💞💞💞ভালবাসার কথামালা💞💞💞
শাইখ আবু হুজাইফা আস-সুদানী হাফিযাহুল্লাহ
প্রকাশকাল: ১৪৪৪ হিজরী মোতাবেক ২০২২ ঈসায়ী
প্রকাশক: বাইতুল মাকদিস
💮💮💮যারা শাহাদাতকে খুঁজে বেড়ায় তার সম্ভাব্য ঠিকানায় (5/2)💮💮💮
আল্লাহর রাস্তায় যারা সততার সাথে শাহাদাত খুঁজে বেড়ায়, তাদের অন্তরে আল্লাহ তায়ালা একটি ঐশী নূর দান করেন।
যে নূর তার অন্তর থেকে ভীতি এবং কাপুরুষতার ময়লা মুছে দেয়।
দুনিয়ায় দীর্ঘ দিন বেঁচে থাকার লালসা মিটিয়ে দেয়।
বীরত্ব ও সাহসিকতা তার চিরাচরিত স্বভাবে পরিণত হয়।
তার থেকে সদা প্রকাশ পায় সামনে অগ্রসর হওয়া,
আর আল্লাহর রাহে কুরবানী দেওয়ার উন্নত মানসিকতা।
যে হৃদয় আখেরাতের নেয়াতমসমূহ নিয়ে সদা ভাবে, শুহাদার জন্য অপেক্ষমান পুরস্কারসমূহ নিয়ে কল্পনা করে, আল্লাহর অনুগ্রহের মাঝে গভীর চিন্তা করে এবং ইমানী আলো নিজের মাঝে তৈরী করার চেষ্টা করে, তাদের অন্তরে এমন এক আলো প্রজ্জলিত হয়, যা সূর্যের চেয়ে উজ্জল ও দীপ্তিময়। তারা আল্লাহর পক্ষ থেকে এমন বীরত্ব অর্জন করে, যা আল্লাহর দুশমনদের দিলে কাঁপন ধরিয়ে দেয়। তারা সদা হক্কের উপর অটল থাকে। তাদের অন্তর এক মূহুর্তের জন্যও আল্লাহবিমুখ হয় না।
হৃদয়ের আয়নায় তারা দেখে সেই সুখকর দৃশ্যরাজী যে,
তাদের অন্তরসমূহ ঘুরে বেড়াচ্ছে, সবুজ পাখির বক্ষে চড়ে, জান্নাতের বাগান থেকে বাগানে। এরপর আশ্রয় নিচ্ছে, আরশে ঝুলন্ত প্রদীপদানির মাঝে।
একের পর এক তাদের সামনে পেশ করা হচ্ছে, শাহাদাত লাভের সম্মান আর সুউচ্চ মর্যাদার পুরস্কারসমূহ। তারা আবার ফিরে আসতে চাইছে এই পৃথিবীতে, আরো দশবার শাহাদাহ লাভের জন্য। কারণ তারা দেখে নিয়েছে, শাহাদাতের কি মূল্য সেখানে, কি কদর রবের কাছে। তাই তাদের অন্তর ব্যাকুল হয়ে পড়ে, দুনিয়ার অন্য কিছুর জন্য নয়; শুধুই আল্লাহর রাহে শাহাদাতের জন্য। তারা সবকিছুর বিনিময়ে শুধু একটি বস্তুই চায়; তা হলো, আল্লাহর রাহে শাহাদাত।
এটাই হলো, সততার প্রমাণ, ঐশী নূরের প্রভাব। যার অবস্থা থেকেই তার সত্যতার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ তাকেই কবুল করেন, সেই মহামূল্যবান আসমানী পুরস্কারের জন্য। তারই কপালে জোটে শাহাদাতের সুউচ্চ মাকাম।
জিহাদের পথে ধৈর্যশীল মহামানবদের প্রতি সালাম!
রিবাতের পথে অবিচল মহাবীরদের প্রতি সালাম!
******
🎤 চলবে... ইনশা আল্লাহ
Comment