💞💞💞ভালবাসার কথামালা💞💞💞
শাইখ আবু হুজাইফা আস-সুদানী হাফিযাহুল্লাহ
প্রকাশকাল: ১৪৪৪ হিজরী মোতাবেক ২০২২ ঈসায়ী
প্রকাশক: বাইতুল মাকদিস
💙 আমাদের সাহসী বন্দীরা 💙
আমাদের আনন্দ বিঘ্নিত হয় না এবং আমাদের জীবন বন্দীদের স্মৃতির মতো বিরক্ত হয় না। আমাদের কিছু প্রিয় ভাই আছে, যাদের জন্য আমি শোকাহত।
সাধারণ মানুষের অন্তর তাদের জন্য কখনোই আকুল হয় না। তাদের কথা স্মরণ হলে আমি প্রায় গলে যাই।
মহান আল্লাহর কাছে তাঁর আল-আসমাউল হুসনা তথা সুন্দর গুণবাচক নামসমূহের উসিলায় আমি কামনা করি, তিনি যেন আমাদের ওই সমস্ত ভাইকে ধৈর্য এবং একীনের মহা সম্পদ দান করেন। পৃথিবীর সর্বত্র যত তাওহীদবাদী বন্দী রয়েছেন, তাদের মুক্তি যেন তিনি ত্বরান্বিত করেন।
এই সমস্ত বন্দী মানুষগুলোই তো প্রকৃতপক্ষে শৌর্যবীর্যের অধিকারী। তারাই প্রকৃত বীর বাহাদুর। শৃংখলে আবদ্ধ সিংহ পুরুষ...
কোন এক শাইখ বলেছেন:
« একদল উলুম আজম, দৃঢ়তার অধিকারী ও প্রত্যয়-দীপ্ত মহাপুরুষের মাধ্যমেই এই দ্বীন প্রতিষ্ঠিত হয়। শিথিলতাবাদী ভোগ-বিলাসে নিমগ্ন ব্যক্তিদের উপর ভিত্তি করে তা প্রতিষ্ঠিত হয় না। এই শ্রেণীর উপর কখনোই ইসলামের প্রতিষ্ঠা নির্ভর করে না। তাদের মাধ্যমে ইসলামের প্রতিষ্ঠা খুবই দুরূহ ব্যাপার। এই মহান দ্বীন শুধুমাত্র দৃঢ়তা অবিচলতার অধিকারী মহাপুরুষদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়। »
আমাদের শাইখ উসামা রহিমাহুল্লাহু বলেছেন:
« দ্বীনের নুসরত ও সাহায্য এমন কিছু লেকচার ও সবক নয়, যা উপস্থাপন করার দ্বারাই দায়িত্ব শেষ হয়ে যায়। এই দ্বীন আমাদের সময় ও অর্থ-সম্পদের ভগ্নাংশ ব্যয়ের দ্বারাই প্রতিষ্ঠিত হয়ে যাবে না। আল্লাহর সঙ্গে বাণিজ্য অনেক ব্যয় ও বিনিয়োগবহুল। তাই কিছু বৈঠকের আয়োজন করা ও লেকচার দেয়ার মাঝে এবং আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য জীবন ও শির উৎসর্গ করার মাঝে যোজন যোজন ফারাক। »
এজন্যই দ্বীন প্রতিষ্ঠার পথে ধৈর্যশীল মহাপুরুষদের জন্য সালাম!
দ্বীনের সীমান্তপ্রহরায় অটল অবিচল মহামানবদের জন্য সালাম!!
******
🎤 চলবে... ইনশা আল্লাহ
Comment