এই খবরটা তো আশা করি আপনারা সবাই শুনেছেন যে, পাঠ্যপুস্তকে যতটুকুন ইসলাম ছিলো ততটুকুও ঝেটিয়ে বিদায় করা হয়েছে। তার পরিবর্তে নিমন্ত্রণ করা হয়েছে পশ্চিমা বিষাক্ত শিক্ষাব্যবস্থা, যার মধ্যে অন্যতম হলো ট্রান্সজেন্ডারিজম।
.
NCTB-এর অনুশীলন বইয়ে ৬ষ্ঠ শ্রেণীতে শেখানো হয়েছে: আত্মপরিচয় কী? আত্মপরিচয় কেন গুরুত্বপূর্ণ? আমি নিজেকে যেটা মনে করি, সেটা আমার পরিচয়? নাকি সবাই আমাকে যেটা মনে করে, সেটা আমার পরিচয়?
.
এরপর একটা গল্প দেয়া হয়েছে: এক ভাল্লুক জঙ্গল থেকে বেরিয়েছে। মানুষরা দেখে মনে করছে ভাল্লুকটা একটা দাড়িমোছ না চাঁছা শ্রমিক। ভাল্লুক বার বার বলছে সে ভাল্লুক, কিন্তু কেউ মানছে না।
.
আমি নিজের ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা যতটুকু বুঝতে পেরেছি, এখানে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে যে, অন্যরা আমাকে কী মনে করলো তা জরুরি না। আমি নিজে আমাকে কী মনে করি, সেটাই আমার পরিচয়!
.
৬ষ্ঠ শ্রেণীর এই শিক্ষাকেই পূর্ণতা দেয়া হয়েছে সপ্তম শ্রেণীতে এসে,,,,
.
সপ্তম শ্রেনীর “ইতিহাস ও সামাজিক বিজ্ঞান” বইয়ের ৫১ পৃষ্ঠা থেকে শুরু হওয়া “শরীফার গল্প” নামক আলোচনাতে শিক্ষার্থীদের মাথায় পশ্চিম থেকে আমদানী করা সমকামী চিন্তাধারা ঢুকিয়ে দেয়া হচ্ছে।
.
এখানে ইন্টারসেক্স এবং ট্র্যান্স– এ দুই অবস্থানকে এক করে তুলে ধরা হয়েছে।
.
ইন্টারসেক্স হল এমন মানুষ যার শারীরিক বা ডিএনএ জনিত কোন ত্রুটি আছে যার কারণে সে তার বিপরীত লিঙ্গের মতো আচরণ করে। (যেমন- নারী হয়ে পুরুষের মতো এবং পুরুষ হয়ে নারীদের মতো) . ট্র্যান্স হল এমন কেউ যার শারীরিক কোন ইস্যু নেই, কিন্তু সে নিজেকে মনে করে নিজের ভিন্ন লিঙ্গের মানুষ। এরা মূলত এক প্রকার সমকামী।
.
দেখুন আপনার সন্তানকে কোন বস্তাপচা আবর্জনা গেলানো হচ্ছে!!!
.
হাদিসে এসেছে,
.
باب نفي أهل المعاصي والمخنثين ابن عباس قال: "لعن النبي صلى الله عليه وسلم المخنثين من الرجال والمترجلات من النساء، وقال: «(أخرجوهم من بيوتكم)» فأخرج النبي صلى الله عليه وسلم فلاناً وأخرج عمر فلانة"
.
অর্থ:
.
অধ্যায়ঃ কবিরাহ গুনাহগার ও হিজড়াদেরকে দেশান্তর করা।
.
ইবন আব্বাস(রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসুলুল্লাহ(ﷺ) পুরুষ হিজড়া ও ... লানত (অভিশাপ) করেছেন। এবং বলেছেন, তাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দাও। নবী(ﷺ) অমুক (হিজড়াকে) বের করে দেন ও উমার(রা.) তমুক (হিজড়াকে) বের করে দেন। [সহীহ বুখারী: ৫৮৮৬ নং হাদিস]
.
অন্য হাদিসে এসেছে,
.
عن أبي هريرة : أن رسول الله - صلى الله عليه وسلم - أتي بمخنث قد خضب يديه ورجليه فقالوا : ما بال هذا؟ قيل يتشبه بالنساء ، فأمر به فنفي إلى النقيع .অর্থ: আবু হুরায়রা(রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ(ﷺ) এর নিকট এক হিজড়াকে আনা হল, যে তার হাত-পায়ে মেহেদী লাগিয়ে ছিল। তারা বলল, এ কী অবস্থা?! বলা হল, সে মেয়েদের সাদৃশ্য অবলম্বন করেছে। অতপর তার ব্যাপারে দেশান্তরের আদেশ দেওয়া হল। তাকে 'নাকী' নামক স্থানে দেশান্তর করা হয়। [ফাতহুল বারী – ইমাম ইবন হাজার আসকালানী, ১৩/১৩৫]
.
