Announcement

Collapse
No announcement yet.

মহিলাঙ্গন ।। প্রিয় বোন! আপনার স্বামী যখন বন্দী, তখন আপনার কী করণীয়?

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মহিলাঙ্গন ।। প্রিয় বোন! আপনার স্বামী যখন বন্দী, তখন আপনার কী করণীয়?

    প্রিয় বোন! আপনার স্বামী যখন বন্দী, তখন আপনার কী করণীয়?


    হে বোন! আপনার স্বামী যখন বন্দী, আপনার দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জেনে নিন-

    বন্দীত্ব বড়ই কষ্টের জীবন। বন্দীত্বের কষ্ট পুরোমাত্রায় অনুধাবন করা কেবল একজন বন্দীর পক্ষেই সম্ভব। আর আল্লাহ তো সর্বজ্ঞানী। বন্দীত্ব একজনের জীবনে বড় এক বিপদের অধ্যায়। নৈকট্যের ক্রমানুসারে একজন বন্দীর পিতা-মাতা, স্ত্রী-সন্তান, ভাই- বোন ও অন্যান্য স্বজনরা এই বিপদে কম বা বেশী ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। কারাগারে একজন বন্দীর দিন যত বাড়তে থাকে উক্ত ক্ষতির পরিধিও ততই বেড়ে যায়। তবে সার্বিক বিচারে দেখা যায়, একজন নারী তার স্বামীর বন্দীতে সবচেয়ে বেশী পারিপার্শ্বিক জটিলতার মুখোমুখি হয়ে থাকেন। এজন্যই এ পর্বের নাসীহা এ সকল বোনদের উদ্দেশ্যে, যাদের স্বামীগণ কারাগারে বন্দী।
    প্রথমেই মনে রাখতে হবে, কেউ স্বেচ্ছায় বন্দী হতে বা কোন বিপদে পতিত হতে চায় না। জীবন চলার পথে এটা একটা দুর্ঘটনা মাত্র। সুতরাং বিপদ যখন এসেই গেল এ সম্পর্কে আল্লাহর বাণী দেখে নেই, আল্লাহ বলেন:

    مَاۤ اَصَابَ مِنۡ مُّصِیۡبَۃٍ فِی الۡاَرۡضِ وَ لَا فِیۡۤ اَنۡفُسِکُمۡ اِلَّا فِیۡ کِتٰبٍ مِّنۡ قَبۡلِ اَنۡ نَّبۡرَاَہَا ؕ اِنَّ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرٌ
    পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোন বিপদ আসে না; কিন্তু তা জগত সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ।

    لِّکَیۡلَا تَاۡسَوۡا عَلٰی مَا فَاتَکُمۡ وَ لَا تَفۡرَحُوۡا بِمَاۤ اٰتٰىکُمۡ ؕ وَ اللّٰہُ لَا یُحِبُّ کُلَّ مُخۡتَالٍ فَخُوۡرِۣ
    এটা এজন্যে বলে দেয়া হল যাতে তোমরা যা হারাও তার জন্যে দুঃখিত না হও এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন, তার জন্যে উল্লসিত না হও। আল্লাহ কোন উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। (সূরা হাদীদ-৫৭: ২২-২৩)

    সুতরাং,বিপদের শুরুতেই-

    ১. ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই বিশ্বাসের পূর্ণতায় “যে বিপদ এসেছে তা আসারই ছিল, যা হারিয়েছে তা হারানোরই ছিল”|

    ২. আল্লাহর উপর সন্তুষ্টি জানাতে হবে, অন্তর থেকেই বলতে হবে “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”| আল্লাহর রহমতের সূচনা হবে এখান থেকেই, আল্লাহ বলেন:

    الَّذِیۡنَ اِذَاۤ اَصَابَتۡہُمۡ مُّصِیۡبَۃٌ ۙ قَالُوۡۤا اِنَّا لِلّٰہِ وَ اِنَّاۤ اِلَیۡہِ رٰجِعُوۡنَ
    যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।(সূরা বাকারাহ-০২: ১৫৬)

