আল-ইমারা নিউজ জানিয়েছে, আফগানিস্তানের তাখার প্রদেশের উত্তরাঞ্চলে আমেরিকার মদদপ্রাপ্ত শত্রুদের একটি ইউনিটে ইসলামী ইমারতের যোদ্ধারা হামলা করলে একটি তীব্র যুদ্ধের সূচনা হয়। এতে, যৌথ শত্রুবাহিনীর অন্তত ৩২ সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৭৫ সেনা।
শুক্রবার রাতে ইসলামী ইমারতের যোদ্ধারা আমেরিকা ও তার দালালদের একটি সামরিক বাহিনীর উপর পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। রাত্রব্যাপী চলমান তীব্র যুদ্ধে, ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াইকারী ইসলামী ইমারতের যোদ্ধারা আমেরিকা ও তার দালাল বাহিনীর ১২টি চেকপোস্টের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। যুদ্ধটি শুরু হয়েছিল ইসলামী ইমারতের যোদ্ধাদের কর্তৃক একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে এবং মারাত্মক যুদ্ধে শত্রুদের ১২টি সামরিক পোস্ট ইসলামী ইমারতের যোদ্ধাদের হাতে আসে এবং ৩২ পুতুলসেনা নিহত ও ৭৫ সেনা আহত হয়।
শুক্রবার রাতের যুদ্ধে নিহতদের মধ্যে ৩জন আরবাকি কমান্ডারও ছিল। আর ঐ অপারেশনে ইসলামী ইমারতের যোদ্ধারা শত্রুদের ঘাঁটিগুলো থেকে একটি বিশাল আকারের গণিমত লাভ করেন।
শুক্রবার রাতে ইসলামী ইমারতের যোদ্ধারা আমেরিকা ও তার দালালদের একটি সামরিক বাহিনীর উপর পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। রাত্রব্যাপী চলমান তীব্র যুদ্ধে, ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াইকারী ইসলামী ইমারতের যোদ্ধারা আমেরিকা ও তার দালাল বাহিনীর ১২টি চেকপোস্টের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। যুদ্ধটি শুরু হয়েছিল ইসলামী ইমারতের যোদ্ধাদের কর্তৃক একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে এবং মারাত্মক যুদ্ধে শত্রুদের ১২টি সামরিক পোস্ট ইসলামী ইমারতের যোদ্ধাদের হাতে আসে এবং ৩২ পুতুলসেনা নিহত ও ৭৫ সেনা আহত হয়।
শুক্রবার রাতের যুদ্ধে নিহতদের মধ্যে ৩জন আরবাকি কমান্ডারও ছিল। আর ঐ অপারেশনে ইসলামী ইমারতের যোদ্ধারা শত্রুদের ঘাঁটিগুলো থেকে একটি বিশাল আকারের গণিমত লাভ করেন।
Comment