একইভাবে, আরেক স্থানে এসেছে,
"আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। কোনো একদিন এক হিজড়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আনা হলো। তার হাত-পা মেহেদী দ্বারা রাঙ্গানো ছিলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এর এ অবস্থা কেন? বলা হলো, হে আল্লাহর রাসূল! সে নারীর বেশ ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আন-নকী নামক স্থানে নির্বাসন দেয়ার নির্দেশ দিলেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! আমরা কি তাকে হত্যা করবো না? তিনি বললেনঃ সালাত আদায়কারীকে হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে। আবূ উসামাহ (রহঃ) বলেন, আন-নাফী‘ হলো মদীনার প্রান্তবর্তী একটি জনপদ, এটা বাকী নয়।" [দারাকুতনী।] হাদিসের মানঃ সহিহ (Sahih)
.
হাদিসে আরও এসেছে:
.
عن أم سلمة رضي الله عنها : دخل النبي صلى الله عليه و سلم وعندي مخنث فسمعه يقول لعبد الله بن أمية يا عبد الله أرأيت إن فتح الله عليكم الطائف غدا فعليك بابنة غيلان فإنها تقبل بأربع وتدبر بثمان وقال النبي صلى الله عليه و سلم ( لا يدخلن هؤلاء عليكن
.
অর্থ: উম্মে সালামা(রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী(ﷺ) ঘরে প্রবেশ করলেন যখন আমার কাছে এক হিজড়া বসা ছিল। তিনি সেই হিজড়াকে আব্দুল্লাহ ইবনে উমাইয়াকে বলতে শুনলেন, সে বলল, আব্দুল্লাহ! আগামীকাল যদি আল্লাহ তোমাদেরকে তায়েফের বিজয় দান করে, তবে তুমি গায়লানের কন্যাকে অবশ্যই অর্জন করবে। তার তো সামনে চার ভাজ পড়ে ও পেছনে আট ভাজ পড়ে! (সেই নারীর দেহের চর্বির দিকে ইঙ্গিত করে। সে যুগে আরবরা মোটা নারীদেরকে পরম আকাঙ্খিত বলে মনে করতো)। নবী(ﷺ) (তার থেকে নিজের ঘরবাসীর ফিতনার আশংকা করে বললেন,) এরা যেন তোমাদের কাছে প্রবেশ না করে। [ফাতহুল বারী: ৯/৩৩৩]
.
আপনি কী চান আপনার আদরের সন্তান রাসুলুল্লাহ (সাঃ) এবং তার সাহাবাদের অপছন্দনীয় বস্তুতে পরিণত হোক? যার উপর আরোপিত হবে দেশান্তরের আদেশ?
.
আল্লামা তিবী(র.) বলেছেন,
.
المخنث ضربان احدهما من خلق كذلك و لم يتكلف التخلق باخلاق النساء و زيهن و كلامهن و حركاتهن هذا لا ذم عليه و لا اثم و لا عيب و لا عقوبة لانه معذور الثاني من تكلف اخلاق النساء و حركاتهن و هياتهن و كلامهن و زيهن فهذا هو المذموم الذي جاء في الحديث لعنه
.
অর্থ: হিজড়া দুই ধরনের। এক প্রকার হল, যারা সেভাবেই জন্মেছে। তারা মহিলাদের মতো চরিত্র, সাজগোজ, কথা বলার ধরণ বা চালচলন নকল করার ক্ষেত্রে কোনরূপ চেষ্টা করে না (স্বাভাবিকভাবে আচরণ করে)। এসব হিজড়াদের কোনো ভৎর্সনা, পাপ, দোষ কিংবা শাস্তি নেই। কেননা তারা তো মাজুর। দ্বিতীয় প্রকার হল, যারা মহিলাদের আখলাক, তাদের চালচলন, তাদের হাবভাব, তাদের মতো কথা বলার ধরণ ও তাদের মতো সাজসজ্জা গ্রহণের চেষ্টা করে। হাদিসে বর্ণিত লানতপ্রাপ্ত ব্যক্তি এরা। [শারহ তিবী: ৮/২৬৭, সুবুলুস সালাম: ২/১৯]
.
