পর্ব ০৬ - নতুনদের জন্য ভার্চুয়ালবক্সে (VirtualBox) লিনাক্স চালানো সহজ
আমরা আলহামদুলিল্লাহ লিনাক্স সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়েছি। জানতে পেরেছি:
- লিনাক্স কি?
- লিনাক্সের সুবিধা কি?
- লিনাক্সের ডিস্ট্রো এবং ইউজার ইন্টারফেসের পরিচিতি।
- নতুনরা কোন ডিস্ট্রো দিয়ে শুরু করা সহজ হবে ... ইত্যাদি।
এখন প্রশ্ন: লিনাক্স কিভাবে শুরু করতে পারি? আমি তো উইন্ডজ ব্যবহার করে আসছি, লিনাক্স ব্যবহারের অভিজ্ঞতা নাই, আমার জন্য কিভাবে শুরু করাটা উপযোগী হবে?
লিনাক্স আপনি চার পদ্ধতিতে চালাতে পারেন। তার মধ্যে চতুর্থ পদ্ধতি নতুনদের শিখার জন্য অধিক উপযোগী। সেটি হচ্ছে ভার্চুয়ালবক্সে চালানো। আসুন আমরা পদ্ধতি চারটি দেখি:
ক. উইন্ডজ কেটে লিনাক্স ইনস্টল করা: আপনি বর্তমানে যে উইন্ডজ ব্যবহার করছেন, সেটি কেটে দিয়ে লিনাক্স ইনস্টল করা। আপনার পিসিতে উইন্ডজ থাকবে না, থাকবে লিনাক্স।
এই পদ্ধতি নতুনদের জন্য নয়। আপনি লিনাক্স পারেন না, শিখতে যাচ্ছেন। উইন্ডজ কেটে দিলে আপনি বিপদে পড়বেন। পিসিতে সরাসরি লিনাক্স ইনস্টল দিতে গেলে কোনো ভুলের কারণে আপনার সকল ফাইলপত্র ডিলিট হয়ে হারিয়ে যাওয়ার যথেষ্ট আশঙ্কাও আছে।
খ. ডুয়াল বুট করা: উইন্ডজ আপন জায়গায় থাকবে, পিসির আরেকটা ড্রাইভে লিনাক্স ইনস্টল করবেন। পিসি রিস্টার্ট দিয়ে বুট কী চেপে চাইলে লিনাক্সেও প্রবেশ করতে পারবেন, চাইলে উইন্ডজেও প্রবেশ করতে পারবেন। দুইটা একসাথে চলবে না, একটা থেকে বের হয়ে আরেকটাতে প্রবেশ করতে হবে।
এ পদ্ধতিও নতুনদের জন্য অসুবিধা। আপনাকে উইন্ডজ থেকে বের হয়ে লিনাক্স চালাতে হবে, কিন্তু উইন্ডজ আপনার এখনও দরকার। লিনাক্স শিখার সময় উইন্ডজ দরকার পড়বে। নেটে সার্চ দিয়ে কিছু জিনিস শিখতে হবে কিংবা উইন্ডজে কিছু ফাইলপত্র পড়তে হবে। কোনো ভুলের কারণে পিসির সকল ফাইলপত্র ডিলিট হয়ে হারিয়ে যাওয়ার আশঙ্কাও আছে।
গ. মেমোরি বা পেনড্রাইভে ইনস্টল করা: লিনাক্সের একটি সুবিধা হলো পিসিতে ইনস্টল করা ছাড়াও চালানো যায়। কোনো মেমোরি বা পেনড্রাইভে লিনাক্সের পূর্ণ অপারেটিংস সিস্টেম ইনস্টল করা যায়। সকল প্রকাল কাস্টমাইজেশন করা যায়। মেমোরি বা পেনড্রাইভটি একটি স্বতন্ত্র পিসি হয়ে যাবে। আপনি যখন লিনাক্স চালাতে চাইবেন, মেমোরি বা পেনড্রাইভটি পিসিতে লাগাবেন। পিসি রিস্টার্ট দিবেন। বুট কী চেপে লিনাক্সে প্রবেশ করবেন। লিনাক্স থেকে বের হয়ে গেলে স্বাভাবিকভাবে পিসির উইন্ডজ ব্যবহার করতে পারবেন।
এই পদ্ধতিতে আপনি পিসিতে কোনো পরিবর্তন করা ছাড়া, পিসিতে ইনস্টল দেয়া ছাড়াই লিনাক্স ব্যবহার করতে পারছেন। তবে নতুনদের জন্য সমস্যা হলো: একটি মেমোরি বা পেনড্রাইভে বুট করতে হবে, আরেকটিতে ইনস্টল করতে হবে। লিনাক্সে ঢুকলে উইন্ডজ ব্যবহার করতে পারছেন না। ইনস্টলের সময় ভুল হয়ে পিসির ফাইলপত্র হারানোর আশঙ্কাও আছে।
