Announcement

Collapse
No announcement yet.

ভয়ঙ্কর ইঙ্গিতবাহী স্বপ্ন

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ভয়ঙ্কর ইঙ্গিতবাহী স্বপ্ন

    ভয়ঙ্কর ইঙ্গিতবাহী স্বপ্ন :

    নবিগণ ছাড়া সাধারণ মানুষের স্বপ্ন কখনো হুজ্জত নয়, কিন্তু মুমিনের স্বপ্ন অনেক সময় সত্য ইঙ্গিত দিয়ে যায়। সতর্ক করে দেয় আশু ভয়াবহতার ব্যাপারে। বিশেষত শেষ জমানার মুমিনদের স্বপ্নের ব্যাপারে রাসুলুল্লাহ সা.-এর বিশেষ বাণী রয়েছে। তাছাড়াও স্বপ্নের সাথে যদি কুরআন-সুন্নাহর কোনো নির্দেশনা বা ভবিষ্যতবাণী মিলে যায়, তাহলে তা সত্য হওয়ার ব্যাপারে আরও অধিক নিশ্চয়তা দান করে। আর এ স্বপ্ন যে শুধু আমি একাই দেখেছি তা নয়; বরং গত মাসখানেক ধরে একাধিক আহলে বাসিরাত ব্যক্তিত্ব আমাকে হুবহু এমন স্বপ্ন দেখার কথাই জানিয়েছেন। এগুলোকে কাকতলীয় ব্যাপার বলা যায় না। নিশ্চয়ই এতে রয়েছে আমাদের জন্য পরিষ্কার সতর্কবার্তা ও স্পষ্ট নিদর্শন।

    স্বপ্ন প্রকাশ করা অনুচিত না হলে অবশ্যই তা প্রকাশ করতাম। তবে এ থেকে এতটুকু মেসেজ দিতে পারি যে, আখের গুছিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। কখন যে কী ঘটে যায়, কিচ্ছু বলা যাচ্ছে না। যদিও স্বপ্নের শেষভাগ ছিল সুখকর, কিন্তু প্রথমভাগ শুধু ভয়ঙ্করই ছিল না, ছিল তা মারাত্মক বিভীষিকাময়। তাই পরিচিত-অপরিচিত সবাইকে বিনীত অনুরোধ করব, প্রতি শুক্রবার নিয়মিত সুরা কাহাফ তিলাওয়াত করুন, সম্ভব হলে সুরাটি মুখস্ত করে নিন। বাংলা বা আরবি কিতাব থেকে কিতাবুল ফিতান আবশ্যিকভাবে অধ্যয়ন করুন। আর বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনার সাধ্যের মধ্যে প্রয়োজনীয় ইদাদ গ্রহণ করুন। আল্লাহ মুমিন-মুমিনাদের জান, মাল ও ইজ্জতের হিফাজত করুন। -সংগৃহীত

  • #2
    আল্লাহ মুমিন-মুমিনাদের জান, মাল ও ইজ্জতের হিফাজত করুন। আমীন
    ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

    Comment


    • #3
      আহ ভাই! স্বপ্নের কথা আর কি বলব! আলহামদুলিল্লাহ!

      আমার এক বন্ধুর একটা স্বপ্ন বলি। সে দেখল, তাঁর অঞ্চলে সে মারা গেছে। কিন্তু সে খুব খুশি। কারণ ফেরেশতা তাকে নিতে আসছে আর সে জান্নাতে যেতে যাচ্ছে...! আমি তাবীর করলাম তোমার হায়াত আর ১০ বছরের বেশি না এবং তুমি শহিদ হবা ইন শা আল্লাহ। আমি আশা করি সে কোনো বড় কমান্ডার হিসাবে আল্লাহর কাছে যাবে ইন শা আল্লাহ।

      কিন্তু তারপর কয়েক মাস পর সে আবার আরেকটা স্বপ্ন বলল। সংক্্ষেপে যা দেখল তা হচ্ছে, তাদের অঞ্চলে দজ্জাল এসেছে। সব ধ্বংস হয়ে যাওয়ার মত অবস্থা। তারপর আলমাহদি আলাইহিসসালাম আসলেন এবং দজ্জালকে হত্যা করলেন। তারপর আলহামাহদি একটা ঘরে বসলে এবং ঘরের বাইরে লোকজন ভীর করলে সে ভিতর গেল। তারপর সে তাঁকে ডান হাত ধরে কাঁদতে কাঁদতে বায়াত দিল।

      তাবীর এই যে, তার অঞ্চলে একটা বড় ধরণের যুদ্ধ হবে যেখানে সে পরোক্ষভাবে আলমাহদীর সঙ্গ পাওয়ার সুযোগ পাবে, এবং তার সম্মান আলমাহদী আলাইহিসসালামকে সরাসরি বায়াতকারীদের মতই হবে ইন শা আল্লাহ। তবে সে আলমাহদীকে সরাসরি বায়াত দেয়ার আগেই শহিদ হবে ইন শা আল্লাহ।

      এত কথার উদ্দেশ্য: জী ভাই, আমারও মনে হয় সময় অতি নিকট ইন শা আল্লাহ...

      Comment


      • #4
        ইহুদি বা বনীইসরাইলের ব্যাপারে আমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হল, তারা যদি তোমাদেরকে কিছু বলে, তাহলে সেটা "বিশ্বাস করো না অবিশ্বাসও করো না" সেই থেকে আমরা বলতে পারি, বর্তমানে আল আকসাকে নিয়ে ইহুদীরা কি সব ষড়যন্ত্র করছে এবং থার্ড টেম্পল এর কতটা তৈরি করেছে, এছাড়াও রেড হফার বা লাল বাছুর জন্ম নেয়ার ব্যাপারে টেম্পল মাউন্ট ইনস্টিটিউট যে বিবৃতি দিয়েছে,? এসকল ব্যাপারগুলো আমরা কোনোভাবেই ফেলে দিতে পারি না। দলিল বা প্রমাণ হিসেবে নয় আশু বিপদের লক্ষণ হিসেবে তাদের কার্যকলাপের প্রতি আমাদের সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন!

        Comment

        Working...
        X