💞💞💞ভালবাসার কথামালা💞💞💞
শাইখ আবু হুজাইফা আস-সুদানী হাফিযাহুল্লাহ
প্রকাশকাল: ১৪৪৪ হিজরী মোতাবেক ২০২২ ঈসায়ী
প্রকাশক: বাইতুল মাকদিস
💝💝💝 মুজাহিদদের জন্য সুসংবাদ 💝💝💝
আল্লাহর রাহে কিতাল একটি মহান ইবাদত। এই বিষয়ে গাফলতি করা জান্নাতের একটি বিশাল দরজার ব্যাপারে গাফলতি করার ন্যায়। সে মুমিন বড় ক্ষতিগ্রস্ত, যে কিয়ামতের ময়দানে এমতাবস্থায় আসবে যে, তার দেহে কিতাল ফি সাবিলিল্লাহর কোন দাগ নেই। তার নাকে যুদ্ধের ময়দানের ধূলোবালি নেই। যে কখনো আল্লাহর জন্য কোন যুদ্ধক্ষেত্রে পা রাখেনি। একদিনের জন্যও জিহাদে যায়নি। উটের দুধ দোহন পরিমাণ সময় কিতাল করেনি। সামান্য সময় কোন সীমান্ত পাহাড়া দেয়নি। সে বিশাল মর্যাদার স্তরসমূহ হারিয়ে ফেলেছে। উত্তম অবস্থানসমূহ হাতছাড়া করেছে। যা পিছনে বসে থাকা মানুষরা কখনো লাভ করতে পারে না।
সুসংবাদ সেই ঈমানদারের জন্য, যে তাওহীদের সীমান্তে পাহারাদারী করছে, তাঁর মানহাজের উপর অটল আছে, কোন পরিবর্তন আনেনি, ভিন্ন পথ ধরেনি। অস্ত্র সদা তাঁর কাঁধে শোভা পেয়েছে, যতক্ষণ না সে তাঁর মহান রবের সাথে সাক্ষাৎ করেছে।
আল্লাহর রাহের কিতাল এটি জান্নাতের বাজার। এই বাজারে সবাই প্রবেশ করতে পারে না। ভীরু কাপুরুষ এবং ক্ষুদে আত্মার মানুষ যারা, তাদের জন্য এই বাজার নয়। এখানে তো শুধু বীর এবং সুপুরুষদেরই গমনাগমন হবে।
বীরত্ব ঈমানদারের গুণ। ঈমানদার তো সে-ই যার অন্তর শক্তিশালী। হৃদয় স্থির। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা মুনাফিকদেরকে চিত্রিত করেছেন এভাবে—
﴿وَلَكِنَّهُمْ قَوْمٌ يَفْرَقُونَ (56)﴾ [التوبة: 56]
অর্থ: “কিন্তু তারা হলো, ভীরু সম্প্রদায়।” (সূরা তাওবা: ৫৬)
হাদিসে এসেছে-
"شرُّ ما في رجل شحٌّ هالع، وجبن خالع"
অর্থ: “কোন ব্যক্তির মাঝে সবচেয়ে খারাপ স্বভাব হলো- অতি মাত্রার লালসা এবং ধ্বংসাত্মক ভীরুতা।”
নিশ্চয়ই আল্লাহর ঈমানদার বান্দাগণ কখনোই ভীরু ও কাপুরুষ হতে পারে না। বরং তারা স্থির চিত্ত ও সাহসী হৃদয়ের অধিকারী। তারা দানশীলতা ও বদান্যতার গুণে গুণান্বিত। আর সর্বোচ্চ দান হলো, আল্লাহর রাহে নিজের জীবনটা দান করা। আল্লাহ তায়ালা তাদের অন্তর থেকে মাখলুকের ভয় তুলে নেন। আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস ও তাওহীদের শক্তিতে তাদেরকে বলীয়ান করে দেন। অর্থ: “কিন্তু তারা হলো, ভীরু সম্প্রদায়।” (সূরা তাওবা: ৫৬)
হাদিসে এসেছে-
"شرُّ ما في رجل شحٌّ هالع، وجبن خالع"
অর্থ: “কোন ব্যক্তির মাঝে সবচেয়ে খারাপ স্বভাব হলো- অতি মাত্রার লালসা এবং ধ্বংসাত্মক ভীরুতা।”
জিহাদের পথে ধৈর্যশীল মহামানবদের প্রতি সালাম!
রিবাতের পথে অবিচল মহাবীরদের প্রতি সালাম!
******
🎤 চলবে... ইনশা আল্লাহ
Comment