দেশীয় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
                মিরপুর থানার ওসি বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা এ মুহূর্তে অভিযানে রয়েছি। কথা বলতে পারছি না। পরে বিস্তারিত জানানো হবে।
                জানা গেছে, মিরপুর থানা পুলিশ একটি তথ্যের ভিত্তিতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে একটি ৫ তলা ভবনে অভিযান চালায়। অভিযান চালানোর পরে ওই ভবন থেকে পুলিশের ওপর একটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে একজন পুলিশ সদস্য আহত হন।
                অভিযানে কয়েক প্লাটুন পুলিশ অভিযানে অংশ নিয়েছেন। তারা কল্যাণপুর ফুটওভার ব্রিজের পাশের ৫নং রোডের বাড়িটি ঘিরে রেখেছেন।
                পুলিশ ধারনা করছে, ৫তলা ভবনের কোনো এক ফ্লোরে জঙ্গিদের আস্তানা রয়েছে।

                http://www.banglatribune.com/others/...A6%9B%E0%A7%87
                সালাউদ্দিনের ঘোড়া
                তাওহীদ ও জ্বিহাদের বাণী প্রচারে অবিচল

                Comment


                • #9
                  ঙ্গলবার কল্যাণপুরের ৫ নম্বর রোডের ৫ নম্বর ভবনে চালানো পুলিশের অভিযানে ৯ জন নিহত হন। দুইজনকে আটক করে পুলিশ। দুইজনের একজন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
                  আটক একজনের নাম হাসান (২৫)। তার বাড়ি বগুড়ার জী্বন নগর। এক বছর ধরে এই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। এখানে বাবুর্চি হিসেবে কাজ করতেন তিনি। হাসানের দাবি, তারা আইএসের (IS) লোক।


                  http://www.banglatribune.com/others/...A7%87%E0%A6%A8
                  সালাউদ্দিনের ঘোড়া
                  তাওহীদ ও জ্বিহাদের বাণী প্রচারে অবিচল

                  Comment


                  • #10
                    Originally posted by Ghora View Post
                    হাসানের দাবি, তারা আইএসের (IS) লোক।
                    আইএসের আরও সেল ধরা পড়বে। এদের অল্প বয়সী ছেলেদের অনেক কেই পুলিশ ধরেছে এবং তাদের কাছ থেকে ইনফরমেশন পাচ্ছে মুরতাদ পুলিশ।

                    Comment

                    Working...
                    X