💞💞💞ভালবাসার কথামালা💞💞💞
শাইখ আবু হুজাইফা আস-সুদানী হাফিযাহুল্লাহ
প্রকাশকাল: ১৪৪৪ হিজরী মোতাবেক ২০২২ ঈসায়ী
প্রকাশক: বাইতুল মাকদিস
শাইখ আবু হুজাইফা আস-সুদানী হাফিযাহুল্লাহ
প্রকাশকাল: ১৪৪৪ হিজরী মোতাবেক ২০২২ ঈসায়ী
প্রকাশক: বাইতুল মাকদিস
💙 নীরবতার উত্তরাধিকার 💙
তখন তিনি মুচকি হেসে জবাব দেয়: আমি ভালো আছি..
মানুষ মনে করে, তার যেন কোন দুঃখ-বেদনা নেই-
অথচ বেদনায় তার বুক ভারাক্রান্ত হয়ে আছে..
তার প্রতিটি নিঃশ্বাস দুঃখ ও বেদনার..
নীরব নিশ্চুপ থাকাই তার উত্তরাধিকার..
মানুষের মাঝে তিনি ভীষণ অপরিচিত..
তার অবস্থা নিয়ে ক্রন্দন করার মত কেউ নেই..
তবে তার এক ঘনিষ্ঠজন রয়েছেন; যিনি তাকে নির্বাচিত করেছেন এই অন্তরের জন্য..
তার মনের দুঃখের কথা কারো সাথে তিনি বিনিময় করেন না..
তার দুর্দশার কথা বলে ঘনিষ্ঠজনকে তিনি ভারাক্রান্ত করে দিতে চান না..
আপন রব ছাড়া অন্য কারো কাছে তিনি এই ব্যথা প্রকাশ করেন না..
প্রতি রাতে তিনি তার ক্ষতস্থান ব্যান্ডেজ করেন..
তার একান্ত মোনাজাতে নিশিকালে তিনি গুটিয়ে যান..
তার গাল বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু ধারা ..
জিহাদ হতে পিছনে বসে থাকাটা তাকে দংশন করতে থাকে..
বিধিনিষেধ তাকে কাফেলা থেকে দূরে সরিয়ে রাখে..
লোকজনকে তিনি এড়িয়ে চলেন..
একাকিত্বের মাঝে নিজেকে খুঁজে পান..
শহীদ ও বন্দীদের চিত্র তাকে ঘিরে রাখে..
তার আত্মা তাদেরই সঙ্গে যাত্রা করে যায়..
পুরনো স্মৃতিগুলোই তার হৃদয়ের খোরাক..
আল্লাহর কাছে শাহাদাত কামনায় তিনি অনড় অবিচল..
আল্লাহ ওই পবিত্র সত্তা; যিনি কোন কিছুকে যদি বলেন "হও", তবেই সেটা হয়ে যায়..
হে ওই রব, আপনি আমাকে এই প্রভাতে শাহাদাত দান করুন..
অন্তরের মাঝে লুকানো ভালোবাসার উপহার গ্রহণ করুন...
******
🎤 চলবে... ইনশা আল্লাহ
Comment