ভয়ঙ্কর ইঙ্গিতবাহী স্বপ্ন :
নবিগণ ছাড়া সাধারণ মানুষের স্বপ্ন কখনো হুজ্জত নয়, কিন্তু মুমিনের স্বপ্ন অনেক সময় সত্য ইঙ্গিত দিয়ে যায়। সতর্ক করে দেয় আশু ভয়াবহতার ব্যাপারে। বিশেষত শেষ জমানার মুমিনদের স্বপ্নের ব্যাপারে রাসুলুল্লাহ সা.-এর বিশেষ বাণী রয়েছে। তাছাড়াও স্বপ্নের সাথে যদি কুরআন-সুন্নাহর কোনো নির্দেশনা বা ভবিষ্যতবাণী মিলে যায়, তাহলে তা সত্য হওয়ার ব্যাপারে আরও অধিক নিশ্চয়তা দান করে। আর এ স্বপ্ন যে শুধু আমি একাই দেখেছি তা নয়; বরং গত মাসখানেক ধরে একাধিক আহলে বাসিরাত ব্যক্তিত্ব আমাকে হুবহু এমন স্বপ্ন দেখার কথাই জানিয়েছেন। এগুলোকে কাকতলীয় ব্যাপার বলা যায় না। নিশ্চয়ই এতে রয়েছে আমাদের জন্য পরিষ্কার সতর্কবার্তা ও স্পষ্ট নিদর্শন।
স্বপ্ন প্রকাশ করা অনুচিত না হলে অবশ্যই তা প্রকাশ করতাম। তবে এ থেকে এতটুকু মেসেজ দিতে পারি যে, আখের গুছিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। কখন যে কী ঘটে যায়, কিচ্ছু বলা যাচ্ছে না। যদিও স্বপ্নের শেষভাগ ছিল সুখকর, কিন্তু প্রথমভাগ শুধু ভয়ঙ্করই ছিল না, ছিল তা মারাত্মক বিভীষিকাময়। তাই পরিচিত-অপরিচিত সবাইকে বিনীত অনুরোধ করব, প্রতি শুক্রবার নিয়মিত সুরা কাহাফ তিলাওয়াত করুন, সম্ভব হলে সুরাটি মুখস্ত করে নিন। বাংলা বা আরবি কিতাব থেকে কিতাবুল ফিতান আবশ্যিকভাবে অধ্যয়ন করুন। আর বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনার সাধ্যের মধ্যে প্রয়োজনীয় ইদাদ গ্রহণ করুন। আল্লাহ মুমিন-মুমিনাদের জান, মাল ও ইজ্জতের হিফাজত করুন। -সংগৃহীত
নবিগণ ছাড়া সাধারণ মানুষের স্বপ্ন কখনো হুজ্জত নয়, কিন্তু মুমিনের স্বপ্ন অনেক সময় সত্য ইঙ্গিত দিয়ে যায়। সতর্ক করে দেয় আশু ভয়াবহতার ব্যাপারে। বিশেষত শেষ জমানার মুমিনদের স্বপ্নের ব্যাপারে রাসুলুল্লাহ সা.-এর বিশেষ বাণী রয়েছে। তাছাড়াও স্বপ্নের সাথে যদি কুরআন-সুন্নাহর কোনো নির্দেশনা বা ভবিষ্যতবাণী মিলে যায়, তাহলে তা সত্য হওয়ার ব্যাপারে আরও অধিক নিশ্চয়তা দান করে। আর এ স্বপ্ন যে শুধু আমি একাই দেখেছি তা নয়; বরং গত মাসখানেক ধরে একাধিক আহলে বাসিরাত ব্যক্তিত্ব আমাকে হুবহু এমন স্বপ্ন দেখার কথাই জানিয়েছেন। এগুলোকে কাকতলীয় ব্যাপার বলা যায় না। নিশ্চয়ই এতে রয়েছে আমাদের জন্য পরিষ্কার সতর্কবার্তা ও স্পষ্ট নিদর্শন।
স্বপ্ন প্রকাশ করা অনুচিত না হলে অবশ্যই তা প্রকাশ করতাম। তবে এ থেকে এতটুকু মেসেজ দিতে পারি যে, আখের গুছিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। কখন যে কী ঘটে যায়, কিচ্ছু বলা যাচ্ছে না। যদিও স্বপ্নের শেষভাগ ছিল সুখকর, কিন্তু প্রথমভাগ শুধু ভয়ঙ্করই ছিল না, ছিল তা মারাত্মক বিভীষিকাময়। তাই পরিচিত-অপরিচিত সবাইকে বিনীত অনুরোধ করব, প্রতি শুক্রবার নিয়মিত সুরা কাহাফ তিলাওয়াত করুন, সম্ভব হলে সুরাটি মুখস্ত করে নিন। বাংলা বা আরবি কিতাব থেকে কিতাবুল ফিতান আবশ্যিকভাবে অধ্যয়ন করুন। আর বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনার সাধ্যের মধ্যে প্রয়োজনীয় ইদাদ গ্রহণ করুন। আল্লাহ মুমিন-মুমিনাদের জান, মাল ও ইজ্জতের হিফাজত করুন। -সংগৃহীত
Comment