    اُولٰٓئِکَ عَلَیۡہِمۡ صَلَوٰتٌ مِّنۡ رَّبِّہِمۡ وَ رَحۡمَۃٌ ۟ وَ اُولٰٓئِکَ ہُمُ الۡمُہۡتَدُوۡنَ
    তারাই সে সমস্ত লোক, যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত। (সূরা বাকারাহ-০২: ১৫৭)

    ৩. আল্লাহর নিকট সবরের দু‘আ শুরু করতে হবে।
    ৪. এই বিপদের প্রতিটি মুহূর্তের বিনিময়ে আমার জন্য যেন প্রতিদান লিখা হয়, মুহূর্তগুলো যেন আমার গুনাহের কাফফারা হয়; তার জন্য নিয়াতকে খাটি করতে হবে এ মর্মে যে, আমার সবর ও কষ্ট কেবল আল্লাহরই সন্তুষ্টির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

    وَعنْ أَبي سَعيدٍ وأَبي هُرَيْرة رضيَ اللَّه عَنْهُمَا عن النَّبيِّ صلّى الله عليه وسلّم قَالَ: مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ وَلاَ هَمٍّ وَلاَ حَزَن وَلاَ أَذًى وَلاَ غمٍّ، حتَّى الشَّوْكَةُ يُشَاكُها إِلاَّ كفَّر اللَّه بهَا مِنْ خطَايَاه متفقٌ عَلَيهِ.
    আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু ও আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুসলিমকে যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক এমন কি (তার পায়ে) কাঁটাও লাগে, আল্লাহ তা'আলা এর মাধামে তার গোনাহসমূহ ক্ষমা করে দেন।' " সহীহুল বুখারী ৫৬৪২, মুসলিম ২৫৭৩, তিরমিযী ৯৬৬, আহমাদ ৭৯৬৯, ৮২১৯, ৮৯৬৬, ১০৬২৪

    عَنْ أبي يَحْيَى صُهَيْبِ بْنِ سِنَانٍ عن رسول الله -صلّى الله عليه وسلّم- أنّه قال: (عَجَبًا لأَمْرِ المُؤْمِنِ، إنَّ أمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وليسَ ذاكَ لأَحَدٍ إلَّا لِلْمُؤْمِنِ، إنْ أصابَتْهُ سَرَّاءُ شَكَرَ، فَكانَ خَيْرًا له، وإنْ أصابَتْهُ ضَرَّاءُ، صَبَرَ فَكانَ خَيْرًا له)
    আবু ইয়াহিয়া সুহাইব ইবনু সিনান রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক! তাঁর প্রতিটি কাজে তাঁর জন্য মঙ্গল রয়েছে। এটা মুমিন ব্যতীত অন্য কারো জন্য নয়। সুতরাং তাঁর সুখ এলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। ফলে এটা তার জন্য মঙ্গলময় হয়। আর দুঃখ পৌঁছলে সে ধৈর্য্য ধারণ করে। ফলে এটাও তাঁর জন্য মঙ্গলময় হয়। ”মুসলিম ২৯৯৯, আহমাদ ১৮৪৫৫, ১৮৪৬০, ২৩৪০৬,২৩৪১৯, দারেমী ২৭৭৭

    ৫. স্বামীর অবর্তমানে নিজের সতীত্ব-সৌন্দর্য, ইজ্জত-সম্মান, মাল-সম্পদ, গোপনীয়তা; এসবের হিফাজত করুন যেভাবে আল্লাহর নির্দেশনাও স্বামীর পছন্দ। আল্লাহ বলেন:

    اَلرِّجَالُ قَوّٰمُوۡنَ عَلَی النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰہُ بَعۡضَہُمۡ عَلٰی بَعۡضٍ وَّ بِمَاۤ اَنۡفَقُوۡا مِنۡ اَمۡوَالِہِمۡ ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلۡغَیۡبِ بِمَا حَفِظَ اللّٰہُ
    পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এ জন্য যে, আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এ জন্য যে, তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রীলোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাযতযোগ্য করে দিয়েছেন লোক চক্ষুর অন্তরালেও তার হেফাযত করে। (সূরা নিসা: ৩৪)

