আযানের ধ্বনির চেয়ে কাকের কা কা শব্দ বেশি মধুর লাগতো নাস্তিক্যবাদী লেখক সৈয়দ শামসুল হকের !
মসজিদ থেকে ভেসে আসা আযানের ধ্বনি ভীষণ অপছন্দ কবি সৈয়দ শামসুল হকের। এরচেয়ে কাকের কা কা শব্দ নাকি তার কাছে বেশি মধুর লাগে। তাই তিনি তার ‘মরা ময়ূর’ নামক কাব্যনাট্যে ভোরের কাককে অনুরোধ করেছেন- ও কাক! তুই খুব জোরে কা কা কর, যাতে মুয়াজ্জিনের আজানটা আর শোনা না যায়।
শামসুল হকের আলোচিত কয়েকটি কবিতার খন্ডাংশ নিচে দেয়া হল*ঃ
১। যখন দু’স্তন মেলে ডেকে নিলে বুকের ওপরে,
স্বর্গের জঘন খুলে দেখালে যে দীপ্তির প্রকাশ
মুহুর্তেই ঘুচে গেল তৃষিতের অপেক্ষার ত্রাশ।
২। শত বাধা সত্ত্বেও থামতে পারে না কামুক পুরুষ,
দুজনের দেহ ছিড়ে বের হয় দুধ-পূর্ণিমা,
আর তা নেমে আসে স্তনের চুড়ায়,
বাড়তে থাকে কামনার জ্বর।
আর জ্বরতপ্ত হাত কুড়ায় কামনার ফুল…
৩। যখন খুলছো তুমি দেহ থেকে শাড়ি ও শেমিজ,
তখন উদ্বেল কেউ হয়ে ওঠে কৃষি-প্রতিভায়…
৪। দেবী তুমি দাঁড়িয়ে রইলে,
আমি চুম্বনের ফুলে
সারাদেহ ঢেকে দিয়ে
পূজাপাঠ শুরু করলাম।
তুমি তো মাটি নও
ছুঁয়ে আমি দেখেছি আঙুলে,
তবুও মন্দিরে ঢুকে
প্রথমেই তোমাকে প্রণাম।
মসজিদ থেকে ভেসে আসা আযানের ধ্বনি ভীষণ অপছন্দ কবি সৈয়দ শামসুল হকের। এরচেয়ে কাকের কা কা শব্দ নাকি তার কাছে বেশি মধুর লাগে। তাই তিনি তার ‘মরা ময়ূর’ নামক কাব্যনাট্যে ভোরের কাককে অনুরোধ করেছেন- ও কাক! তুই খুব জোরে কা কা কর, যাতে মুয়াজ্জিনের আজানটা আর শোনা না যায়।
শামসুল হকের আলোচিত কয়েকটি কবিতার খন্ডাংশ নিচে দেয়া হল*ঃ
১। যখন দু’স্তন মেলে ডেকে নিলে বুকের ওপরে,
স্বর্গের জঘন খুলে দেখালে যে দীপ্তির প্রকাশ
মুহুর্তেই ঘুচে গেল তৃষিতের অপেক্ষার ত্রাশ।
২। শত বাধা সত্ত্বেও থামতে পারে না কামুক পুরুষ,
দুজনের দেহ ছিড়ে বের হয় দুধ-পূর্ণিমা,
আর তা নেমে আসে স্তনের চুড়ায়,
বাড়তে থাকে কামনার জ্বর।
আর জ্বরতপ্ত হাত কুড়ায় কামনার ফুল…
৩। যখন খুলছো তুমি দেহ থেকে শাড়ি ও শেমিজ,
তখন উদ্বেল কেউ হয়ে ওঠে কৃষি-প্রতিভায়…
৪। দেবী তুমি দাঁড়িয়ে রইলে,
আমি চুম্বনের ফুলে
সারাদেহ ঢেকে দিয়ে
পূজাপাঠ শুরু করলাম।
তুমি তো মাটি নও
ছুঁয়ে আমি দেখেছি আঙুলে,
তবুও মন্দিরে ঢুকে
প্রথমেই তোমাকে প্রণাম।
Comment