যাই ছুটে যাই শহিদী কাফেলায়
চাই ফিরে চাই পিছনে তাকায়-
প্রিয়জনের মায়ায়।
খোকা-খোকি আর প্রেমের বাঁধন,
মা-বাবা আর প্রিয় স্বজন,
থাকুক সবাই মনের আয়নায়।
শহিদের ওই ঝরানো খুন
দেখে আমায়, কাঁদে গুনগুন,
ক্ষণে ক্ষণে আমার এ মনে
প্রতিশোধের অনল জালায়।
চেয়ে দেখো ওই শহিদসমাধি,
ডাকে আমায় নিরবধি,
আয় ছুটে আয় আয় সুখঠিকানায়।
যায় ডেকে যায় মুজাহিদ আমায়
আয় চলে আয় সুখের ঠিকানায়,
বেলা কেটে যায় কল্পনার ছায়ায়।
Results 1 to 2 of 2
Thread: কবিতা!!! শহিদী কাফেলায়
-
01-16-2020 #1
- Join Date
- Aug 2018
- Posts
- 30
- جزاك الله خيرا
- 11
- 100 Times جزاك الله خيرا in 27 Posts
কবিতা!!! শহিদী কাফেলায়
-
The Following 3 Users Say جزاك الله خيرا to সারিমুল মাসলুল For This Useful Post:
আহমাদ সালাবা (01-16-2020),ইবনে মুজিব (01-16-2020),রাসুলের অনুসারী (01-22-2020)
-
01-16-2020 #2
- Join Date
- Dec 2019
- Location
- হিন্দুস্তান
- Posts
- 430
- جزاك الله خيرا
- 1,352
- 1,453 Times جزاك الله خيرا in 404 Posts
উত্তম... জাযাকাল্লাহু খইরন...
আর তোমরা হতাশ হয়োনা এবং দুঃখ করো না, তোমরাই জয়ী হবে, যদি তোমরা মুমিন হও। আলে ইমরান [৩:১৩৯]