Announcement

Collapse
No announcement yet.

২০ বছর পর আবারো ক্ষমতায় তালেবান

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ২০ বছর পর আবারো ক্ষমতায় তালেবান

    ২০ বছর পর আবারো ক্ষমতায় তালেবান


    ২০০১ সালের পর আবারো ক্ষমতায় তালেবান। আফগানিস্তানের পটপরিবর্তন ঘটল রক্তপাতহীনভাবেই। আজ পদত্যাগ করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি। কাবুল দখলের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পদত্যাগ করেন। তার পদত্যাগের পর তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। দীর্ঘ ২০ টি বছর এজন্য অপেক্ষা করতে হয়েছে তাদের।

    আফগানিস্তানের প্রথম প্রদেশটি তালেবানের হস্তগত হয় চলতি মাসের ৩ আগস্ট। সেটি ছিলো আফগানিস্তানের নিমরোজ প্রদেশের রাজধানী জারঞ্জ। এটি ইরান সীমান্তের কাছে অবস্থিত আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এর সূত্র ধরেই তালেবান যোদ্ধারা ঘাঁটি গড়তে থাকে আফগানিস্তানে।

    এরপর দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ দখল করেন তারা। তারপর দখল করেন দেশটির জাওজাজান প্রদেশের রাজধানী শেবেরগান। এর মধ্যেই কয়েকটি প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণ নেন তারা। এসব প্রদেশের রাজধানী দখলের পর সেখানের কারাগারে থাকা বন্দিদের মুক্ত করে দেন তারা।

    এরপর গত ৯ আগস্ট মাত্র ৯০ ঘন্টার ব্যবধানে ছয়টি প্রদেশের রাজধানী দখলে নিলে তালেবানকে আর পিছু হটতে হয়নি। তারা এক এক করে আফগানিস্তানের প্রধান প্রধান প্রদেশের রাজধানী দখল করতে থাকে। এর মাঝে কান্দাহার, গজনি, হেরাত, কুন্দুজ, সার-ই-পল ও তাকহার প্রদেশের রাজধানী অন্যতম ছিলো। এর মাঝে দখল হয়ে গিয়েছে দেশের প্রায় ২৭ টি প্রদেশ। অবশেষে আজ ২৮ তম প্রদেশের রাজধানী হিসেবে কাবুল দখল করে তালেবান।

    কাবুল দখলের পর আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তালেবান চতুর্দিক থেকে কাবুলে প্রবেশ করে নিযন্ত্রণে নেয় রাজধানীর। তবে এ সময় তাদের কোনো ধরনের সহিংসতা অবলম্বন করতে দেখা যায়নি। এমনকি তালেবানের এক যোদ্ধা আল জাজিরাকে বলেছেন, জ্যেষ্ঠ নেতারা আমাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কাবুলে আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি।

    তালেবানের এই সদস্য আল-জাজিরাকে আরও জানিয়েছে, তাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই। সরকারি ভবনগুলো তারা নিশানা করবে না। তবে কেউ যদি রাজধানী ছেড়ে যেতে চায়, তাহলে তাদের নিরাপদে যেতে দেওয়া হবে।

    এদিকে, তালেবান যোদ্ধাদের কাবুলে প্রবেশ নিয়ে তালেবান একটি বিবৃতিতে দিয়েছে। এতে তাদের যোদ্ধাদের কাবুলের ফটক ক্রস না করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে জোরপূর্বক কাবুল দখল না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

    ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া যাতে নিরাপদ এবং নিশ্চিতভাবে হয় তার জন্য আলোচনা চলমান রয়েছে। কাবুলে প্রাণহানি এবং সম্পদের ক্ষতি এড়াতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    আনন্দবাজার তাদের খবরে বলেছে, টানটান উত্তেজনায় কেটেছে গত রাত। রোববার সকাল হতেই বিনাযুদ্ধে ক্ষমতার হস্তান্তর হয়ে গেল আফগানিস্তানে। তালেবান নেতাদের সঙ্গে মাত্র ৪৫ মিনিট বৈঠকের পরেই প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গানি।


    সংগৃহীত ও ঈষৎ পরিমার্জিত
    গোপনে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা ৷

  • #2
    পদত্যাগ করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি

    পদত্যাগ করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি



    পদত্যাগ করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি। কাবুল দখলের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পদত্যাগ করেন। তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু হয়েছে। আফগানিস্তানের পটপরিবর্তন ঘটল রক্তপাতহীনভাবেই। ২০০১ সালের পর আবারো ক্ষমতায় তালেবান।

