Announcement

Collapse
No announcement yet.

কুরআন ও হাদিসের অপব্যাখ্যা ঠেকাতে জঙ্গিবাদ বিরোধী বই প্রকাশ করেছে র*্যাব।

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • কুরআন ও হাদিসের অপব্যাখ্যা ঠেকাতে জঙ্গিবাদ বিরোধী বই প্রকাশ করেছে র*্যাব।

    কুরআন ও হাদিসের অপব্যাখ্যা ঠেকাতে জঙ্গিবাদ বিরোধী বই প্রকাশ করেছে র*্যাব। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘কতিপয় বিষয়ে জঙ্গিবাদীদের অপব্যাখ্যা এবং পবিত্র কুরআনের সংশ্লিষ্ট আয়াত ও হাদিসের সঠিক ব্যাখ্যা’ শীর্ষক বইটি প্রকাশ করা হয়।





    বই প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। র*্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের সভাপতিত্বে স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, আইজিপি এ কে এম শহীদুল হকসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


    বই প্রকাশ অনুষ্ঠান থেকে জানানো হয়, কুরআনের আয়াত ও হাদিসের অপব্যাখা দিয়ে জঙ্গিরা এদেশের যুবসমাজের একটি অংশকে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে উৎসাহিত করছে। তাদের এসব অপব্যাখ্যার সঠিক ব্যাখ্যাসহ জঙ্গিবাদবিরোধী এই বইটি প্রকাশ করেছে র*্যাব। জঙ্গিদের অপব্যাখ্যার বিপরীতে দেশের জ্ঞানী আলেমদের মতামতের ভিত্তিতে সঠিক ব্যাখ্যাসহ বইটি প্রকাশ করা হয়েছে।


    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘র*্যাব তার দায়িত্ব পালন করেছে। পথভ্রষ্টদের ফিরিয়ে আনতে এই বইটি যথার্থই কাজ করবে। জঙ্গিবাদ মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তাদের সচেতন হতে হবে।’


    জঙ্গিদের ডিরেডিক্যালাইজ করার প্রক্রিয়ায় এখনও সফলতা আসেনি বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিজের আইজি এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘জঙ্গিবাদ প্রতিরোধে আমাদের সাফল্য অনেক। তবে ডিরেডিক্যালাইজ ও কাউন্টার নেরেটিভ জায়গায় আমরা এখন পারিনি। তবে এই বইটি অনেক সহায়ক হবে।’



    সভাপতির বক্তব্যে র*্যাবের ডিজি বেনজির আহমেদ বলেন, ‘র*্যাবের বিভিন্ন অভিযানে জঙ্গিদের কাছ থেকে হাতে লেখা ডায়েরি, বই উদ্ধার করা হয়েছে। যেখানে প্রায় একই ধরনের হাদিস রয়েছে। যেগুলো ব্যবহার করে তারা জনগণকে কনভার্ট করছে। কিন্তু এই হাদিস ও আয়াতগুলো অপব্যাখ্যা করে জঙ্গিরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আয়াত ও হাদিসের স্পষ্ট এবং সঠিক ব্যাখ্যা এই বইটিতে রয়েছে। যা যে কেউ সহজে বুঝতে পারবে।’



    বই প্রকাশ অনুষ্ঠানে শোলাকিয়ার ইমাম ফরীদ উদ্দীন মাসঊদ, ইসলামী ফাউন্ডেশনের ডিজি সামীম মো. আফজাল, সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সিসহ র*্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    রবের প্রতি বিশ্বাস যত শক্তিশালী হবে, অন্তরে শয়তানের মিত্রদের ভয় তত কমে যাবে।

  • #2
    ইসলামে জঙ্গিবাদ নেই, কোরআন-হাদিস জঙ্গিবাদকে সমর্থন করে না- এই বিষয়টি তুলে ধরতে কোরআন-হাদিসের ব্যাখ্যাসংবলিত একটি বই প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র*্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র*্যাব)। ‘কতিপয় বিষয়ে জঙ্গিবাদীদের অপব্যাখ্যা এবং পবিত্র কোরআনের সংশ্লিষ্ট আয়াত ও হাদিসের সঠিক ব্যাখ্যা’ নামের বইটি বিনামূল্যে বিতরণ করবে সংস্থাটি।


    বইটির প্রকাশনা উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশের মহাপরিদর্শক এ এক এম শহীদুল হক ও র*্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ছিলেন বিশেষ অতিথি।

