💞💞💞ভালবাসার কথামালা💞💞💞
শাইখ আবু হুজাইফা আস-সুদানী হাফিযাহুল্লাহ
প্রকাশকাল: ১৪৪৪ হিজরী মোতাবেক ২০২২ ঈসায়ী
প্রকাশক: বাইতুল মাকদিস
💗 অমর ভালোবাসা 💗
দুর্গম গিরিতে যাদের বসবাস, এমন লোকগুলোর সাথে অন্য কারো অবস্থা মেলে না। আল্লাহ তাদের মাঝে ভালোবাসার এমন অটুট বন্ধন তৈরি করে দিয়েছেন, এমন সৌহার্দ্য-সম্প্রীতির বাতাস বইয়ে দিয়েছেন যে, তাদের এই ভালোবাসার চেয়ে অধিক স্বচ্ছ, অধিক নির্মল আর কোন ভালবাসা হতেই পারে না। এর চেয়ে চমৎকার সত্যনিষ্ঠ ভালোবাসা খুঁজে পাওয়া ভীষণ দায়। এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের চেয়ে অধিক মজবুত ও অটুট আর কোন সম্পর্ক হতেই পারে না।
ওই ব্যক্তি দুর্ভাগা ও বঞ্চিত, যে এই ভ্রাতৃত্বের স্বাদ আস্বাদন করতে পারল না। প্রেমিকদের কাফেলা থেকে পিছনে পড়ে আছে ওই ব্যক্তি, যে ভ্রাতৃত্বের নহর থেকে অঞ্জলি ভরে পানি তুলতে পারল না। অথচ সেই নহরে এমন নির্মল প্রেমময় পানির উচ্ছল ধারা, যা নিমিষেই তৃষ্ণাকে দূর করে দেহ মনে শীতল বাতাস বইয়ে দেয়।
নিশ্চয়ই প্রেমিকদের সাক্ষাৎ এমনই এক সুবাস, যার দ্বারা হৃদয় মন সুবাসিত হয়,
এ তো স্নেহের এমনই মুষলধারা, যা অন্তরসমূহকে পরিচ্ছন্ন করে দেয়।
সান্নিধ্যের সৌরভ তো ওই প্রেমিকের কাছেই রয়েছে,
যার প্রেমের জোয়ারে ঈমানের সৈকত সদা সিক্ত হয়ে রয়।
দুর্গম গিরিতে যারা রিবাতের দায়িত্ব পালন করে, তারা এই পুরনো ভ্রাতৃত্বের বন্ধনকে নবায়ন করতে থাকে। মহৎ অনুভূতি এবং উদ্যমী আবেগের চিত্র পুনরায় অঙ্কিত হতে থাকে তাদের হাতে। কারণ হৃদয় প্রিয়জনদের মাঝে ঘনিষ্ঠ হয়ে ওঠে।
সেই দিন কবে আসবে যখন (দোহা তে) অবস্থানরত রিবাতের আমলে নিমগ্ন ব্যক্তিদের মাঝে আমার বাহন গিয়ে পৌঁছুবে? আমি আমার দীর্ঘ যাত্রার জন্য পাথেয় সংগ্রহ করছি। আমি ওই প্রিয় মানুষদের শীতল ছায়ায় প্রশান্ত হতে চাই। আমি তাদের আত্মার অমৃত আমার আত্মায় ঢেলে দিতে চাই, কারণ আমার আত্মা নিস্তেজ হয়ে গিয়েছে যাত্রার দীর্ঘ পথে। আমি ক্লান্তির পোশাক খুলে স্নেহ-ভালোবাসার জলপ্রপাতের নীচে তা ধুয়ে ফেলতে চাই।
আল্লাহর প্রতি আমার সুধারণার কারণে আমি আল্লাহর কাছে আশাবাদী, চক্ষু শীতলকারী চিরস্থায়ী প্রশান্তির প্রমোদ কক্ষে তিনি আমাকে স্থান দেবেন।
******
🎤 চলবে... ইনশা আল্লাহ
Comment