💞💞💞ভালবাসার কথামালা💞💞💞
শাইখ আবু হুজাইফা আস-সুদানী হাফিযাহুল্লাহ
প্রকাশকাল: ১৪৪৪ হিজরী মোতাবেক ২০২২ ঈসায়ী
প্রকাশক: বাইতুল মাকদিস
শাইখ আবু হুজাইফা আস-সুদানী হাফিযাহুল্লাহ
প্রকাশকাল: ১৪৪৪ হিজরী মোতাবেক ২০২২ ঈসায়ী
প্রকাশক: বাইতুল মাকদিস
🤲 হে আমার পালনকর্তা, আমি শুধু নিজের ও নিজের ভাইয়ের উপর ক্ষমতা রাখি... 🤲
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি অল্প কিছু বিষয়ের মাঝেই আমাদের সৌভাগ্য নিহিত রেখেছেন। আমরা খুব সহজ বস্তুর মাঝেই সৌন্দর্যের স্বাদ প্রত্যক্ষ করি এবং আস্বাদন করি। আমরা আমাদের অন্তর দিয়ে, আমাদের আঁখি যুগল দিয়ে আনন্দ প্রত্যক্ষ করে উপভোগ করি। শিশুরা যেভাবে ঈদের পোশাক পেয়ে আনন্দে মেতে ওঠে, আমরাও সেভাবে আনন্দ উপভোগ করি।
ফেরদৌসের সুশীতল বাতাস ঘেরা একটি বৈঠক। এমন এক ভাইয়ের সঙ্গে আলাপের জন্য, যিনি আপনার অন্তরের অন্তস্থলে আসন গেড়ে আছেন। আপনার হৃদয় তাকে ঘনিষ্ঠ হিসেবে নির্বাচিত করে নিয়েছে। স্বভাবে তিনি কোমল, আচরণে নম্র, ভাষা তার সুমিষ্ট, যা সহজেই যে কারো হৃদয় কেড়ে নেয়। তার ঠোঁটের কোণে মুচকি হাসি যেন ঠোঁটেরই অংশ। নিখাদ ভালোবাসা যার হৃদয়-মন জুড়ে।
তিনি সর্বান্তঃকরণে আপনার প্রতি মনোযোগী হবেন। নম্র আচরণ দিয়ে আপনাকে কাছে টেনে নেবেন। আপনিও তখন আপনার হৃদয় উজাড় করে তার প্রতি মনোনিবেশ করবেন। কর্ণ কুহর দিয়ে তার কথার মধুবর্ষণ বরণ করবেন। তার কথামালা আপনার হৃদয় থেকে দুনিয়ার অপবিত্রতা ধুয়ে মুছে আপনার হৃদয়কে স্বচ্ছ নির্মল করে দেবে। তার স্নেহ-মমতা আপনাকে চাদরের মত জড়িয়ে নেবে। তার ভালোবাসা এমন ই সুবাস, যা আপনাকে মাতোয়ারা করে দেবে। আপনার উপর ফুলের পাপড়ি ছড়িয়ে দেবে। এই সুবাস আপনাকে সময় কালের সীমানা পেরিয়ে অনেক দূরে নিয়ে যাবে।
******
🎤 চলবে... ইনশা আল্লাহ
Comment