💞💞💞ভালবাসার কথামালা💞💞💞
শাইখ আবু হুজাইফা আস-সুদানী হাফিযাহুল্লাহ
প্রকাশকাল: ১৪৪৪ হিজরী মোতাবেক ২০২২ ঈসায়ী
প্রকাশক: বাইতুল মাকদিস
💚 ঘনিষ্ঠ বন্ধুত্ব 💚
قَالَ إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ
“আমি (ইয়াকুব) তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি।” [সূরা ইউসুফ: ৮৬]
সুহৃদ বন্ধু হিসেবে আল্লাহই যথেষ্ট। আল্লাহর কাছেই ঈমানদার ব্যক্তি তার অভিযোগ এবং দুঃখের কথাগুলো পেশ করতে পারে।
ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কুরআনই যথেষ্ট। এই কালামে পাকের তেলাওয়াত এবং এতে চিন্তা-ফিকির দুঃখ-কষ্টের অঙ্গারগুলোকে নিভিয়ে দেয়।
মনের জ্বলন দহন প্রশমিত করে এই কুরআন।
কিন্তু তবুও....
এমন মানব দরদী বন্ধুর কাছে অভিযোগ পেশ করা উচিত, যিনি আপনার প্রতি সমবেদনা জানাবেন, সহানুভূতি প্রকাশ করবেন, আপনাকে সান্ত্বনা দেবেন অথবা নিজেও ব্যথিত হবেন।
অনেক সময় এমন হয় যে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কিছু দুর্বলতা আমাদেরকে কাবু করে দেয়। এমন পরিস্থিতির সম্মুখীন আমাদের হতেই হয়। সে দুর্বলতার কারণে কখনো আমরা অভিযোগ করতে বাধ্য হই। আমাদের হৃদয়গুলো তখন দুঃখ-বেদনার ঠিকানায় পরিণত হয়।
যখন নিঃসঙ্গতার তীরে দুশ্চিন্তা বৃদ্ধি পায়, যখন নীরবতার তীরে দুঃখ বেড়ে যায়, তখন আপনি এমন একটি আত্মার সন্ধান করেন, যে আপনার মধ্যে বাস করে এবং আপনার সঙ্গে একই পথের পথিক হয়।
আপনি একটি আন্তরিক ভাইকে সন্ধান করেন, যার হাতে আপনি আপনার দুশ্চিন্তার ভার এবং দুঃখের শৃঙ্খল তুলে দেন। আপনার দুঃখ-বেদনা, মনের কোণে থাকা অনুভূতিগুলো, আপনার উদ্বেগ এবং বেদনা সবকিছুই সে আপনার সঙ্গে ভাগ করে নেয়।
আপনি নিজের দুঃখের পতঙ্গ এবং আপনার বেদনার ক্রোধ থেকে রক্ষা পেতে তাঁর কাছে আশ্রয় চান। তিনি আপনার কথা শোনেন, তার বুক প্রসারিত হয় আপনার কষ্ট ও দীর্ঘশ্বাসে। তিনি আপনার সাথে আত্মা ও হৃদয়ের কথা বলেন। তার ভালবাসার ছায়া আপনার উপর ছড়িয়ে দেন। তার আন্তরিকতার সুমিষ্ট ফল আপনার কাছে এনে হাজির করেন।
এসবের মধ্য দিয়ে তিনি আপনার মনের ঠিকানায় এমন এক সুখময় অনুভূতি জাগিয়ে দেন, যা আপনার দুঃখ-কষ্ট সবকিছুই পানি করে দেয়।
হযরত উমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন:
“হে আল্লাহর রাসূল!
আপনি আমাকে বলুন কোন বিষয় স্বয়ং আপনাকে এবং আপনার সাথীকে কাঁদায়?
যদি আমি কান্নার কোনো কারণ খুঁজে পাই তবে আমি ক্রন্দন করি; আর যদি না পাই, তাহলে আমি ক্রন্দনের ভান করি আপনাদের উভয়ের ক্রন্দনের কারণে।”
যখন সে আপনাকে ব্যথিত এবং এবং আপনার আত্মাকে অসুখী দেখে, তখন সে আপনার কাছে ছুটে আসে আপনার অবস্থা ও বেদনা দেখে। আপনার কাছ থেকে অভিযোগের জন্য অপেক্ষা করে না।
আপনার নীরবতার গোপনীয়তা আপনার চোখে দেখে এবং আপনার চেহারার মাঝে ছাপ ফেলা দুঃখের গোপন চিঠি পাঠ করে সে সবকিছু বুঝে নেয়। তখন সে হৃদয় দিয়ে আপনার বেদনা শোনে, যা আপনি মানুষের কাছ থেকে গোপন করেন।
আপনার বুকের জমানো ব্যাথা প্রকাশ করার কষ্ট থেকে তিনি আপনাকে মুক্তি দেন। তিনি আপনার ব্যাধির কথা বুঝে যান। তার হৃদয় তাকে আপনার হৃদয়ের অভ্যন্তরীণ অংশে নিয়ে যায়। সে আপনার হৃদয়েরই অংশ; বরং সেই তো আপনার হৃদয়।
আহত হৃদয় মরে যায়, অথচ দর্শকরা জানতেই পারে না কি হয়েছে এই হৃদয়ের? কোথায় ক্ষত এই হৃদয়ের?
যে হৃদয় প্রিয়জন ছাড়া অন্য কারো কাছে কষ্টের অভিযোগ করে, সে হৃদয় ভুলের মধ্যে রয়েছে...
******
🎤 চলবে... ইনশা আল্লাহ
Comment