সোমবারে একটিভিস্ট এবং স্থানীয়রা ঘোষণা দিয়েছে, ত্রিশ হাজারেরও অধিক লোক পূর্ব ঘৌতার হারাস্তা শহরে অবরুদ্ধ। রবিবারে সিরিয়ান সেনারা বিদ্রোহী অঞ্চলকে বিচ্ছিন্ন করার পর সম্ভবত তারা ‘গণহত্যা’র শিকার হয়েছে।
সিরিয়ান একটিভিস্ট ইব্রাহীম আল-ফওয়াল বলেছেন, “আমরা বিশেষভাবে হারাস্তার অবস্থা নিয়ে শংকিত । প্রায় ৫,৫০০ পরিবার সেখানে খাবার এবং রসদের অভাব নিয়ে অবরুদ্ধ।”
Middle East Eye-কে তিনি বলেছেন,“ রবিবার থেকে সকল টেলিযোগাযোগ বন্ধ এবং আমরা সেখান থেকে কোনকিছু শুনতেও পাচ্ছি না ।”
একটিভিস্টগণ হারাস্তায় একটি গণহত্যার আশংকা প্রকাশ করেছেন।
সিরিয়ান একটিভিস্ট ইব্রাহীম আল-ফওয়াল বলেছেন, “আমরা বিশেষভাবে হারাস্তার অবস্থা নিয়ে শংকিত । প্রায় ৫,৫০০ পরিবার সেখানে খাবার এবং রসদের অভাব নিয়ে অবরুদ্ধ।”
Middle East Eye-কে তিনি বলেছেন,“ রবিবার থেকে সকল টেলিযোগাযোগ বন্ধ এবং আমরা সেখান থেকে কোনকিছু শুনতেও পাচ্ছি না ।”
একটিভিস্টগণ হারাস্তায় একটি গণহত্যার আশংকা প্রকাশ করেছেন।
Comment