এই পাঠ্যপুস্তকে আরও বলা হয়েছে, অপারেশনের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করা খারাপ কিছু নয়! কী জঘন্য কথা! রবের বিরুদ্ধে কত সহজেই যুদ্ধ ঘোষণা করা হলো!!? আপনি কী আসলেই চান আপনার সন্তান এসব শিখুক?
.
পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা বলেন,
.
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
.
‘নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম কাঠামো দিয়ে।’ (সুরা তিন, আয়াত : ০৪)
.
অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন,
.
فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللّه
.
‘আর তারা আল্লাহর সৃষ্টির বিকৃতি করবেই।’ (সুরা নিসা, আয়াত : ১১৯)
.
আল্লাহ তায়ালা আরও বলেন,
.
إِن يَدْعُونَ مِن دُونِهِ إِلاَّ إِنَاثًا وَإِن يَدْعُونَ إِلاَّ شَيْطَانًا مَّرِيدًا لَّعَنَهُ اللّهُ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَّفْرُوضًا وَلأُضِلَّنَّهُمْ وَلأُمَنِّيَنَّهُمْ وَلآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الأَنْعَامِ وَلآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللّهِ وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا
.
‘তারা আল্লাহকে পরিত্যাগ করে শুধু নারীর আরাধনা করে এবং শুধু অবাধ্য শয়তানের পূজা করে। যার প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন। শয়তান বলল আমি অবশ্যই আপনার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট কিছু মানুষকে অবলম্বন করবো। তাদের পথভ্রষ্ট করব, তাদের আশ্বাস দেব; তাদের পশুদের কর্ণ ছেদন করতে বলব এবং তাদের আল্লাহর সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব। যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয়।’ (সুরা নিসা, আয়াত : ১১৭-১১৯)
.
অন্য আয়াতে বলা হয়েছে,
.
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا
.
‘যখন আল্লাহ ও তার রাসুল কোনো বিষয়ের ফায়সালা দিয়ে দেন, তখন কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর সেই ব্যাপারে নিজে ফায়সালা করার কোনো অধিকার নেই। আর যে কেউ আল্লাহ ও তার রাসুলের অবাধ্যতা করে সে সুস্পষ্ট ভ্রষ্টতায় লিপ্ত হয়।’ (সুরা-আহজাব, আয়াত : ৩৬)
.
রবের এই সুস্পষ্ট ঘোষণার পরও কোনো বান্দার সৃষ্টির উপর হাত খেলানোর অনুমতি দেয়া কতটা বাড়াবাড়ির পর্যায়ে যেতে পারে? লা'নাতুল্লাহ!
.
আপনার কী মনে হয়? সন্তানকে জন্ম দিয়ে স্কুলে ঢুকিয়ে দিলেই দায়িত্ব শেষ? আর কোনো দায়িত্ব নেই? একজন অভিভাবক হিসেবে আপনার জেনে রাখা উচিত যে আপনার সন্তান আপনার সম্পদ নয়! তার সাথে যা ইচ্ছা তা করা, শিক্ষার নামে যা খুশি তা গেলানো, যে পথে ইচ্ছা সেই পথের গাইড ধরিয়ে দেয়া, এসবের কোনো অধিকার আপনার নেই! আপনার সন্তান আপনার সম্পত্তি নয়, বরং আল্লাহর তরফ থেকে আমানত। আপনার জন্য তাকে সঠিক পথের খোজ দেয়া, সহীহ আকীদা, আমল-আখলাক শেখানো, এসব আপনার দায়িত্ব। এজন্য আপনাকে রবের কাছে জবাবদিহি করতে হবে। ক্যারিয়ার গড়ার নামে তার দ্বীনকে নষ্ট করলে আপনি আল্লাহর দরবারে কখনোই ছাড় পাবেন না। আল্লাহ আপনাকে এজন্য নিশ্চয়ই প্রশ্ন করবেন।
.
হাদীস শরীফে এসেছে,
.
مَا مِنْ مَوْلُودٍ إِلَّا يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ
.
অর্থঃ-প্রতিটি শিশুই আল্লাহর ফিতরাহ তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে থাকে। পরবর্তীতে পিতা-মাতা তাকে ইহুদি, খ্রিষ্টান কিংবা হিন্দু হিসেবে গড়ে তুলে। ( সহিহ বুখারি ও মুসলিম)
.
এই হাদিস থেকে একথা প্রমাণিত হলো যে, আপনার সন্তান কোনো ভুল পথে গেলে তার দায় আপনার উপরও বর্তাবে! সন্তান কী পড়ছে, কী শিখছে, এসব বিষয়ে খোজ খবর রাখা আপনার দায়িত্ব। এজন্য অবশ্যই আপনাকে পাকড়াও করা হবে।
.
