একটি জরুরী সতর্কবার্তা ।। সকল ভিজিটর ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি...
الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.
মুহতারাম ভাইয়েরা- আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা নিবেদন করব, ইনশা আল্লাহ।
প্রথম কথা হচ্ছে- আমরা যারা ফোরামে আছি, আমরা সবাই চাই যে, সকলেই একে অপরের সাথে ভাতৃত্বপূর্ণ ও ভালবাসাপূর্ণ আচরণ করুক। একে অপরের প্রতি সহানুভূতিশীল হোক। সকলেই মিলে-মিশে থাকুক। কেউ কারো প্রতি বিদ্বেষ পোষণ না করুন। কিন্তু দুঃখজনক হলেও সবাই এটা পারেন না। যার কারণে মাঝে মাঝে একে অপরের সাথে মৃদু অসদাচরণ করে ফেলেন। যা কারো কাছ থেকেই কাম্য নয়।
দ্বিতীয় কথা হচ্ছে- কিছু ভিজিটর এমন আছেন, যারা ফোরামের দায়িত্বশীল ভাইদের সাথেও -জেনে বা না জেনে/ বুঝে বা না বুঝে- অসদাচরণ করে ফেলেন। এটা আরও মারাত্মক ব্যাপার।
তৃতীয় কথা হচ্ছে- আরও কিছু ভিজিটর এমন আছেন, যারা হকপন্থী আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করেন, এমনকি যারা বৈশ্বিক জিহাদের স্বপ্নদ্রষ্টা ও উম্মাহর খেদমতে নিবেদিতপ্রাণ ছিলেন, নিজেদের পুরো জীবনকে জিহাদের পথে ব্যয় করেছেন, অবশেষে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন (আমরা এমনটাই ধারণা করি), যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, উম্মাহর হৃদয়ের মণিকোঠায় যারা আসন করে নিয়েছেন, এমন মুখলিস মুজাহিদীনের প্রতি ও তাদের দলের প্রতিও অন্তরে বিদ্বেষ লালন করেন, যা তারা তাদের লেখায় খুবই কুৎসিতভাবে উপস্থাপন করেন, তাদের সংকীর্ণমনা দৃষ্টিভঙ্গি উম্মাহর আসল হিরোদের সহ্য করতে পারেন না, তো এমন করাটা যাদের স্বভাব, তারা তো সর্বোচ্চ মাত্রার অসদাচরণকারী বলে বিবেচিত হবেন। আর তা ক্ষমার অযোগ্য অপরাধ বলে বিবেচ্য হবে।
আমরা জানি না- এমন মানুষদের শেষ পরিণতি কি হবে! তবে কামনা করি- তারা সময় থাকতে সুপথে ফিরে আসুক! হেদায়েতের পথে চলুক! সীরাতে মুস্তাকীমের পথে অটল থাকুক।
চতুর্থ কথা হচ্ছে- সম্প্রতি আমাদের পর্যবেক্ষণে এমন কিছু ভিজিটর দৃষ্টিগোচর হয়েছে; যারা নিজেদের পোস্টে বা কমেন্টে উল্টাপাল্টা বা ভুলভাল অথবা বিভ্রান্তিকর অনেক কিছু লেখেন, যা অনেক সময় বিরক্তির সৃষ্টি করে।
তারপরে দায়িত্বশীল ভাইয়েরা সবরের সাথে সেগুলো মুছে দেন বা যতটুকু দেওয়া যায়, ততুটুকু ঠিকঠাক করে পাবলিক করেন। কিন্তু কতিপয় অসৎ প্রকৃতির লোক পরবর্তীতে সেই পোস্ট বা কমেন্ট এডিট করে নিজের মনগড়া মন্তব্য সংযুক্ত করে দেয়। যা আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়।
এমনিভাবে আমাদের প্রতি অনেক ভাইয়ের আস্থায় কমতি দেখা দেয় যে, ফোরামে এটা এলাও করা হলো কিভাবে? অথচ এটা আমরা এলাও করেনি। যেটা করার মত সেটা তো করেছি। তারপর ফেতনাবাজরা কারসাজি করে অন্য লেখা যুক্ত করে দিয়েছে। আশা করি- এই পোস্টের মাধ্যমে সেই সকল সুহৃদ ভাইয়ের ভুল ধারণারও অবসান হবে, ইনশা আল্লাহ।
তো এরা হচ্ছে মূলত: বাটপার বা অসৎ চরিত্রের লোক। যার কারণে এমন নিকৃষ্ট কাজ তারা করতে পারে। যেন তারা নিজেদেরকে খুব চালাক বানিয়ে অন্যদেরকে বোকা সাজাতে চায়! এমনই একজন ব্যক্তি হলেন- Abdullah Pathan
যার অশোভন আচরণের ব্যাপারে ইতিপূর্বেও কিছু ভিজিটর ভাই অভিযোগ জানিয়েছেন। এরপরেও সবর করা হয়েছে। তাছাড়া উপরে বর্ণিত কিছু সমস্যাও উনার মাঝে আছে। যার কারণে ফোরামের জিম্মাদার ভাইদের সাথে পরামর্শ করে উনাকে ব্যান করে দেওয়ার সিদ্ধাস্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সকল ভিজিটর ভাইদেরকে সতর্ক করার জন্যই মূলত: আজকের এই পোস্টের অবতারণা হয়েছে।
তো ভাই- আমরা আসলে কাউকে দূরে সরাতে চাই না। কিন্তু পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু করতে বাধ্য করে। যার কারণে মাঝে মাঝে কিছু কঠোর পদক্ষেপ নিতে হয়। বিশেষ করে যারা মডারেটর ভাইদের সরলতার সুযোগ নিয়ে নিজেদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ঘৃণ্য পথ অবলম্বন করে।
পরিশেষে আমরা বিনয়ের সাথে সকল ভিজিটর ভাইদেরকে জানিয়ে দিতে চাই যে, সামনের দিনে অন্য কারো পক্ষ থেকে এমন কোন অসদাচরণ প্রকাশ পেলে ঘোষণা ছাড়াই ব্যান করে দেওয়া হবে। এরপরেও যদি কেউ সংশোধন না হয়, ভিন্ন আইডি খুলে এমন কাজ করার প্রয়াস চালায়, আর তার সেই আইডিকে কোনভাবে সনাক্ত করা যায়, তাহলে সেই আইডিরও এমন পরিণতি বরণ করতে হবে, ইনশা আল্লাহ। অর্থাৎ উনারা যত আইডি খুলবেন, তত আইডি-ই ব্যান করে দেওয়া হবে।
তারপরেও ফোরামের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার এবং সৌহার্দপূর্ণ পরিবেশ রক্ষার সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাওয়া হবে, ইনশা আল্লাহ।
অতএব, ফোরামের রুলস মেনে সকলকে শৃঙ্খলার সাথে ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে ফোরাম ব্যবহার করার প্রতি উৎসাহিত করা হচ্ছে।
আল্লাহ তা‘আলা আমাদের সকলকে বুঝার ও মেনে চলার তাওফীক দান করুন। আমীন
ওয়াসসালামু আলাইকুমু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
Comment