ঘ. ভার্চুয়ালবক্সে ইনস্টল করে চালানো: ভার্চুয়ালবক্স হচ্ছে একটি সফটওয়ার। উইন্ডজে এটি ইনস্টল করবেন। লিনাক্সের ISO ফাইলটি ভার্চুয়ালবক্সের মাধ্যমে পিসির কোনো ড্রাইভ বা ফোল্ডারে কিংবা এক্সটার্নাল কোনো মেমোরি বা পেনড্রাইভের কোনো ফোল্ডারে ইনস্টল করবেন। উইন্ডজের মতো পিসিতে অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে হবে না। পেনড্রাইভ-মেমোরিতেও ইনস্টল করতে হবে না, শুধু একটি ফোল্ডার সিলেক্ট করে দিলে হবে, সকল ফাইল সে ফোল্ডারে জমা হবে। সেখান থেকে চালাতে পারবেন। একটা নয়, যদি আপনার পিসিতে যথেষ্ট রেম থাকে, তাহলে একাধিক ওএসও চালাতে পারবেন এবং সবগুলো একসাথেই চালাতে পারবেন। এমনকি উইন্ডজ এবং এন্ড্রয়েডও আপনি ভার্চুয়ালবক্সে চালাতে পারবেন- যদি আপনার কাছে সেগুলোর ISO ফাইল থাকে। মূলত একই সাথে অনেকগুলো অপারেটিং সিস্টেম টেস্ট ও চালানোর জন্য ভার্চুয়ালবক্স। ভার্চুয়ালবক্সের প্রত্যেকটা ওএস আলাদা আলাদা পিসি হিসেবে কাজ করবে। একটাতে কোনো সমস্যা হলে, একটা হ্যাক বা নষ্ট হলে এর প্রভাব অপরটায় পড়বে না। এটা নিরাপত্তা উন্নত করে। তো আপনি স্বাভাবিকভাবে উইন্ডজ যা ব্যবহার করছিলেন করবেন, পাশাপাশি ভার্চুয়ালবক্স ইনস্টল দিয়ে উইন্ডজ চালু রেখেই লিনাক্স চালাতে পারবেন। নতুনদের জন্য এ পদ্ধতি সহজ। এতে পিসির ডাটা হারানোর শঙ্কা নাই। আলাদা মেমোরি বা পেনড্রাইভও আবশ্যক না। পিসির কোনো ফোল্ডারেই চাইলে ইনস্টল করা ফাইল রাখতে পারবেন এবং সেখান থেকে চালাতে পারবেন।
ভার্চুয়ালবক্সের সাইট: https://www.virtualbox.org/
সাইটে ঢুকে Download-->Windows hosts থেকে উইন্ডজের জন্য ভার্চুয়ালবক্স ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হওয়া ফাইলে ডবল ক্লিক করে ইনস্টল করতে পারবেন।
Google-Youtube-AI থেকে সাহায্য নিতে পারেন
গুগল বা ইউটিউবে সার্চ করে সচিত্র টিউটোরিয়াল ও ভিডিও দেখতে পারেন, সহজ হবে। AI-কে জিজ্ঞেস করতে পারেন। যাদের Chatgpt একাউন্ট আছে তো ভালো, না হয় duck.ai ব্যবহার করতে পারেন। দ্রুত উত্তর দিবে। অবশ্য তার উত্তর Chatgpt এর তুলনায় সংক্ষিপ্ত। তবে কয়েকবার জিজ্ঞেস করলে আপনার কাজ হয়ে যায় মতো উত্তর পেয়ে যাবেন। প্রযুক্তিগত বিষয়ে AI থেকে সাহায্য নিতে পারেন। বাংলায় জিজ্ঞেস করবেন, সে বাংলায় উত্তর দিবে।
হোস্ট (Host) OS ও গেস্ট (Guest) OS
