#যদি আপনি পিতা-মাতার মতকে গুরুত্ব দিয়ে নিজের সিদ্ধান্তে বিয়ে করেন, তাহলে দেখবেন আপনার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে।
#মেয়ে জাতির প্রতি আপনার সম্মান অনেক বেড়ে যাবে। আপনি এতদিন শুধু মেয়েদের কে সৌন্দর্যের নিদর্শন ভেবেছিলেন। কিন্তু বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে যুক্ত হওয়ার পর বুঝতে পারবেন একজন মেয়ে কত ত্যাগ স্বীকারের প্রতীক ও হতে পারে।
মেয়েদের ক্ষেত্রেও ঠিক একই রকমই। মেয়েরা এত দিন ছেলেদেরকে শুধু চাহিদা পূরণের বস্তু ভাবতো। কিন্তু বৈবাহিক সম্পর্কে যুক্ত হবার পর মেয়েরা বুঝতে পারে একজন ছেলে পরিবারের জন্য কত দায়িত্বশীল হতে পারে এবং ত্যাগ স্বীকার করতে পারে!
#কাজের প্রতি আপনার উদ্যম বেড়ে যাবে। কারণ এখন শুধু আপনি নিজের জন্য আর কাজ করছেন না, আপনার কাজের সফলতার সাথে আপনার জীবনসঙ্গীর ও ভবিষ্যৎ নির্ভর করছে।
#অপ্রয়োজনীয়' বন্ধু বান্ধবের সংখ্যা কমে যাবে। এখন বুঝতে পারবেন বন্ধুত্ব শুধুমাত্র একটি উপসংহার। এই বন্ধুত্বের নামের পিছনে লুকিয়ে আছে পারস্পরিক সহযোগিতার গোপন সমীকরণ।
#মেজাজ নিয়ন্ত্রণ হয়ে যাবে। কারণ আগে মেজাজ হারালে আপনি হয়তো খুশি হতেন অথবা দুঃখ পেতেন না। কিন্তু এখন মেজাজ হারালে আপনি নিজেই দুঃখ পাবেন।
#অর্থনৈতিক ব্যাপারে আপনি আগের থেকে অনেক বেশি হিসেবি হবেন। কারণ আপনার মনে হবে এখন অর্থের অপচয় মানে নিজেদের ভবিষ্যৎ বিপদসংকুল করে তোলা।
#পোশাক পরিচ্ছদের ব্যাপারে আপনি অনেকটাই মার্জিত হয়ে যাবেন।
#অকারণে তর্ক করা থেকে নিজেকে দূরে রাখবেন। কারণ আপনি এটা অনুভব করবেন তর্ক ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
সর্বাপেক্ষা আপনি একজন দায়িত্বশীল নিষ্ঠাবান সহানুভূতিশীল পরিণত মানুষে রূপান্তরিত হবেন "বিবাহের" মাধ্যমে।
#ইবাদত বন্দেগি অনেক সহজ হবে। যিনা-ব্যভিচার থেকে বেঁচে যাবেন। নজরের হেফাজত করতে পারবেন। সংসারে আয় বরকত বেড়ে যাবে।
#অনেকেই আবার এই বিবাহ কে লাড্ডু, রসগোল্লার সাথে তুলনা করে থাকেন। তাদের উদ্দেশে আমি বলব, বিবাহ একটি পবিত্র সম্পর্ক। বাজারের পণ্যের সাথে এই বিবাহের তুলনা করে আপনি এই পবিত্র সম্পর্ককে ছোট করবেন না।
Collected
Comment