Announcement

Collapse
No announcement yet.

Breaking News || ব্রেকিং নিউজ || নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ISIS বাংলাদেশ প্রধান আবু ইব্রাহীম আল-হানিফ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Breaking News || ব্রেকিং নিউজ || নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ISIS বাংলাদেশ প্রধান আবু ইব্রাহীম আল-হানিফ





    প্রথম আলোঃ- নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান, গোলাগুলি

    নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযান চলাকালে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের সদস্যরা আজ শনিবার সকাল থেকে বাড়িটি ঘিরে অভিযান শুরু করেন।

    স্থানীয় লোকজনের ভাষ্য, সকালে ঘুম থেকে উঠে তাঁরা বেশ কয়েকটি গাড়ি দেখতে পান। ওই গাড়িতে করে আসা সাদাপোশাকের পুলিশ এলাকায় সতর্ক অবস্থান নেয়। পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় অবস্থিত একটি ভবন ঘিরে তারা তৎপরতা শুরু করে।

    প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পাঁচতলা ভবনটির আশপাশে সাধারণ লোকদের ভিড়তে দেওয়া হচ্ছে না। ভবনের দিকে যাওয়ার পথে মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকার মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি আছে আতঙ্ক।

    সকাল সাড়ে নয়টার পর ওই ভবনের কাছ থেকে প্রথম গুলির শব্দ শুনতে পায় এলাকাবাসী। এরপর থেকে থেমে গোলাগুলি শব্দ শোনা যায়। একপর্যায়ে বড় ধরনের বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

    নারায়ণগঞ্জের পুলিশ লাইনস থেকে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসেছে। তারা পুরো এলাকা ঘিরে রেখেছে। এলাকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
    ----------------------------------
    বাংলা ট্রিবিউন

    গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত

    নারায়ণগঞ্জের পাইকপাড়া বড় কবরস্থানের একটি বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন। কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ও নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।

    কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ সদর দফতরের এলআইসি শাখা যৌথভাবে এ অভিযান চালায়। সকাল ১০ টা ৩৫ মিনিটে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

    তামিম চৌধুরীকে ধরিয়ে দেওয়ার জন্য এর আগে পুলিশ ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

    কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমশিনার সানোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ সদর দফতরের এলআইসি শাখা যৌথভাবে এ অভিযান শুরু করেছে। অভিযান শুরুর পরপর বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়।

    ঘটনাস্থলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, 'পাইকপাড়া বড় কবরস্থান এলাকার তিনতলা ওই ভবনের তৃতীয় তলাতেই জঙ্গিরা অবস্থান করছে। সকালে অভিযানের বিষয়টি টের পেয়ে জঙ্গি সদস্যরা তাদের সব ডকুমেন্ট ও আলামত আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। আমাদের ধারণা, তিন তলাতে জঙ্গিদের একটি বড় টিম অবস্থান করছে। সকাল সাড়ে ৯টায় পুলিশটের কাউন্টার টেররিজম ইউনিট ও ডিএমপি পুলিশ, নারায়ণগঞ্জ পুলিশ ও র*্যাবের সহযোগিতার অপারেশন শুরু হয়েছে।'

    পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও র*্যাবের অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর আগে পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, ‘গুলশানের ঘটনার আটকৃতের তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চলছে।’

    ওই বাড়ি হতে কয়েকশ গজ দূরে পুলিশ বেষ্টনী দিয়ে এলাকাবাসীর চলাচল বন্ধ করে দেয়।

    ------------------
    ভিডিওঃ- https://youtu.be/WGOxSdTNEXg




    Last edited by Ghora; 08-27-2016, 12:00 PM.
    সালাউদ্দিনের ঘোড়া
    তাওহীদ ও জ্বিহাদের বাণী প্রচারে অবিচল

  • #2
    নিউজ লিঙ্কসমূহঃ-
    ১। প্রথম আলোঃ- http://m.prothom-alo.com/bangladesh/...A6%B2%E0%A6%BF

    ২। বিডিনিউজ২৪ - http://m.bdnews24.com/samagrabanglad...l/home/1204929

    ৩। বাংলা ট্রিবিউনঃ- http://www.banglatribune.com/nationa...A6%BF%E0%A6%AE
    Last edited by Ghora; 08-27-2016, 11:17 AM.
    সালাউদ্দিনের ঘোড়া
    তাওহীদ ও জ্বিহাদের বাণী প্রচারে অবিচল

    Comment


    • #3
      আপডেটঃ- ৫ মিনিটের মধ্যে পুলিশের আইজিপি ব্রিফিং করবে।
      ব্রিফিং দেখতে অপেক্ষা করুণ।
      সালাউদ্দিনের ঘোড়া
      তাওহীদ ও জ্বিহাদের বাণী প্রচারে অবিচল

