কওমি সনদকে সরকারি স্বীকৃতি প্রদান করায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত সনদ বাস্তবায়ন কমিটি। এছাড়া বুধবার সংবাদ সম্মেলন করে কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বেশ কিছু দাবি তুলে ধরবেন।তবে দাবিগুলো কী তা জানা যায়নি। শিক্ষা মন্ত্রণালয় গঠিত কওমি সনদ বাস্তবায়ন কমিটির কো-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী বলেন, কওমি সনদ বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। প্রধানমন্ত্রী আমাদের দাবি বাস্তবায়ন করায় তাকে সংবর্ধনা দেয়ার প্রস্ততি নিচ্ছি। কওমি সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, সনদের সরকারি স্বীকৃতি দেয়া প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বেফাকুল মাদ্রাসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) সভাপতি ও হেফাজতের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, আল্লমা ফরীদ উদ্দীন মাসঊদকে অভিনন্দন জানাতে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করবো। প্রসঙ্গত, গত ১১ই এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার দাওরায়ে হাদীসের (ইসলামিক স্টাডিজ এবং আরবী) মাস্টার্সের সমমানের ঘোষণা দেন। দাওরায়ে হাদীসের সনদকে মাস্টার্স এর সমমান প্রদান করার লক্ষ্যে কওমি মাদ্রাসা বোর্ডসমূহ কর্তৃক গঠিত সনদের মান বাস্তবায়নের জন্য ১৭ সদস্যের একটি কমিটি গঠন করে দেয়া হয়। এতে সরকারের কোন প্রতিনিধি রাখা হয়নি। কমিটির চেয়ারম্যান করা হয়েছে বেফাক সভাপতি আল্লমা শাহ আহমদ শফীকে। কমিটি গত রোববার বৈঠক করে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে।
সূত্রঃ http://www.mzamin.com/article.php?mzamin=61843
Comment