Announcement

Collapse
No announcement yet.

আফগানিস্থান নিউস ২৩ ও ২৫ য়ে জানুয়ারী ২০১৮ ইনং

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আফগানিস্থান নিউস ২৩ ও ২৫ য়ে জানুয়ারী ২০১৮ ইনং

    আফগানিস্তানের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তালেবান হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার জেরে গোষ্ঠীটির নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস গত সোমবার ইসলামাবাদের প্রতি এই আহ্বান জানায়।পাকিস্তান বড় অঙ্কের অনুদান নেওয়ার বদলে আফগান জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় বলে অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের।আফগানিস্তানের রাজধানী কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শনিবারের তালেবান হামলায় বিদেশিসহ অন্তত ৩০ জন নিহত হয়। এই হামলার কড়া নিন্দা জানিয়েছে ইসলামাবাদ।এদিকে, ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলার জন্য পাকিস্তানের দিকে সন্দেহের তির তাক করেছে আফগানিস্তান। অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স গত সোমবার সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আফগান বাহিনী জঙ্গিদের নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বিশ্বে সন্ত্রাস ছড়িয়ে দিতে চায় এই জঙ্গিরা।সারাহ স্যান্ডার্স বলেন, ‘তালেবান নেতাদের শিগগিরই গ্রেপ্তার বা বহিষ্কার করার জন্য পাকিস্তানের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।’ তিনি উল্লেখ করেন, তালেবানের জঙ্গি কর্মকাণ্ডে পাকিস্তানের মাটি ব্যবহার করতে না দেওয়ার মধ্য দিয়ে গোষ্ঠীটিকে চাইলেই ঠেকাতে পারে ইসলামাবাদ।প্রসঙ্গত, সন্ত্রাসবাদ মোকাবিলায় ‘আরও বেশি কিছু করার জন্য’ সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের প্রতি জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র।
    আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে হামলা


    অনলাইন ডেস্ক
    ২৪ জানুয়ারি ২০১৮, ১৪:৩৪






    সেভ দ্য চিলড্রেন কার্যালয়ের বাইরে কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয় হামলাকারীরা। ছবি: রয়টার্স
    আফগানিস্তানের জালালাবাদ শহরে আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে একদল সশস্ত্র বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে অন্তত ১১ জন আহত হয়। হামলাকারীরা প্রথমে গাড়িবোমার বিস্ফোরণ ঘটনায় বলে ধারণা করা হচ্ছে। এরপর মেশিনগান থেকে গুলি ও রকেটচালিত গ্রেনেড ছোড়ে। হামলা এখনো চলছে বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।
    ঘটনার পরপরই সেখানে ছুটে যায় পুলিশ কর্মকর্তারা। ছবি: রয়টার্স
    স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, গুলির শব্দ হওয়ার পর কাছের একটি স্কুলে শিশুদের ছুটোছুটি করতে দেখা যায়।
    হামলাকারীরা কারা, তা এখনো জানা যায়নি। তবে পাকিস্তানের সীমান্তবর্তী নানগড়হার প্রদেশের রাজধানী জালালাবাদে প্রায়ই তালেবান জঙ্গিরা হামলা চালায়। কাবুলে বিলাসবহুল একটি হোটেলে হামলার ঘটনার কয়েক দিনের মধ্যে আজ এ হামলা হলো। হোটেলের হামলার ঘটনায় ২২ জন নিহত হয়েছিল, যাদের বেশির ভাগই ছিল বিদেশিনারগড়হারের গভর্নরের মুখপাত্র আতুল্লাহ খোগয়ানি এএফপিকে বলেন, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার কিছুক্ষণের মধ্যেই (স্থানীয় সময় সকাল ৯ টা ১০ মিনিটে) এ হামলার ঘটনা ঘটে।

    খোগয়ানি বলেন, একদল সশস্ত্র লোক চত্বরে ঢুকে পড়ে। আহত ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়।
    তত্বসূত্র লিংক :- http://www.prothomalo.com/international/article/1416111





  • #2
    হে আল্লাহ আফগান মুজাহিদদের শক্তি সার্মথ্য আরো বাড়িয়ে দিন আমিন
    ( গাজওয়া হিন্দের ট্রেনিং) https://dawahilallah.com/showthread.php?9883

    Comment


    • #3
      যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়ে, এখন পাকিস্তানকে চাপ দিচ্ছে!!!!
      ولو ارادوا الخروج لاعدواله عدة ولکن کره الله انبعاثهم فثبطهم وقیل اقعدوا مع القاعدة
      سورة توبة ٤٦

      Comment


      • #4
        আলহামদুলিল্লাহ্*,,,,,

        Comment

        Working...
        X