    দেশের নিরাপত্তা বাহিনী জঙ্গিবাদ মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বইটি তারই অংশ।


    বাইটির প্রকাশের উদ্দেশ্য সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (নিরাপত্তা বাহিনী)মনে করছে আমাদের আরও কিছু করার দরকার। সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে তাদের এক ধাপ এগিয়ে যেতে হবে, সে জন্য এই বই।’


    র*্যাব জানায়, ‘কতিপয় বিষয়ে জঙ্গিবাদীদের অপব্যাখ্যা এবং পবিত্র কোরআনের সংশ্লিষ্ট আয়াত ও হাদিসের সঠিক ব্যাখ্যা’ বইটি যে কেউ র*্যাবের অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। র*্যাবের ওযেবসাইটেও বইটি দেয়া হবে। এ ছাড়া কেউ চাইলে ফটোকপি করেও বইটি বিতরণ করতে পারবেন। আগামী এক মাসের মধ্যে বইটির একটি ইংরেজি সংস্করণও প্রকাশিত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।



    র*্যাবের গবেষক দলের তত্ত্বাবধানে রচিত বইটি সম্পাদনা করেছেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা হুসাইনুল বান্না, প্রফেসর ড. আহমদ আবুল কালাম, মুফতি ওয়ালীয়ুর রহমান খান।


    আর গবেষক দলে ছিলেন র*্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, র*্যাব সদর দপ্তরের আরঅ্যান্ডডি সেলের পরিচালক সেলিম মো. জাহাঙ্গীর, সিনিয়র এএসপি মো. আতিকুল ইসলাম ও সিনিয়র এএসপি খন্দকার মো. শফিকুল আলম।


    অনুষ্ঠানে ইসলামের অপব্যাখ্যা দিয়ে যেসব যুবককে পথভ্রষ্ট করা হয়েছে, তাদের প্রয়োজনীয় মোটিভেশনের মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘শুধু ইসলাম কেন, কোনো ধর্মেই মানুষ হত্যার বিধান নাই। আর ইসলাম হলো শান্তির ধর্ম। জঙ্গিবাদের পেছনে একটা ষড়যন্ত্র আছে, এটা আমাদের দেখাতে হবে।’

    মন্ত্রী বলেন, ‘যুগ যুগ ধরে আমাদের দেশের বিভিন্ন ঘাতকেরা বিভিন্ন নামে কখনো বাংলা ভাই, ফুজি, জেএমবি, হরকাতুল জিহাদ, আনসারুল্লাহ বাংলা টিম, আনসারুল ইসলামসহ কত নাম। আমরা সবগুলো বিশ্লেষণ করে দেখেছি, এই সবগুলো কিন্তু একই। এরা যখনই একটা অপকর্ম করে, পেছন থেকে আবার বলে যে আমরা আইএস। কিন্তু আইএস কেন আসবে, বা কী কারণে আসবে আমরা এর কোনো ব্যাখ্যা পাইনি।’


    এই ষড়যন্ত্র সারা পৃথিবীতেই হয়েছে মন্তব্য করে আসাদুজ্জামান খান বলেন, ‘এর থেকে আমাদের বাংলাদেশও রক্ষা পায়নি। বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো হৃদয়ের। এ দেশের মানুষ আবেগপ্রবণ হলেও তারা কিন্তু এই জঙ্গিবাদকে পছন্দ করে না। এত ষড়যন্ত্রের পরও বাংলাদেশের মানুষ এই জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না।’ দেশের নিরাপত্তা বাহিনী জঙ্গিবাদ মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


    ‘কতিপয় বিষয়ে জঙ্গিবাদীদের অপব্যাখ্যা এবং পবিত্র কোরআনের সংশ্লিষ্ট আয়াত ও হাদিসের সঠিক ব্যাখ্যা’ যথার্থ সময়েই প্রকাশ করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি সবাইকে বইটি পড়ার অনুরোধ করেন।


    (ঢাকাটাইমস)
    রবের প্রতি বিশ্বাস যত শক্তিশালী হবে, অন্তরে শয়তানের মিত্রদের ভয় তত কমে যাবে।

    Comment


    • #3
      দাওয়াহ ইলাল্লাহ ফোরামের জংগীদের জন্য একখানা বই উপহার দেয়ার জন্য শায়েখে তাগুত ফরিদ মাসঊদ সাব এর কাছে আকুল আবেদন জানাই।
      যাতে আমাদেরকে জংগীবাদের ব্যাপারে যে ভুল ধারনা দেয়া হয়েছে - সেটি দূর হয়ে যায়।

      অন্তত সফট-কপি দেয়ার অনুরোধ রইল। যাতে বুঝা যায় তুমি ও তোমার মুফতীরা শরীয়াত বেশী জানে নাকি ফোরামের এই জংগীরা!!