    ৬. নিজেকে অধিক পরিমাণ দু‘আ, যিকর, ইস্তেগফার, কুরআন তিলাওয়াত, কুরআন চর্চা, তাফসীর অধ্যয়ন নফল সালাত, নফল সিয়াম, নফল সাদাকা ও অন্যান্য সৎকর্মে নিয়োজিত করুন, এসবকে দু‘আ কবুলের ওসীলায় পরিণত করুন।
    ৭. কষ্ট হলেও স্বামীর সাথে নিয়মিত বিরতিতে সাক্ষাত করুন। যে কোন সমস্যা তাঁর সাথে শেয়ার করুন। পারিপার্শ্বিক কোন সমস্যাই তার নিকট গোপন করবেন না। এই পরামর্শে আছে বরকত ও রহমত।
    ৮. স্বামীর কোন বন্ধু বা গাইরে মাহরাম কারও সাথে লেনদেনজনিত দেখা-সাক্ষাত, মোবাইল কল, কথা-বার্তা এসব অবশ্যই স্বামীর সাথে শেয়ার করবেন।
    ৯. মোবাইল-কম্পিউটার ব্যবহারের বিষয়ে সাবধান হবেন। কুরআন তিলাওয়াত-ইসলামিক অডিও শোনা, ইসলামিক বিষয়াবলী প্রয়োজনানুসারে ভিজিট ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ থাকুন। ফেইসবুক থেকে দূরে থাকাই নিরাপদ।
    ১০. মামলা, জামিন এসবের তদবির সম্পর্কে নিজের বুঝ বা কারও পরামর্শে সামান্য পদক্ষেপও নেয়ার পূর্বে স্বামীর সাথে শেয়ার করুন। অন্যথায় অতিরিক্ত বিপদের সম্ভাবনা থেকে যায়।
    ১১. সন্তানের মৌলিক শিক্ষার জন্য নিজেই শিক্ষক হোন। স্বামীর অবর্তমানে সন্তানের প্রতি অতিরিক্ত দায়িত্ব পালন করুন। আল্লাহর নিকট থাকবে অতিরিক্ত মর্যাদা ও প্রতিদান।
    ১২. বাড়ীতে ও পর্দার মধ্যে থেকে অর্থ উপার্জনের বিষয়ে আপনার উদ্যোগ ও ইচ্ছা স্বামীর সাথে শেয়ার করুন।
    ১৩. যদি কখনো ব্যক্তিগত পারিপার্শ্বিক চাপের মুখে সবর করা অসম্ভব হয়ে যায়, সেটাও স্বামীর জানার অধিকার আছে,তার সাথে শেয়ার করুন, আল্লাহর দ্বীনে অবশ্যই আপনার জন্য সুস্পষ্ট করণীয় বলে দেয়া আছে।
    সাবধান! সেই হতভাগা নারীর মত হবেন না, যে স্বামীকে আশ্বাস দিয়েছে আজীবন সবর করবে। অত:পর আল্লাহর বিধানে খুলা বা তালাক নেয়ার সুযোগ থাকলেও তা না নিয়েই অন্যত্র বিবাহে রাজি হয়ে গেছেন। কতইনা প্রতারণা, আর দুনিয়া আখিরাতের কত বড় এক ক্ষতি। আল্লাহর নিকটেই চাই হিফাজত।
    ১৪. প্রত্যেক সাক্ষাতেই আপনার স্বামীকে দ্বীন-দুনিয়া সংক্রান্ত ত্রুটি-বিচ্যুতির বিষয়ে তাওবা-ইস্তিগফার ও সংশোধনের নাসীহা দিন।
    ১৫. মাঝে মধ্যে চিঠি বিনিময় করুন। এটা অতীত সুখস্মৃতি ও ভালোবাসা স্বামীকরণের উপায় হয়ে থাকে ।


    Collected‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬
    Last edited by Munshi Abdur Rahman; 07-18-2021, 08:40 PM.
    “ধৈর্যশীল সতর্ক ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত।”-শাইখ উসামা বিন লাদেন রহ.

