💞💞💞ভালবাসার কথামালা💞💞💞
শাইখ আবু হুজাইফা আস-সুদানী হাফিযাহুল্লাহ
প্রকাশকাল: ১৪৪৪ হিজরী মোতাবেক ২০২২ ঈসায়ী
প্রকাশক: বাইতুল মাকদিস
🤍 পরিশিষ্ট... 🤍
- আল্লাহর এমন কিছু বান্দা রয়েছেন; যারা তাঁর পথে লড়াই করে এমনি আনন্দ পেয়ে থাকেন, যেমনিভাবে দুনিয়ার মানুষরা বিছানায় নারীদেরকে নিয়ে আনন্দ পেয়ে থাকে।
- আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের পর বিজয় লাভের এমন এক মিষ্টতা রয়েছে, যা শুধুমাত্র ওই ব্যক্তি জানে, যে লড়াই করেছে এবং বিজয় অর্জন করেছে। অন্তরসমূহ এমন আনন্দের অনুভূতি কল্পনাও করতে অক্ষম এবং ভাষা এমন আনন্দের বর্ণনা দিতেও ব্যর্থ।
- লড়াইয়ের উদ্দেশ্যে গুহায় বসবাসের মাঝে রয়েছে এমন এক প্রশান্তি, সাকিনা ও তৃপ্তি, যেখানে নেই কোন দুঃখ-দুশ্চিন্তার মিশেল। নেই কোন অস্থিরতা বা পেরেশানির ছাপ। এমন মানুষদের উপর যেন দুনিয়াতেই জান্নাতি হাওয়া বয়ে যায়। তাদের সম্মুখে জান্নাতের একটি দরজা যেন খুলে দেয়া হয়, সত্যবাদী সত্যনিষ্ঠ ব্যক্তিরা সেখান হতে শ্বাস গ্রহণ করে।
আগ্রহের আনন্দ সে-ই অনুভব করে, যার মাঝে আগ্রহ রয়েছে।
বিচ্ছেদের বেদনা তার কাছেই অনুভূত, যে বিচ্ছেদের কষ্ট বয়ে বেড়াচ্ছে।
এই উভয়টার মাঝে কোন একটার স্বাদ যে গ্রহণ করেছে, সেই জানে তার আসল মর্ম...
তাই ধৈর্যশীল মহাপুরুষদের জন্য সালাম!
দৃঢ়তার অধিকারী মহামানবদের জন্য সালাম!!
******
🎤 সমাপ্ত... আলহামদু লিল্লাহ
Comment