    আনন্দবাজার তাদের খবরে বলেছে, টানটান উত্তেজনায় কেটেছে রাত। রোববার সকাল হতেই বিনাযুদ্ধে ক্ষমতার হস্তান্তর হয়ে গেল আফগানিস্তানে। তালিবান নেতাদের সঙ্গে মাত্র ৪৫ মিনিট বৈঠকের পরেই প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন আশরাফ গানি।

    শনিবার রাতে উত্তরের মাজার-ই-শরিফ দখলের পর থেকেই কাবুলের পতনের ঘণ্টা বাজতে শুরু করেছিল। রোববার সকালে জালালাবাদ দখল করে তাতে সিলমোহর দেন তালেবান যোদ্ধারা। তারপর রাজধানী কাবুলেও দলে দলে প্রবেশ করতে শুরু করে তারা। যদিও দলীয় নেতৃত্বের নির্দেশে কাবুলে ঢোকার মুখেই থমকে যেতে হয় তাদের।

    এরপর সরাসরি আশরাফ এবং আমেরিকার কূটনীতিবিদরা তালেবানের সঙ্গে সমঝোতা চান। জানিয়ে দেন, গায়ের জোরে কাবুল দখল হোক- এটা চান না তাঁরা। শান্তিপূর্ণ ভাবে ক্ষমতার হস্তান্তর চান।

    সংগৃহীত
    গোপনে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা ৷

    Comment


    • #3
      মুমিনদের বিজয়; মুনাফিকদের মুখোশ উম্মোচন
      আদনানমারুফ


      ২০ বছর পর আবারো ক্ষমতায় তালেবান
      Ibrahim Al Hindi


      বিজয় আসে রক্ত আর খুলির বিনিময়ে
      খালিদ মুন্তাসির


      আফগান জনগণের ব্যাপারে ইসলামী ইমারাতের অবস্থান
      নুআইম আন-নাহহাম


      আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ! আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ!! আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ!!!
      আবু আব্দুল্লাহ
      https://dawahilallah.com/showthread.php?24110
      গোপনে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা ৷

      Comment


      • #4
        আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ! অচিরেই এ বিজয়ের ধ্বনি বাংলার জমিনেও শুনতে পাবো।
        "এখন কথা হবে তরবারির ভাষায়, যতক্ষণ না মিথ্যার অবসান হয়"

        Comment


        • #5
          আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এত সহজে আল্লাহ আমাদের বিজয় দিবেন কখনো ভাবতে পারিনি।
          পৃথিবীর রঙ্গে রঙ্গিন না হয়ে পৃথিবীকে আখেরাতের রঙ্গে রাঙ্গাই।

          Comment


          • #6
            আল্লাহ! সকল প্রসংশা শুধুই তোমার জন্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।

            Comment


            • #7
              মুহতারাম। আমির শায়খ হেবাতুল্লাহ আকুন্দজাদা না? এখানে শায়খ আবদুল গনি বরাদর বলা হ্যেছে যে?

              Comment


              • #8
                musaalhindi
                মুহতারাম। আমির শায়খ হেবাতুল্লাহ আকুন্দজাদা না? এখানে শায়খ আবদুল গনি বরাদর বলা হ্যেছে যে?
                লেখাটি ভুল ছিল। ঈষৎ পরিমার্জিত করা হয়েছে। জাযাকাল্লাহ আঁখি।
                গোপনে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা ৷

                Comment


                • #9
                  আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ! অচিরেই এ বিজয়ের ধ্বনি বাংলার জমিনেও শুনতে পাবো।

                  Comment


                  • #10
                    আফগানিস্তান ইসলামি ইমারত জিন্দাবাদ।
                    সকল প্রসংশা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা,যিনি সৃষ্টি করেছে আসমান ও জমিন এবং এ দুয়ের মধ্যবত্যি স্থান তার বান্দাদের জন্য। আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ
                    হে আল্লাহ! আমাদের কে তোমরা দ্বীনের উপর অটল অবিচলতা দান করুন এবং সমস্ত শহীদ ভাইদের কে শহীদ হিসাবে এবং আমাদেরকে কবুল করুন।আমিন ইয়া রব্বাল আলামিন

                    Comment


                    • #11
                      এই সুস্পষ্ট বিজয়ে একদিকে মুমিনদের চেহারা উদ্ভাসিত হচ্ছে অপরদিকে রবের শুকরিয়ায় তাদের অন্তর বিগলিত হচ্ছে, চোখ থেকে আনন্দাশ্রু ঝরছে। যেমনটা আল্লাহ তায়ালা আমাদের নির্দেশ দিয়েছেন

                      إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا

                      যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং তুমি মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ তার পবিত্রতা ঘোষণা করো ও তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। -সূরা নাসর: ১-৩

                      Comment


                      • #12
                        আল্লাহ এ বিজয়কে অব্বাহত(অব্যাহত) রাখুন ,আমীন

                        Comment

                        Working...
                        X