মুহাতারাম ইলম ও জিহাদ ভাইয়ের কাছে তিনটি বিষয়ে জানতে চাচ্ছি।সংক্ষিপ্ত জবাব দিলেও হবে।
ভাই,নিচে যে প্রশ্নগুলো করেছি সেগুলোর প্রায় সবগুলোর ব্যাপারেই কিছু কিছু পড়াশোনা ও চিন্তাফিকির করা হয়েছে।এবং এগুলোর বিষয়ে কিছু দলীল সামনে এসেছে।কিন্তু সিদ্ধান্ত মূলক ফতোয়া দেওয়ার সাহস হচ্ছেনা।এ জন্য আপনি যদি সংক্ষিপ্ত ভাবে হলেও জায়েজ বা নাজায়েজ এতটুকু ফতোয়া বলে দেন তাহলে আমরা সম্পূরক পোস্টে দলীলের তাখরিজ করে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।জানি আপনি নিশ্চয় ব্যাস্ত আছেন,কিন্তু তারপরও যদি একটু কষ্ট করে প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তরও দেন অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আর যদি বিস্তারিত লেখার সময় পান তাহলে তো আমাদের জন্য আরও উত্তম হবে ইনশাআল্লাহ।
আসলে আমরা সবাই আপনাকে উদ্দেশ্য করেই প্রশ্ন করি-এমনিতেই হয়তো আপনার অনেক ব্যাস্ততা থাকে, এর মধ্যে আমরা আবার তাড়াহুড়া করি..অথচ আমাদের উচিত ছিল অনুশীলন ও মুতালাআর মাধ্যমে মাসআলার উত্তর খুজে বের করা এবং পৌছে দেওয়া।আল্লাহ আমাদের অক্ষমতাগুলো ক্ষমা করুন এবং আমাদেরকেও যোগ্য করে দিন।আমীন।
১.ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় কি এলাকায় পাঠাগার খোলার হুকুম কি?
২.কোনো দীনী কাজের ক্ষেত্রে কি মেম্বার চেয়ারম্যানদের সহযোগিতা গ্রহণ করা জায়েজ আছে?
৩.অনেক ভাই প্রশ্ন করে থাকেন- যাকাতের সম্পদের ক্ষেত্রে তো তামলিক জরুরী।এখন,যাকাতের অর্থে মুজাহিদদের জন্য যদি অস্ত্র-গাড়ি বা প্রয়োজনীয় সামগ্রি কেনা যাবে কি না?যদি সেগুলো নির্দিষ্ট মুজাহিদের মালিকানায় না দিয়ে তানজিমের সমষ্টিক মালিকানায় রাখা হয়?
উল্লেখ্য- আলহামদুলিল্লাহ আমাদের এবং সকল হকপন্হী জিহাদী তানজিমের ব্যাপারে আলহামদুলিল্লাহ এই আস্হা ও সুধারণা পোষণ ও প্রচার করি যে এখানে প্রতিটি পয়সা আমানতের সাথে যথাযথ ভাবে সর্বোত্তম খাতে ব্যায় হয়।কিন্তু শুধু মাসআলা জানার জন্যই প্রশ্নটা করা।কারণ এ প্রশ্ন অনেক ভাই করে থাকেন।যদি এটা জায়েজ না হয়ে থাকে তাহলে তো সরাসরি বলে দিতে পারব এটা নাজায়েজ এবং তানজিম কখনো নাজায়েজ পন্হায় কিছু করেনা।
মুহতারাম ভাই,জিজ্ঞাসাগুলোর জবাব পেলে খুবই উপকার হবে।আল্লাহ তায়ালা আপনাকে জাযায়ে খায়ের দান করুন।
ভাই,নিচে যে প্রশ্নগুলো করেছি সেগুলোর প্রায় সবগুলোর ব্যাপারেই কিছু কিছু পড়াশোনা ও চিন্তাফিকির করা হয়েছে।এবং এগুলোর বিষয়ে কিছু দলীল সামনে এসেছে।কিন্তু সিদ্ধান্ত মূলক ফতোয়া দেওয়ার সাহস হচ্ছেনা।এ জন্য আপনি যদি সংক্ষিপ্ত ভাবে হলেও জায়েজ বা নাজায়েজ এতটুকু ফতোয়া বলে দেন তাহলে আমরা সম্পূরক পোস্টে দলীলের তাখরিজ করে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।জানি আপনি নিশ্চয় ব্যাস্ত আছেন,কিন্তু তারপরও যদি একটু কষ্ট করে প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তরও দেন অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আর যদি বিস্তারিত লেখার সময় পান তাহলে তো আমাদের জন্য আরও উত্তম হবে ইনশাআল্লাহ।
আসলে আমরা সবাই আপনাকে উদ্দেশ্য করেই প্রশ্ন করি-এমনিতেই হয়তো আপনার অনেক ব্যাস্ততা থাকে, এর মধ্যে আমরা আবার তাড়াহুড়া করি..অথচ আমাদের উচিত ছিল অনুশীলন ও মুতালাআর মাধ্যমে মাসআলার উত্তর খুজে বের করা এবং পৌছে দেওয়া।আল্লাহ আমাদের অক্ষমতাগুলো ক্ষমা করুন এবং আমাদেরকেও যোগ্য করে দিন।আমীন।
১.ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় কি এলাকায় পাঠাগার খোলার হুকুম কি?
২.কোনো দীনী কাজের ক্ষেত্রে কি মেম্বার চেয়ারম্যানদের সহযোগিতা গ্রহণ করা জায়েজ আছে?
৩.অনেক ভাই প্রশ্ন করে থাকেন- যাকাতের সম্পদের ক্ষেত্রে তো তামলিক জরুরী।এখন,যাকাতের অর্থে মুজাহিদদের জন্য যদি অস্ত্র-গাড়ি বা প্রয়োজনীয় সামগ্রি কেনা যাবে কি না?যদি সেগুলো নির্দিষ্ট মুজাহিদের মালিকানায় না দিয়ে তানজিমের সমষ্টিক মালিকানায় রাখা হয়?
উল্লেখ্য- আলহামদুলিল্লাহ আমাদের এবং সকল হকপন্হী জিহাদী তানজিমের ব্যাপারে আলহামদুলিল্লাহ এই আস্হা ও সুধারণা পোষণ ও প্রচার করি যে এখানে প্রতিটি পয়সা আমানতের সাথে যথাযথ ভাবে সর্বোত্তম খাতে ব্যায় হয়।কিন্তু শুধু মাসআলা জানার জন্যই প্রশ্নটা করা।কারণ এ প্রশ্ন অনেক ভাই করে থাকেন।যদি এটা জায়েজ না হয়ে থাকে তাহলে তো সরাসরি বলে দিতে পারব এটা নাজায়েজ এবং তানজিম কখনো নাজায়েজ পন্হায় কিছু করেনা।
মুহতারাম ভাই,জিজ্ঞাসাগুলোর জবাব পেলে খুবই উপকার হবে।আল্লাহ তায়ালা আপনাকে জাযায়ে খায়ের দান করুন।
Comment