Announcement

Collapse
No announcement yet.

ওলামা সম্মেলনে ‘রাষ্ট্র দখলের ইসলাম’ সম্পর্কে সতর্ক করা হবেঃ সামীম আফজাল

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ওলামা সম্মেলনে ‘রাষ্ট্র দখলের ইসলাম’ সম্পর্কে সতর্ক করা হবেঃ সামীম আফজাল

    ওলামা সম্মেলন একটি বাৎসরিক আয়োজন। তবে আয়োজক ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বিবিসিকে বলেন, সৌদি আরবের প্রধান দুই মসজিদের শীর্ষ ধর্মীয় নেতাদের উপস্থিতিতে এবারের সম্মেলনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।




    তিনি জানান, মক্কার মসজিদ আল হারাম নামে পরিচিত কাবা শরিফের মসজিদের ভাইস প্রেসিডেন্ট এবং মদিনার মসজিদে নবী'র খতিব বৃহস্পতিবারের ওলামা সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে থাকছেন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


    সারা দেশ থেকে পাঁচ লাখের মত ওলামা সম্মেলনে যোগ দেবেন বলে আয়োজকরা আশা করছেন। পুলিশ অবশ্য ধারণা করছে লাখ দুয়েক মানুষ ঢাকায় আসবেন

    ধর্মীয় নেতাদের এই সম্মেলন এমন সময় হচ্ছে যখন ইসলামী জঙ্গিবাদ নিয়ে দেশের ভেতর উদ্বেগ বাড়ছে।
    ইসলামিক ফাউেন্ডশনের প্রধান বলেন, এই পরিস্থিতি সম্পর্কে ওলামাদের সচেতন করার চেষ্টা হবে।

    "রাষ্ট্র দখলের ইসলাম যে প্রকৃত ইসলাম নয়, নবীজীর ইসলাম নয় - এই বার্তা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ওলামাদের পরামর্শ দেয়া হবে।"

    মি আফজাল ইঙ্গিত দেন, তিনি আশা করছেন এই বার্তায় ওলামা এবং সাধারণ মুসলিমদের উদ্বুদ্ধ করতে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের ইমামদের উপস্থিতি সাহায্য করবে।

    ওদিকে পুলিশ ধারনা করছে সারা দেশ থেকে দুই লাখের মত ওলামা-মুসল্লি বৃহস্পতিবার ঢাকায় আসবেন। গাড়ী আসবে আড়াই হাজারের মত।


    সামাল দিতে, ঢাকার বহু রাস্তা বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। ফলে, আগামীকাল ঢাকায় প্রকট যানজটের আশঙ্কা রয়েছে।
    BBC bangla
    http://www.bbc.com/bengali/news-39505108

    রবের প্রতি বিশ্বাস যত শক্তিশালী হবে, অন্তরে শয়তানের মিত্রদের ভয় তত কমে যাবে।

  • #2
    ল লজাজাকাল্লাহ

    Comment

    Working...
    X