Announcement

Collapse
No announcement yet.

মাঠে বসে প্রথমবারের মতো খেলা দেখলেন সৌদির নারীরা।একটি কনসার্টেও অংশ নেয়ার সুযোগ পায়

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মাঠে বসে প্রথমবারের মতো খেলা দেখলেন সৌদির নারীরা।একটি কনসার্টেও অংশ নেয়ার সুযোগ পায়

    যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন সৌদির নারীরা। আগে যেসব জিনিস তারা কল্পনাও করতে পারতেন না সেসব কাজই এখন করার অনুমতি দিচ্ছে সরকার। তারই হাত ধরে চলতি মাসেই নতুন করে ইতিহাস রচনার করলেন নারীরা। প্রথমবারের মতো স্টেডিয়ামে বসেই খেলা দেখেছেন তারা। আগে যেখানে নারীরা স্টেডিয়ামে প্রবেশের অনুমতিই পেতেন না সেখানে এখন তারা স্টেডিয়ামে প্রবেশের অনুমতিসহ খেলাও দেখতে পারছেন। খবর বিবিসি।
    শুক্রবার প্রথমবারের মতো আল আহলি এবং আল বাতিন দলের একটি ফুটবল ম্যাচ দেখতে মাঠে গিয়েছেন নারীরা। সৌদির তিনটি প্রধান শহরের স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ পাচ্ছেন নারীরা।
    আজ রাজধানী রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে খেলা দেখেছেন নারীরা। সেখানে আল আহলি এবং আল বাতিন দলের খেলা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা এবং পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানেও খেলা দেখার সুযোগ পাবেন নারীরা।
    এর আগে গত অক্টোবরে জেনারেল স্পোর্টস অথরিটি (জিএসএ) জানিয়েছিল, ২০১৮ সালের শুরুতেই তিনটি স্টেডিয়ামে নারীরা খেলা দেখার সুযোগ পাবেন। ওই স্টেডিয়ামগুলোতে আগে শুধুমাত্র পুরুষরাই খেলা দেখার সুযোগ পেতেন।
    রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়াও জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি এবং দাম্মামের প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে নারীরা খেলা দেখার সুযোগ পাবেন।
    শনিবার জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সেন্টারে আল হিলাল এবং আল ইতিহাদ দলের খেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দাম্মামের প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে আল ইত্তিফাক ও আল ফয়সালি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। এসব ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন নারীরা।
    সাম্প্রতিক সময়ে নারীদের জন্য বেশ কয়েকটি টুর্নামেন্টেরও আয়োজন করেছে সৌদি। গত বছরের নভেম্বরে নারীদের বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। জেদ্দায় আয়োজিত ওই টর্নামেন্টে ৩ হাজার নারী অংশ নেন।
    ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদির ভিশন ২০৩০ পূরণের লক্ষ্যে নারী ক্ষমতায়নের ওপর জোর দিচ্ছে সৌদি। ২০১৮ সালে জুন থেকে গাড়ি চালানোর অনুমতিও পাচ্ছেন নারীরা। ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে নারীদের বেশি বেশি সুযোগ-সুবিধা এবং স্বাধীনতা নিশ্চিত করা হবে।
    এ মাসেই প্রথমবারের মতো সৌদির জাতীয় দিবস উদযাপনের সুযোগ পাবে নারীরা। সৌদিতে সিনেমার ওপর যে নিষেধাজ্ঞা ছিল গত বছর তাও প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। আগামী মার্চেই প্রথমবারের মতো সৌদিতে সিনেমা প্রচার করা হবে বলেও আশা করা হচ্ছে।

    গত ডিসেম্বরে নারীরা একটি কনসার্টেও অংশ নেয়ার সুযোগ পায়। এটি ছিল দেশের প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত কনসার্ট যেখানে এখন নারী গায়িকা গান গেয়ে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন।

    সূএ:আরটিনিউজ
    ( গাজওয়া হিন্দের ট্রেনিং) https://dawahilallah.com/showthread.php?9883

  • #2
    তাদের মসনদ ধ্বংসের দ্বার প্রান্তে। তারা নিজেদেরও ডুবাবে তাদের জাতির মান সম্মানকেও ধুলোয় লুটাবে।
    শেষ পর্যন্ত তারা কাফেরদের পাই টু পাাই অনুসরণ করতে যাচ্ছে।

    Comment


    • #3
      কিয়ামত অতি নিকটে। এগুলো তার আলামত।

      Comment


      • #4
        আরবের লোকেরা কবে জাগবে!!!
        আল্লাহ আমাদের ঈমানী হালতে মৃত্যু দান করুন,আমিন।
        আল্লাহ আমাদের শহিদী মৃত্যু দান করুন,আমিন।

        Comment


        • #5
          আমাদের মাশায়েখগণ যে, সৌদি আরবের শাষককে মুরতাদ ফতোয়া দিয়েছে, তা অনেকে মানতে চায়না। এখন তাদের এ কর্মকান্ড দেখে হয়তো তারা মানবে। তাদের আসল চেহারা বিশ্বের মুসলিমদের সামনে স্পষ্ট হবে। শাষকরা যে ইসলামের দুশমন তা স্পষ্ট হবে। তার যে আমেরিকার গোলাম তা স্পষ্ট হবে।
          আমার মতে তাদের এহেন জঘন্য কর্মকান্ড মুজাহিদদের জন্য লাভজনক। কারণ, এর দ্বারা প্রকাশ্যে তাদের বিরোধিতা করা যাবে। মুসলিমদের সামনে তাদের মুখুশ উন্মোচন করা যাবে।
          আর বখতিয়ার ভাই বললেন যে, আরবের লোকেরা কবে জাগবে!!! প্রিয় ভাই, যারা জাগার তারা জেগে গেছে, তারা জেগে আফগানিস্তান, সিরিয়ায় চলে গেছে।
          ফিরে এসো দ্বীনের পথে।

          Comment

          Working...
          X