সীরাত থেকে শিক্ষা
ভূমিকা
ভূমিকা
الحمد لله، والصلاة والسلام على رسول الله، أما بعد!
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ছিলাম। কিছু কিছু বিষয় মাথায় এসেছিল এবং কিছু কিছু কথা নোট করেছিলাম। কুরআনে কারীম এবং হাদীসে নববী অধ্যয়নকালেও এমন কিছু কথা মাঝে মাঝে যেহেনে আসে। সাহাবাগণের জীবনেতিহাসে এবং পূর্ববর্তী উম্মতদের ইতিহাসেও এমন কিছু বিষয় আছে, পড়ার সময় যেগুলো মনে ধরে। নবীগণের সাথে উম্মতের আচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দ্বীনের জন্য সংগ্রাম ও কুরবানী- এগুলোর ফাঁকে ফাঁকে এমন কিছু বিষয় থাকে যা সত্যিই মনে ধরার মতো। এমন কিছু বিষয় নিয়েই ‘সীরাত থেকে শিক্ষা’ সিরিজটি শুরু করতে যাচ্ছি। ভাবলাম, মনে ধরা কথাগুলো একটু কষ্ট করে টুকে রাখলে হয়তো অনেকের উপকারে আসবে, ফিকিরের খোরাক হবে। ***
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। সকল নবী-রাসূল আমাদের আদর্শ। তাঁদের সাহাবা-সাথীগণ আমাদের আদর্শ। তাঁদের সাথে উম্মতের যে আচরণ তা থেকে আমাদের অনেক শিখার আছে। এজন্যই আল্লাহ তাআলা কুরআনে কারীমে পূর্ববর্তী নবীগণ এবং তাদের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনার বিবরণ এনেছেন। এগুলোতে আমাদের ফিকিরের খোরাক আছে।
***
আল্লাহ তাআলার সুন্নাহ-নিয়ম সব যামানায় এক এবং অপরিবর্তনীয়। পূর্ববর্তী নবীগণ ও তাদের অনুসারীদের সাথে যে আচরণ হয়েছে, আমাদের নবী ও নবীর অনুসারীদের সাথেও একই আচরণ হবে। তাঁদের উপর দিয়ে যেসব পরিস্থিতি বয়ে গেছে, আমাদের উপর দিয়েও যাবে। তখনকার ঈমানদারগণ যেভাবে মুক্তি লাভ করেছেন, আমাদের মুক্তির সে পথেই। আমাদের নবী ও সাহাবাগণের সাথে যা ঘটেছিল, ঘুরেফিরে আমাদের সাথেও তাই ঘটবে। তারা তখন যে পথ ধরে মুক্তি পেয়েছিলেন, আমাদের মুক্তিও সে পথেই।
এই ইতিহাসগুলো একজন মুমিনের সামনে থাকলে ইনশাআল্লাহ তার অন্তর্দৃষ্টি প্রসারিত হবে। বিপদকালে মুক্তির রাস্তা খোলবে। হক বাতিল নির্ণয়ে সহায়ক হবে। বিশেষত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবাগণের জীবনেতিহাস আমাদের জন্য প্রত্যক্ষ শিক্ষা। সব মুসলিম ভাই এবং বিশেষ করে জিহাদের পথের ভাইদের প্রতি আমার আবেদন থাকবে- তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাগণের সীরাত অধ্যয়ন করেন। সম্ভব হলে পূর্ববর্তী নবীগণ এবং তাদের উম্মতদের ইতিহাস এবং মুসলিম উম্মাহর ইতিহাস (বিশেষত খুলাফায়ে রাশেদীনের ইতিহাস) যেন অধ্যয়ন করেন। ইনশাআল্লাহ ছুম্মা ইনশাআল্লাহ আপনার দৃষ্টি খোলবে। আপনি নিজেই অনুভব করতে পারবেন আপনার মাঝে কত অভাবনীয় পরিবর্তন ঘটে যাচ্ছে। আশাকরি দ্বীনের সংগ্রামের পথে আপনার অবিচলতা দিন দিন বাড়তে থাকবে। আল্লাহ তাআলা সকল ভাইকে তাওফিক দান করুন। সকলকে কবুল করুন।
***
এ সিরিজটিকে ‘সীরাত থেকে শিক্ষা’ নাম দিচ্ছি, কারণ: সীরাতে রাসূল পড়ার সময়ই মূলত কিছু কিছু কথা লিখে রাখার কথাটি মাথায় আসে। তাছাড়া যেসব কথা লিখার ইরাদা, বেশির ভাগই সীরাতে রাসূল ও সাহাবাদের ইতিহাস থেকে নেয়া। এর বাহিরেও কিছু কথা আসবে ইনশাআল্লাহ। তবে মৌলিকভাবে সীরাতে রাসূল ও সীরাতে সাহাবা থেকেই নেয়া। তাই এই নাম দেয়া। সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ তাআলা যেন সকলের উপকার আসে এবং ফিকিরের খোরাক হয় মতো কিছু কথা পেশ করার তাওফীক দান করেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ।
***
Comment