  • #2
    মাশা-আল্লাহ!!
    খুবি দামী ও প্রয়োজনীয় একটি পোস্ট।
    আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এই পোস্টের সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করুন।

    এবং আমাদের সেসব বোনদেরকে স্বীয় আমানত রক্ষা করার তাওফিক দান করুন, যাদেরকে মহান মালিক স্বীয় ইচ্ছায় পরিক্ষায় অবতীর্ণ করেছেন।।
    আমীন ইয়া রব্বাল মুজাহিদীন।।

    Comment


    • #3
      সুবহানাল্লাহ! আল্লাহুর আকবার! কতই না সুন্দর ও প্রয়োজনীয় উপদেশমালা!!!
      আল্লাহ তা'য়ালা লেখক ও পোষ্টকারী ভাই উভয়কে উভয় জাহানে কামিয়াব করুন।(আমিন)

      Comment


      • #4
        মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুবই উপকারী পোস্ট।

        Comment


        • #5
          আমরা বোনদের কাছে এ লেখাটি পৌঁছে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করি।

          বোনদের জন্য অনেক উপকারী একটি আর্টিকেল। আমাদের উচিত বোনদের কাছে পৌঁছে দেওয়া। যাতে বোনেরা উপকৃত হতে পারেন।

          এ লেখাটি অনেক সুন্দর হয়েছে। আমাদের উচিত সুখের সময় আল্লাহর শোকর করা এবং বিপদের সময় সবর করা। মুমিনের বিপদ আল্লাহর দেওয়া পরীক্ষা। এজন্য বিপদে সবর করতে হয়। ছোট বড় যে কোন বিপদ গুনাহ মাফের কারণ এবং জান্নাতে উঁচু মাকাম লাভের মাধ্যম।


          আল্লাহ লেখক এবং পোস্টকারী ভাইকে উত্তম থেকে উত্তম প্রতিদান দান করুন। আমাদের বোনদের এ থেকে উপকৃত করুন। আমিন
          গোপনে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা ৷

          Comment


          • #6
            আমাদের উচিত বোনদের কাছে পৌঁছে দেওয়া। যাতে বোনেরা উপকৃত হতে পারেন। আল্লাহ আমাদের তাওফিক দিন। আমীন
            ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

            Comment


            • #7
              বিপদের মাধ্যমেই আল্লাহ কল্যাণ বের করে আনেন!- শাইখ আব্দুল আযীয আত-তারিফী

              বিপদের মধ্য থেকেও আল্লাহ এই উম্মতের জন্য কল্যাণ বের করে আনেন। আম্মাজান আয়িশা রাযি.কে অপবাদ দেওয়ার ঘটনার মধ্য দিয়ে মুনাফিকদের মুখোশ উন্মোচিত হয়েছে, আর সত্যবাদীদের পরীক্ষা করা হয়েছে।
              আল্লাহ তা‘আলা বলেন-
              إِنَّ الَّذِينَ جَاءُوا بِالْإِفْكِ عُصْبَةٌ مِّنكُمْ لَا تَحْسَبُوهُ شَرًّا لَّكُم بَلْ هُوَ خَيْرٌ لَّكُمْ لِكُلِّ امْرِئٍ مِّنْهُم مَّا اكْتَسَبَ مِنَ الْإِثْمِ وَالَّذِي تَوَلَّىٰ كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ ﴿النور: ١١﴾
              “যারা মিথ্যা অপবাদ রটনা করেছে, তারা তোমাদেরই একটি দল। তোমরা একে নিজেদের জন্যে খারাপ মনে করো না; বরং এটা তোমাদের জন্যে মঙ্গলজনক। তাদের প্রত্যেকের জন্যে ততটুকু আছে যতটুকু সে গোনাহ করেছে এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে, তার জন্যে রয়েছে বিরাট শাস্তি।” [সূরা নূর(২৪): ১১]
              “ধৈর্যশীল সতর্ক ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত।”-শাইখ উসামা বিন লাদেন রহ.

