আমাদের লক্ষ্য কী?
কখনো তা কি ভেবেছি!
""""""""""""""""""""""""""""""""""'"
""""""""""""""""""""""""""""""""""'"
মোরা জনমের আগে
ছিলাম না এই ভবে,
ফের মরণের পরে
যাইবো কবরে।
মাঝের এই সময়টাই
কেন আসলাম দুনিয়ায়?
কথাটি চিন্তা করিয়া
তুমি বলিও আমায়।
আল্লাহ আমাদের রব
তিনিই দিয়েছেন সব
নাম যে তাহার "ওয়াহ্হাব"
না চাহিতেই দেন নিআমাত।
করিতে হইবে তারই ইবাদাত
নিয়ে যেতে হবে তাঁহার মাফ।
জীবন দেয়াও সফলতার আলামত
শহিদী মওত চাইলে কর না পাপ!
আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা
ইহাই মোদের কামনা,
এই দুইটা না পাইলে
নাজাত পাওয়া যাইবে না।
আমরা সবাই সুখ চাই
কষ্ট দেখিলে লাগে ভয়,
রবের হুকুমেই প্রশান্তি হয়
ভিন্ন কিছুতে নয়।
আসল সুখ তো তাহা
চিরস্থায়ী হয় যাহা,
দুনিয়া নয় সুখের জায়গা
প্রস্তুত হও ওপারের লাগিয়া।
হে রব! আমাদের কবুল করুন
তব দ্বারের মোরা অসহায় ভিক্ষুক,
মোরা নিঃস্ব, হালত মোদের খুবই করুণ!
আপনার দয়া ছাড়া জীবনই মরণ।
Comment