      Comment


      • #4
        আল্লাহ তুমি মুরতাদ পুলিশ এবং খারেজী উভয়ই কেই ধ্বংস কর! আমীন।

        Comment


        • #5
          # মিডিয়া এখন বলছে মত নিহত ৩ জন যাদের মধ্যে তামিম চৌধুরীও রয়েছে।

          #শুক্রবার রাত আড়াইটা থেকে ওই বাড়ির আশেপাশের বাড়ি থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয় এবং বাড়িটি ঘেরাও করে রাখা হয়। অপারেশন শুরুর পর বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়।

          #‘অপারেশন স্ট্রং ২৭’ চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ সদর দফতরের এলআইসি শাখা। এ অভিযানে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়। শনিবার সকাল পৌনে ৯ টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান শেষ হয় সকাল ১০টা ৩৫ মিনিটে।

          # চারিদিকের ভবনে স্নাইপাররা লুকিয়ে থাকায় তারা বের হয়ে পাল্টা আক্রমণ করার বেশি সুযোগ পায় নি।
          সালাউদ্দিনের ঘোড়া
          তাওহীদ ও জ্বিহাদের বাণী প্রচারে অবিচল

          Comment


          • #6
            খুব গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তামিম কাল রাতেই ঐ বাসায় এসেছিল এবং এই সংবাদ গোয়েন্দাদের কাছে পৌঁছে যায়। তার মানে মুরতাদ পুলিশ আইএসের সেলের ভিতরে জাসুস নিয়োগ করতে পেরেছে এবং তা উচ্চ পর্যায়ে যাওয়ার ক্ষমতা সেই জাসুসের আছে।

            Comment


            • #7
              আমার কাছে মনে হচ্ছে তামিম আগেই গ্রেপ্তার হয়েছিল।জঙ্গিবাদ ইস্যু জিয়িয়ে রাখার জন্য আরেকটি নাটক সাজানো হয়েছে।
              জঙ্গিবাদ ইস্যু দিয়ে সরকার অনেক ফায়দা হাসিল করতেছে।
              শামের জন্য কাঁদো.....

              Comment


              • #8
                এটা সাজানো নাটক বলেই বোঝা যাচ্ছে অবস্থাদৃষ্টে... ৬টা গ্রেনেড ছোড়া হলো। দুইটা গ্রেনেড বিস্ফোরিত হলো অথচ কিছুই হলো না এটা কেমন? গুলশান হামলায় তাদের গ্রেনেডেই দুইজন অফিসার মরলো...

                আগে থেকেই গ্রেফতার করে ভোর বেলা নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে বোঝা যাচ্ছে।

                সদস্য বাড়ানোকে মূল লক্ষ্য ধরে আই এস যেভাবে রিক্রুট করে তাতে উচ্চ পর্যায়ে জাসুস ঢুকে যাওয়া অস্বাভাবিক কিছু না। আর অধিকাংশ সদস্য জাহিল হওয়াতে তাদের ভেতর ইনফিলট্রেশনও সহজ হচ্ছে বলে মনে হয়।

                ওয়াল্লাহু আ'লাম।
                إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ ‏

                "যখন আমরা কোন সম্প্রদায়ের নিকট পৌছি যুদ্ধের জন্য, এটি তাদের জন্য দুর্বিষহ সকাল যাদেরকে পূর্বে সতর্ক করা হয়েছিল।"

                (সহিহ বুখারি, ৩৭১)

                Comment


                • #9
                  Originally posted by Abu Khubaib View Post
                  এটা সাজানো নাটক বলেই বোঝা যাচ্ছে অবস্থাদৃষ্টে... ৬টা গ্রেনেড ছোড়া হলো। দুইটা গ্রেনেড বিস্ফোরিত হলো অথচ কিছুই হলো না এটা কেমন? গুলশান হামলায় তাদের গ্রেনেডেই দুইজন অফিসার মরলো...

                  আগে থেকেই গ্রেফতার করে ভোর বেলা নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে বোঝা যাচ্ছে।

                  সদস্য বাড়ানোকে মূল লক্ষ্য ধরে আই এস যেভাবে রিক্রুট করে তাতে উচ্চ পর্যায়ে জাসুস ঢুকে যাওয়া অস্বাভাবিক কিছু না। আর অধিকাংশ সদস্য জাহিল হওয়াতে তাদের ভেতর ইনফিলট্রেশনও সহজ হচ্ছে বলে মনে হয়।

                  ওয়াল্লাহু আ'লাম।
                  হুমম। আমিও আপনার সাথে একমত......

                  Comment


                  • #10
                    ان قتال بينهم قتالا قبيحا،وانهم شر الناس من الناس،وفريقان في النار،

                    Comment


                    • #11
                      Originally posted by banglar omor View Post
                      আমার কাছে মনে হচ্ছে তামিম আগেই গ্রেপ্তার হয়েছিল।জঙ্গিবাদ ইস্যু জিয়িয়ে রাখার জন্য আরেকটি নাটক সাজানো হয়েছে।
                      জঙ্গিবাদ ইস্যু দিয়ে সরকার অনেক ফায়দা হাসিল করতেছে।
                      আমিও আপনার সাথে একমত।

                      Comment

                      Working...
                      X