আপনি উইন্ডজ ওএসের ভিতর ভার্চুয়ালবক্স ইনস্টল করে তাতে লিনাক্স ওএস ইনস্টল দিচ্ছেন। এখানে উইন্ডজ হচ্ছে হোস্ট ওএস আর লিনাক্স হচ্ছে গেস্ট ওএস। হোস্ট মানে মেজবান, গেস্ট মানে মেহমান। আপনার মূল অপারেটিং সিস্টেম হচ্ছে হোস্ট, আর ভার্চুয়ালবক্সের ওএসগুলো হচ্ছে গেস্ট। ভার্চুয়ালবক্স উইন্ডজেও চালানো যায়, লিনাক্সেও চালানো যায়। আপনি যখন উইন্ডজ চালাচ্ছেন তখন এটাতে যেমন ভার্চুয়ালবক্স চালাতে পারবেন, লিনাক্স শিখে যখন লিনাক্সে শিফট হবেন, সেখানেও ভার্চুয়ালবক্স চালাতে পারবেন।
উইন্ডজ পিসিতে ভার্চুয়ালবক্স চালাতে যা করতে হবে
• প্রথমে পিসি রিস্টার্ট দিয়ে বায়োস কী চেপে (যেমন HP-তে F10) বায়োসে প্রবেশ করুন এবং Virtualization Technology (VTx) অপশনটি খুঁজে বের করে টিক চিহ্ন দিয়ে এনাবল করুন। এই অপশন এনাবল করলে আপনি পিসিতে ভার্চুয়াল মেশিন ব্যবহার করে বিভিন্ন ওএস চালানোর সুযোগ পাবেন।
• বায়োস থেকে Secure Boot অপশন ডিজেবল করতে হতে পারে। অনেক সময় এটি ডিজেবল না করলে সমস্যা করে।
• ভার্চুয়ালবক্স ইনস্টলের সময় পিসিতে নেট কানেকশান রাখুন। ইনস্টলের সময় কোনো কিছু ডাউনলোড দরকার পড়লে অটো ডাউনলোড হয়ে যাবে।
• ভার্চুয়ালবক্সের লেটেস্ট ভার্সন সব পিসিতে নাও চলতে পারে। এক্ষেত্রে আরেকটু পুরাতন ভার্সন নামিয়ে টেস্ট করে দেখতে হবে। ভার্চুয়ালবক্সের সাইটে পুরাতন ভার্সনগুলো পাবেন।
• কোনো কোনো পিসিতে ভার্চুয়ালবক্স ইনস্টল করতে গেলে Visual C++ চায়। এক্ষেত্রে আগে Visual C++ ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে, নইলে ভার্চুয়ালবক্স ইনস্টল হবে না।
পিসির RAM কেমন লাগবে?
৮ জিবি রেম হলে চলবে ইনশাআল্লাহ। সাধারণত যুবুন্টু বা লিনাক্স মিন্ট ২.৫০-৩.০০ জিবি রেম দিয়ে ভালো চলে। উইন্ডজ সাধারণত ৪ জিবির কমে তেমন চলে না। উইন্ডজ লিনাক্স একসাথে চালাতে হলে তাই ৮ জিবির কমে হলে সমস্যা। ৬ জিবি হলে কোনোমতে চলতে পারে। সেক্ষেত্রে লিনাক্সকে ২ জিবি রেম দিলে হবে। ১২ বা ১৬ জিবি রেমের পিসি হলে বেস্ট।
আপনারা ইনশাআল্লাহ পিসি কনফিগার করে নিন। ভার্চুয়ালবক্স ডাউনলোড করে ইনস্টল করে নিন। পরের পর্বে ইনশাআল্লাহ ভার্চুয়ালবক্সের বিভিন্ন ফিচার এবং ভার্চুয়ালবক্স সফটওয়ারটি দিয়ে কিভাবে ভার্চুয়াল মেশিন (VM) তৈরি করা যায় সে ব্যাপারে আলোচনা হবে।
পর্ব ০১ - ভূমিকা
- https://dawahilallah.com/forum/%E0%A...A6%95%E0%A6%BE
পর্ব ০২ - লিনাক্স কেন এবং এর সুবিধাগুলো কি কি?
- https://dawahilallah.com/forum/%E0%A...A6%95%E0%A6%BF
পর্ব ০৩ - লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রো (Distribution)
- https://dawahilallah.com/forum/%E0%A...E-distribution
পর্ব ০৪ - বিভিন্ন DE (Desktop Environment) তথা ইউজার ইন্টারফেস
- https://dawahilallah.com/forum/%E0%A...A7%87%E0%A6%B8
পর্ব ০৫ - কোন ডিস্ট্রো কোন DE ব্যবহার করে এবং নতুনরা কোনটা দিয়ে শুরু করবে?
Comment