Announcement

Collapse
No announcement yet.

▫️দুনিয়ার যিন্দেগী নিয়ে কিছু ভাবনা !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ▫️দুনিয়ার যিন্দেগী নিয়ে কিছু ভাবনা !

    আমাদের লক্ষ্য কী?
    কখনো তা কি ভেবেছি!
    """"""""""""""""""""""""""""""""""'"

    মোরা জনমের আগে
    ছিলাম না এই ভবে,
    ফের মরণের পরে
    যাইবো কবরে।

    মাঝের এই সময়টাই
    কেন আসলাম দুনিয়ায়?
    কথাটি চিন্তা করিয়া
    তুমি বলিও আমায়।

    আল্লাহ আমাদের রব
    তিনিই দিয়েছেন সব
    নাম যে তাহার "ওয়াহ্হাব"
    না চাহিতেই দেন নিআমাত।

    করিতে হইবে তারই ইবাদাত
    নিয়ে যেতে হবে তাঁহার মাফ।
    জীবন দেয়াও সফলতার আলামত
    শহিদী মওত চাইলে কর না পাপ!

    আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা
    ইহাই মোদের কামনা,
    এই দুইটা না পাইলে
    নাজাত পাওয়া যাইবে না।

    আমরা সবাই সুখ চাই
    কষ্ট দেখিলে লাগে ভয়,
    রবের হুকুমেই প্রশান্তি হয়
    ভিন্ন কিছুতে নয়।

    আসল সুখ তো তাহা
    চিরস্থায়ী হয় যাহা,
    দুনিয়া নয় সুখের জায়গা
    প্রস্তুত হও ওপারের লাগিয়া।

    হে রব! আমাদের কবুল করুন
    তব দ্বারের মোরা অসহায় ভিক্ষুক,
    মোরা নিঃস্ব, হালত মোদের খুবই করুণ!
    আপনার দয়া ছাড়া জীবনই মরণ।
    Last edited by Rakibul Hassan; 1 week ago.

  • #2
    আমার এই মন চাহে যাহা
    আমি যদি করে বেড়ায় তাহা,
    নফসকেই ইলাহের আসনে রাখা
    ঈমানের বেজে যাবে বিদায় ঘণ্টা।

    আমরা কেন যে বুঝি না!
    বুঝার পরেও মানি না,
    দুনিয়ার লালসা ছাড়ি না
    দোযখের আগুন ডরি না!

    আজকের এই আরাম
    এ সবই যে হারাম।
    আখেরাত ভুলে গিয়ে
    দুনিয়া কেন চাহিলাম!

    হৃদয়ের অনুতপ্ততা,
    তাওবার প্রতি অটলতা,
    পিছে না ফেরার নিশ্চয়তা,
    এরই নাম সার্থকতা।

    মনের মাঝে উদাসীনতা,
    তওবাতে বিশ্বাসঘাতকতা,
    গুনাহে ফের নিমজ্জতা,
    এরই নাম হতভাগ্যতা।


    Comment


    • #3
      জাযাকাল্লাহু খাইরান ভাই....আপনার লেখা নিয়মিত দেওয়ার আর্জি রইল ভাই abdul-Gafur
      আল্লাহ আমাদেরকে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করার তাওফিক দান করুন। আমীন
      ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

      Comment

      Working...
      X