আমার এই লেখাটি সেই সকল আল্লাহওয়ালা দ্বীনদরদী ভাইদের প্রতি যারা দ্বীনকে চিনেছেন, দ্বীনের জন্য কাজ করার ইচ্ছা রাখেন এবং আল্লাহর দ্বীনকে সমুন্নত করতে চান। আজ দিকে দিকে শুনি তারুন্যের জয়ধ্বনি। বাংলাদেশের আনাচে কানাচে আজ কালেমার দাওয়াত ছড়িয়ে গেছে। হ্যাঁ, এটা সত্যি যে আজ আমাদের প্রজন্ম ঘুরে দাঁড়িয়েছে। বিজাতীয় সংস্কৃতির আগ্রাসনে আমাদের প্রজন্মের যে উল্টোপথে হাঁটা শুরু হয়েছিলো, তা থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে। এখন প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেগেছে পরিবর্তনের হাওয়া। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।
যে সকল ভাইয়েরা নিজেদের যৌবনে পদার্পণ করেছেন, জীবনের এই শ্রেষ্ঠ সময়টা যারা কাটাচ্ছেন তাদের জন্য আমার কিছু উপদেশমালাঃ
যে সকল ভাইয়েরা নিজেদের যৌবনে পদার্পণ করেছেন, জীবনের এই শ্রেষ্ঠ সময়টা যারা কাটাচ্ছেন তাদের জন্য আমার কিছু উপদেশমালাঃ
- বেশি থেকে বেশি পড়ালেখা করুন। টেক্সচুয়াল, নন-টেক্সচুয়াল সব ধরনের বই পড়ুন। বইয়ের সাথে সম্পর্ক বৃদ্ধি করুন। এটা শুধু আপনার জ্ঞানই বৃদ্ধি করবে না, বরং আপনাকে একজন উন্নত চরিত্রের মানুষ হিসেবেও গড়ে তুলবে।
- বন্ধুদের সাথে মিশুন। সবার সাথে নিয়মিত দেখা করুন। এমন একটা সার্কেল তৈরি করুন যাদের সাথে আপনার প্রতিদিন দেখা হওয়া সম্ভব। প্রতিদিন একসাথে গল্পগুজব করুন। আমরা সাধারণত সবার সাথেই সম্পর্ক রাখি। তবে সেটা শুধুমাত্র ফেসবুকে। এটা খুবই হাস্যকর অযৌক্তিক একটা বিষয়। সোশ্যাল স্কিল ডেভেলপ করতে হবে। পথেঘাটে ঘুরতে হবে। আপনার বন্ধুদেরকে সাথে নিয়ে পৃথিবী এক্সপ্লোর করতে নেমে যান। জীবন সম্পর্কে অনেক অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
- নিয়মিত বাজার করতে যান, তরি তরকারি কিনুন। দামদর করুন। আপনার বাসার সব বাজার নিজেই করুন। একজন প্র্যাক্টিকেল মানুষ হয়ে উঠুন।
- এভারেজ মানুষের চেয়ে বেশি গণিত চর্চা করুন অথবা প্রোগ্রামিং শিখুন। Python, PHP, CSS, HTML ইত্যাদি ল্যাঙ্গুয়েজ আয়ত্ব করুন।
- অফলাইনের আলেমদের সাথে সম্পর্ক তৈরি করুন। যেকোন একটা খানকায় নিয়মিত যাতায়াত করুন। প্রতি মাসে ইসলাহী জোড়ে অংশ নিন। মসজিদের তাবলীগ জামাআতের সকলের সাথে মেলামেশা করুন। তালিমে অংশ নিন।
- নিজের যত্ন নিন। নিয়মিত শরীরচর্চা করুন। কোনদিন একেবারে কোন এক্সারসাইজ না হলেও কমপক্ষে বিশটি পুশআপ, বিশটি সিটআপ, দুই মিনিট প্ল্যাঙ্ক করতেই হবে। সামর্থ্য অনুযায়ী যত ধরনের খাবার আছে খাবেন। খেতেও হবে বেশি বেশি, এক্সারসাইজও করতে হবে বেশি বেশি। আমাদের অনেক ভাইই আছে এমন যারা খুবই অর্থনৈতিক সমস্যায় ভুগছেন। সমস্যা নেই। আমিও অনেক দারিদ্র্যের মধ্যে দিয়ে বড় হয়েছি। ভালোভাবে খেতে পাইনি। কিন্তু তা সত্ত্বেও আল্লাহর রহমতে ভালো ফিটনেস অর্জন করতে পেরেছি।
- আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপদেশ আপনাদেরকে দেওয়া উচিত। সেটা হলো নারীদের ফেতনা থেকে দূরে থাকা। এই উপদেশ বিবাহিত- অবিবাহিত সকল ভাইদের জন্যই সমান প্রযোজ্য।
- নিউজফিড স্ক্রল করা কমিয়ে দিন। ডেইলি আধা ঘন্টা নিউজফিড ঘাটলেই সব তথ্য এমনিতেই জানা হয়ে যায়। বেশি সময় ব্যয় করবেন না। দ্বীনের খেদমতের নামে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে কাটিয়ে দেবেন না। এটা আপনার ব্রেইনের চরম ক্ষতি করবে।
- নিজের এলাকার ও শিক্ষা প্রতিষ্ঠানের জুনিয়রদের সাথে সম্পর্ক তৈরি করুন। তাদেরকে ভালো ভালো পরামর্শ দিন। একজন আদর্শ বড় ভাই হয়ে উঠুন।
Comment