      আল্লাহ্*র উপর ভরসা করে শায়েখে তাগুতকে চ্যালেঞ্জ জানাই!!
      আমি এই ফোরামের একজন মডারেটর। আমাকে এই ফোরামে এসে তুমি হক্ব বুঝিয়ে যাও। তোমার কত ইলম আছে - ইনশাআল্লাহ প্রকাশ হয়ে যাবে।
      কথা ও কাজের পূর্বে ইলম

      Comment


      • #4
        বাংলার তাগুতদের কাছে জঞ্জি ততপরতা নাজায়েজ মনে হয়, জিহাদের অপব্যাখআ মনে হয়।
        তারা যে ৫ই মে আমাদের ভাইদের হত্যা করল, প্রতিরখ্যা চুক্তি করল এটাকেকি তাদের সন্ত্রাসবাদ আর ইস্লামের সাথে গাদ্দারি মনে হয় না।

        Comment


        • #5
          বাতিল এমনই হয়। উপরে উপরে অনেক লাফ-জুফ দিবে কিন্তু চ্যালেন্জ করলে চোরের মত চোপসে যাবে।

          Comment


          • #6
            এরা তো আবু জাহলের উত্তরসূরী৷যে বদর প্রান্তরে আসার পূর্বে অহংকার করে যুদ্ধে এসেছিল৷পরে বেলুনের মত চুপসে গিয়েছিল৷এরা আমেরিকার অনুসারী৷যারা মুজাহিদীনের বিরুদ্ধে চ্যালেন্জ করেছিল৷অতপর মুজাহিদীনের আঘাত সহ্য করতে না পেরে পলায়ন করা শুরু করেছে৷আল্লাহ সুব, ঠিকই বলেছেন যে, কাফেরদের কোন বুঝ নেই৷যদি থাকত তবে মুজাহিদীনের বিরোধি না হয়ে সঙ্গী হত৷কারন পরিণামে মুজাহীদিনরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ৷
            শত্রু অভিমুখী যুদ্ধা।

            Comment


            • #7
              জবাব দেওয়ার জন্য যে ভাইরা অপেক্ষা করেছিলেন তাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। ত্বাগুত বাহিনী বইটা অনলাইনে ছেড়েছে। নিচের লিংকে পাওয়া যাচ্ছে। যে ভাই/ভাইরা এই বইয়ের চুলছেড়া বিশ্লেষণ করে যথাযথ জবাব লিখবেন আল্লাহ্ তাআলা তাঁকে কবুল করুন। মুরতাদ বাহিনীর সব ষড়যন্ত্র ভন্ডুল করে দিন।

              Comment


              • #8
                তাবুতদের উদ্দেশ্যে----
                যদি তোরা ইহুদি-খ্রিস্টান হয়ে উম্মাদের পতভ্রস্ট করার জন্য এসব করতিস,তাহলে মানতাম। কিনতু তোরা তো মুসলিম!! অজ্ঞতার বসে আজ তোরা জাহান্নামের দিকে পা বাডাচ্ছিস! পুনঃরুন্তানের দিন কতইনা আফসোস করবি!! এখনো সময় আছে সত্যের পথে ফিরে আয়.... দুনিয়ার চাকচিক্য আর ধোকা থেকে নিজেদের (১-২)মাস আড়াল রেখে ঠান্ডা মাথায়(ইসলামের ইতিহাস,মহানবি (সাল্লাহুআলাইহিসালাম) এর ভবিস্যত বানী,শেষ যামানা) এসব নিয়ে একটু গবেষণা কর। আল্লাহ চাইলে নিচ্ছই হেদায়েত হবি। আর হ্যা ব্যার্থ চেষ্টা করে কোন লাভ হবে না (কারন আমাদের বিজয় নিশ্চিত)
                **আল্লাহু আঁকবার **

                Comment

                Working...
                X