আচ্ছালামু আলাইকুম ।
সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি (تقبل الله منا و منكم)
সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি (تقبل الله منا و منكم)
আজ ঈদের দিনে দুটি সমস্যার সম্মুখীন হয়ে আপনাদের কাছে সমাধান চাচ্ছি । আশাকরি সবাই নিজ নিজ মন্তব্য ব্যক্ত করবেন ।
প্রথমেই আমার মনের একটা সম্ভবত কুঅভ্যাস (বাকিটা আল্লাহই ভালো জানেন) বর্ণনা করি । "আমার যে কোন সময় মসজিদ অথবা কোন হিন্দু লোককে দেখলে কেমন যেন ভারতের বাবরি মসজিদের করুন কাহিনী মনে পড়ে যায়" ।
মূল কথা হল :-আজ ঈদের নামাজ আদায় করে ফেরার সময় রাস্তায় অনেক ভিক্ষুক বসে ছিল । এর মধ্যে একজন হিন্দু ভিক্ষুক ছিল । হিন্দু ভিক্ষুকটি প্রথমে আমার কাছে এসে ভিক্ষা তলব করল । তখন আমি দেখলাম, কাছে এতো বেশি টাকা নাই যাতে সকল ফকিরের মন সন্তুষ্ট করতে পারি । এখন হিন্দু ভিক্ষুককে টাকা দিলে আমার অনেক দ্বীনি ভাইকে সাহায্য করতে পারবো না । তখন আমার ভাইদের ঈদের দিনও কষ্টের দিনে পরিণত হবে । এদিকে হিন্দু লোকটি যেহেতু সাহায্য চেয়েছেন সেহেতু মানবতার খাতিরে তাকে সাহায্য করা দরকার । এমনকি আমার ব্যবহারের কারণে যদি তিনি ঈমান আনেন...... । যাইহোক,হিন্দু লোককে কিছু দিলাম না । কারণ হিন্দু দেখলেই আমার বাবরি মসজিদের কথা মনে পড়ে যায় । তখন হিন্দু ভিক্ষুকটা আমাকে বলল "আপনাদের মুসলমানরা এমন কেন! আমাদেরকে আপনারা ঘৃণা করেন । আমি কি আপাকে কিছু করেছি?আমিতো কেবলমাত্র সাহায্য চেয়েছি ।
দ্বিতীয় আরো একটা ঘটনা :-আজ কোরবানি করার সময় এক হিন্দু ভিক্ষুক গোশত নিতে আসে । তখন আমি ভাবলাম, মুসলিমদের একটা দিন যেন খুশিতে কাটে । এজন্য সর্বপ্রথম মুসলিমদেরকে গোশত দিলাম । সর্বশেষ হিন্দু লোকটাকে বললাম," কুরবানীর গোশত বিধর্মীদেরকে দেওয়া অনুত্তম । এরপর লোকটা চলে গেল । এরপর থেকে কেমন যেন মনের মধ্যে খারাপ লাগছে । হায় লোকটাকে এভাবে ফিরিয়ে দিলাম...... ।
-----------------------------
উপরের নীল রঙের লেখায় আমার আচরণটা শরঈ,আকলি এবং কৌশলগত দিক দিয়ে কেমন হয়েছে? ।
Comment