ইমাম কুরতুবী (রহ.) অত্যন্ত— বিস্ময়কর ও আশ্চর্য ধরণের একটি
হাদীস বর্ণনা করেন যে,
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ
করেন, আল্লাহ তা‘আলা শহীদগণকে এমন পাঁচটি মর্যাদা দান করেছেন যা
কোন নবীগণকেও প্রদান করা হয়নি এমনকি আমাকেও না। তা হলোঃ
১. সমস্ত নবীগণের রূহ ‘মালাকুল মাউত’ তথা হযরত আজরাঈল (আ.)
কবজ করেন এমনকি আমার জানও কবজ করা হবে। কিন্তু শহীদদের
রূহ আল্লাহ তা‘আলা নিজ কুদরতের মাধ্যমে কবজ করবেন, তাদের
জান কবজের জন্য মালাকুল মাউত নির্ধারণ করেন নি।
২. সমস্ত নবীগণকে মৃত্যুর পর গোসল প্রদান করা হবে এমনকি
আমাকেও। কিন্তু শহীদকে গোসল প্রদান করা হবে না এবং শহীদ
দুনিয়ার কোন বস্তুর প্রতি মোহতাজ নয়।
৩. সমস্ত নবীগণকে ইনতিকালের পর কাফন পরানো হবে আমাকেও তাই
করা হবে। কিন্তু শহীদদেরকে কাফন দেয়া হবে না তাদেরকে
রক্তমাখা কাপড় সহই দাফন করা হবে।
৪. নবীগণ মৃত্যুবরণেরপর তাদেরকে ইন্তিকাল কারীদের অন্তর্ভুক্ত করা হবে
এবং আমার ক্ষেত্রেও ইন্তিকালকারীগণের অন্তর্ভুক্ত ধরা হবে। কিন্তু
শহীদগণকে শাহাদাতের পর মৃত বলা যাবে না।
৫. নবীগণের জন্য কিয়ামতের দিন শাফা‘আতের সুযোগ দেয়া হবে। কিন্তু
শহীদগণের জন্য প্রতিদিন যেকোন ব্যাক্তির জন্য শাফা‘আত করতে
পারবে।(৬৬)
(৬৬) তাফসীরে কুরতুবী
হাদীস বর্ণনা করেন যে,
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ
করেন, আল্লাহ তা‘আলা শহীদগণকে এমন পাঁচটি মর্যাদা দান করেছেন যা
কোন নবীগণকেও প্রদান করা হয়নি এমনকি আমাকেও না। তা হলোঃ
১. সমস্ত নবীগণের রূহ ‘মালাকুল মাউত’ তথা হযরত আজরাঈল (আ.)
কবজ করেন এমনকি আমার জানও কবজ করা হবে। কিন্তু শহীদদের
রূহ আল্লাহ তা‘আলা নিজ কুদরতের মাধ্যমে কবজ করবেন, তাদের
জান কবজের জন্য মালাকুল মাউত নির্ধারণ করেন নি।
২. সমস্ত নবীগণকে মৃত্যুর পর গোসল প্রদান করা হবে এমনকি
আমাকেও। কিন্তু শহীদকে গোসল প্রদান করা হবে না এবং শহীদ
দুনিয়ার কোন বস্তুর প্রতি মোহতাজ নয়।
৩. সমস্ত নবীগণকে ইনতিকালের পর কাফন পরানো হবে আমাকেও তাই
করা হবে। কিন্তু শহীদদেরকে কাফন দেয়া হবে না তাদেরকে
রক্তমাখা কাপড় সহই দাফন করা হবে।
৪. নবীগণ মৃত্যুবরণেরপর তাদেরকে ইন্তিকাল কারীদের অন্তর্ভুক্ত করা হবে
এবং আমার ক্ষেত্রেও ইন্তিকালকারীগণের অন্তর্ভুক্ত ধরা হবে। কিন্তু
শহীদগণকে শাহাদাতের পর মৃত বলা যাবে না।
৫. নবীগণের জন্য কিয়ামতের দিন শাফা‘আতের সুযোগ দেয়া হবে। কিন্তু
শহীদগণের জন্য প্রতিদিন যেকোন ব্যাক্তির জন্য শাফা‘আত করতে
পারবে।(৬৬)
(৬৬) তাফসীরে কুরতুবী
Comment