Announcement

Collapse
No announcement yet.

শহীদের বিস্ময়কর ও আশ্চর্য মর্যাদা

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • শহীদের বিস্ময়কর ও আশ্চর্য মর্যাদা

    ইমাম কুরতুবী (রহ.) অত্যন্ত— বিস্ময়কর ও আশ্চর্য ধরণের একটি
    হাদীস বর্ণনা করেন যে,


    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ
    করেন, আল্লাহ তা‘আলা শহীদগণকে এমন পাঁচটি মর্যাদা দান করেছেন যা
    কোন নবীগণকেও প্রদান করা হয়নি
    এমনকি আমাকেও না। তা হলোঃ

    ১. সমস্ত নবীগণের রূহ ‘মালাকুল মাউত’ তথা হযরত আজরাঈল (আ.)
    কবজ করেন এমনকি আমার জানও কবজ করা হবে। কিন্তু শহীদদের
    রূহ আল্লাহ তা‘আলা নিজ কুদরতের মাধ্যমে কবজ করবেন, তাদের
    জান কবজের জন্য মালাকুল মাউত নির্ধারণ করেন নি।

    ২. সমস্ত নবীগণকে মৃত্যুর পর গোসল প্রদান করা হবে এমনকি
    আমাকেও। কিন্তু শহীদকে গোসল প্রদান করা হবে না এবং শহীদ
    দুনিয়ার কোন বস্তুর প্রতি মোহতাজ নয়।

    ৩. সমস্ত নবীগণকে ইনতিকালের পর কাফন পরানো হবে আমাকেও তাই
    করা হবে। কিন্তু শহীদদেরকে কাফন দেয়া হবে না তাদেরকে
    রক্তমাখা কাপড় সহই দাফন করা হবে।

    ৪. নবীগণ মৃত্যুবরণেরপর তাদেরকে ইন্তিকাল কারীদের অন্তর্ভুক্ত করা হবে
    এবং আমার ক্ষেত্রেও ইন্তিকালকারীগণের অন্তর্ভুক্ত ধরা হবে। কিন্তু
    শহীদগণকে শাহাদাতের পর মৃত বলা যাবে না।

    ৫. নবীগণের জন্য কিয়ামতের দিন শাফা‘আতের সুযোগ দেয়া হবে। কিন্তু
    শহীদগণের জন্য প্রতিদিন যেকোন ব্যাক্তির জন্য শাফা‘আত করতে
    পারবে।
    (৬৬)



    (৬৬) তাফসীরে কুরতুবী
    "মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে। তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি।" [৩৩:২৩]

  • #2
    ভাই, ইমাম কুরতুবী রহ. হাদিসটি সনদ ছাড়া এনেছেন, হাদিসের কোন কিতাব থেকে এনেছেন, তাও বলেন নি। হাদিসটি সহিহ, না জয়ীফ, না মওযু, তা বুঝার উপায় নেই। আর এগুলো নির্ণয় ছাড়া হাদিসে বর্ণিত ফজিলত কিভাবে বিশ্বাস করা সম্ভব??? তাই পূর্ণ তাহকীক্ব ছাড়া এ ধরনের হাদিস প্রচার থেকে বিরত থাকা উচিত। পবিত্র কুরআন এবং সহিহ হাদিসে শহীদের যে ফজিলত বলা হয়েছে, তাই যথেষ্ট। ফজিলত বাড়ানোর জন্য সনদ ছাড়া হাদিসের দরকার নেই। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দ্বীনের সহীহ বুঝ দান করুন। আমিন।
    Last edited by নওজোয়ান; 09-28-2018, 08:36 AM.
    কে আছো জোয়ান, হও আগোয়ান।

    Comment


    • #3
      Originally posted by নওজোয়ান View Post
      ভাই, ইমাম কুরতুবী রহ. হাদিসটি সনদ ছাড়া এনেছেন, হাদিসের কোন কিতাব থেকে এনেছেন, তাও বলেন নি। হাদিসটি সহিহ, না জয়ীফ, না মওযু, তা বুঝার উপায় নেই। আর এগুলো নির্ণয় ছাড়া হাদিসে বর্ণিত ফজিলত কিভাবে বিশ্বাস করা সম্ভব??? তাই পূর্ণ তাহকীক্ব ছাড়া এ ধরনের হাদিস প্রচার থেকে বিরত থাকা উচিত। পবিত্র কুরআন এবং সহিহ হাদিসে শহীদের যে ফজিলত বলা হয়েছে, তাই যথেষ্ট। ফজিলত বারানোর জন্য সনদ ছাড়া হাদিসের দরকার নেই। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দ্বীনের সহীহ বুঝ দান করুন। আমিন।
      জাযাকাল্লাহু খাইরান ইয়া আখি। আপনার পরামর্শ আমার অনেক কাজে দিবে ইনশা আল্লাহ।
      আমি আলিম নই। ফাযায়েলে জিহাদ কিতাবে এই হাদিসটি উল্লেখ আছে। সেখানে বেশীরভাগ হাদিসেরই তাহক্বীক উল্লেখ করা হয় নি(এমনিতেই কিতাব অনেক বড়), যেকারণে একজন সাধারণ মানুষ হিসেবে এটা বোঝা মুশকিল যে হাদিসটি কোন পর্যায়ের।সামনে থেকে এই বিষয়ে আরও সচেতন থাকবো ইনশা আল্লাহ।

      আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন এবং হক্কের উপর চলার তাউফিক দিন। আল্লাহুম্মামিন।
      Last edited by হক্ক; 09-28-2018, 08:00 AM.
      "মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে। তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি।" [৩৩:২৩]

      Comment


      • #4
        জাজাকাল্লাহ

        Comment

        Working...
        X