              Comment


              • #8
                মাশাআল্লাহ জাযাকাল্লাহ্ অনেক উত্তম পোষ্ট, বোনেরা এমন নাসিহা পেয়ে খুবই উপকৃত হবেন,ইনশাআল্লাহ্।

                Comment


                • #9
                  মা শা আল্লাহ, বারাকাল্লহ।অসাধারণ ও উপকারী একটি পোস্ট আলহামদুলিল্লাহ। ভাই,,ছোট্ট একটি বানান সংশোধন করে নিলে উপকার হবে ইনশাআল্লাহ।আমি ভুল না বুঝে থাকলে, ২ নাম্বার পয়েন্টটিতে ইল্লা টা সম্ভবত ইন্না হবে মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন হবে।বাকি আল্লাহু আলাম।

                  Comment


                  • #10
                    Originally posted by বিজয়ী উম্মাহ View Post
                    মা শা আল্লাহ, বারাকাল্লহ।অসাধারণ ও উপকারী একটি পোস্ট আলহামদুলিল্লাহ। ভাই,,ছোট্ট একটি বানান সংশোধন করে নিলে উপকার হবে ইনশাআল্লাহ।আমি ভুল না বুঝে থাকলে, ২ নাম্বার পয়েন্টটিতে ইল্লা টা সম্ভবত ইন্না হবে মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন হবে।বাকি আল্লাহু আলাম।
                    অনেক শুকরিয়া মুহতারাম ভাই...এডিট করে নিয়েছি। জাযাকাল্লাহু আহসানাল জাযা।
                    “ধৈর্যশীল সতর্ক ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত।”-শাইখ উসামা বিন লাদেন রহ.

                    Comment


                    • #11
                      মুহতারাম ভাই, যুগোপযোগী প্রবন্ধ। আল্লাহ তা'আলা মুহতারাম ভাইয়ের কলমকে আরো শানিত করুন। আল্লাহ তা'আলা মুহতারাম ভাইয়ের এই প্রবন্ধকে বন্দি ভাইদের স্ত্রীদের জন্য প্রেরণার খোরাক বানিয়ে দিন। আমীন।

                      Comment


                      • #12
                        মাশাল্লাহ, মুহতারাম ভাই, অনেক উপকারী প্রবন্ধ। আল্লাহ তা'আলা মুহতারাম ভাইয়ের কলমকে আরো শানিত করুন। আমীন।

                        Comment


                        • #13
                          একজন বন্দি মুজাহিদ ভাই বন্দি অবস্থায় সবচেয়ে বেশে চিন্তা-ফিকির করেন তাদের ফ্যামিলি ও আহলিয়াকে নিয়ে। তাই যদি আহলিয়া নির্দিষ্ট সময় ভাইয়ের সাথে সাক্ষাত করে ভাইকে আরো উদ্বুদ্ধ করেন, তাহলে বন্দি ভাই আরো খুশি হোন ও তার চিন্তা-ফিকির কিছুটা কমে আসে।
                          তাই বন্দি ভাইদের আহলিয়াগণ যদি সম্ভব হয়ে, ভাইদের সাথে যোগাযোগ করে ভাইদেরকে আরো উদ্বুদ্ধ করবেন এবং ধৈর্য ধারণের জন্য বিভিন্ন নাসীহাহ দেবেন। ইনশাআল্লাহ।

                          আল্লাহ তাআলা আমাদের বন্দি ভাইদের উত্তম মুক্তিকে ত্বরান্বিত করুন ও পরিবারকে ধৈর্য ধারণের তাওফীক দান করুন, আমীন।
                          আমার নিদ্রা এক রক্তাক্ত প্রান্তরে,
                          জাগরণ এক সবুজ পাখি'র অন্তরে।
                          বিইযনিল্লাহ!

                          Comment


                          • #14
                            অনেক গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি লেখা উপহার দিয়েছেন মুহতারাম ভাইজান। জাযাকুমুল্লাহু খইরন কাসিরন আহসানাল জাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এই প্রবন্ধকে বন্দি ভাইদের স্ত্রীদের জন্য প্রেরণার খোরাক বানিয়ে দিন এবং আমল করার তাউফিক দান করুন। আল্লাহুম্মা আমীন।
                            সাহসিকতা আয়ু কমায় না আর কাপুরুষতা আয়ু বৃদ্ধি করে না। জিহাদের মাধ্যমেই উম্মাহ জীবন লাভ করে।

                            Comment

                            Working...
                            X