আপনি কী চান আপনার সন্তান নাস্তিকতার বিষবাষ্পকে অক্সিজেন ভেবে নিজের ভিতরটাকে নষ্ট করুক? তার দ্বীনকে ব্যাকডেটেড ভাবুক? আপনার জান্নাতের পথে বাঁধা হয়ে দাড়াক?
.
ওয়াল্লাহি! বঙ্গদেশীয় উগ্রপন্থী, ইসলামবিরোধী সেক্যুলাররা সিলেবাস থেকে দ্বীনকে তো ঝেড়ে ফেলতে সফল হয়েছে! এখন আমরা কী সফল হবো নিজেদের সন্তানের ঈমানকে বাচাতে? আমরা কী পারবো নিজেদের সন্তানকে অভিশপ্তদের কাতারে সামিল হওয়া থেকে বাচাতে? আমরা কী আসলেই পারবো?
.
ওয়াল্লাহি! রবের সেনাও প্রস্তুত, কুফরের সেনাও নিজেদের খোলস থেকে বের হয়ে আঘাত হানার জন্য প্রস্তুত। এখন আপনার ডিসাইড করতে হবে যে আপনার সন্তান কাদের কাতারে থাকবে?
.
একটা শেষ প্রশ্ন করছি, আপনি কী পারবেন শরীফার অভিশপ্ত শরাফত থেকে নিজের সন্তানদের রক্ষা করতে?
.
আল্লাহ আমাদের এবং আমাদের উত্তরসূরীদেরকে তার দ্বীনের জন্য কবুল করুক। আমীন ইয়া রাব্বিল আল-আমীন।
.
আখীরুদ্দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহ।
.
NCTB-এর অনুশীলন বইয়ে ৬ষ্ঠ শ্রেণীতে শেখানো হয়েছে: আত্মপরিচয় কী? আত্মপরিচয় কেন গুরুত্বপূর্ণ? আমি নিজেকে যেটা মনে করি, সেটা আমার পরিচয়? নাকি সবাই আমাকে যেটা মনে করে, সেটা আমার পরিচয়?
.
এরপর একটা গল্প দেয়া হয়েছে: এক ভাল্লুক জঙ্গল থেকে বেরিয়েছে। মানুষরা দেখে মনে করছে ভাল্লুকটা একটা দাড়িমোছ না চাঁছা শ্রমিক। ভাল্লুক বার বার বলছে সে ভাল্লুক, কিন্তু কেউ মানছে না।
.
আমি নিজের ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা যতটুকু বুঝতে পেরেছি, এখানে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে যে, অন্যরা আমাকে কী মনে করলো তা জরুরি না। আমি নিজে আমাকে কী মনে করি, সেটাই আমার পরিচয়!
.
৬ষ্ঠ শ্রেণীর এই শিক্ষাকেই পূর্ণতা দেয়া হয়েছে সপ্তম শ্রেণীতে এসে,,,,
.
সপ্তম শ্রেনীর “ইতিহাস ও সামাজিক বিজ্ঞান” বইয়ের ৫১ পৃষ্ঠা থেকে শুরু হওয়া “শরীফার গল্প” নামক আলোচনাতে শিক্ষার্থীদের মাথায় পশ্চিম থেকে আমদানী করা সমকামী চিন্তাধারা ঢুকিয়ে দেয়া হচ্ছে।
.
এখানে ইন্টারসেক্স এবং ট্র্যান্স– এ দুই অবস্থানকে এক করে তুলে ধরা হয়েছে।
.
ইন্টারসেক্স হল এমন মানুষ যার শারীরিক বা ডিএনএ জনিত কোন ত্রুটি আছে যার কারণে সে তার বিপরীত লিঙ্গের মতো আচরণ করে। (যেমন- নারী হয়ে পুরুষের মতো এবং পুরুষ হয়ে নারীদের মতো) . ট্র্যান্স হল এমন কেউ যার শারীরিক কোন ইস্যু নেই, কিন্তু সে নিজেকে মনে করে নিজের ভিন্ন লিঙ্গের মানুষ। এরা মূলত এক প্রকার সমকামী।
.
দেখুন আপনার সন্তানকে কোন বস্তাপচা আবর্জনা গেলানো হচ্ছে!!!
.
হাদিসে এসেছে,
.
باب نفي أهل المعاصي والمخنثين ابن عباس قال: "لعن النبي صلى الله عليه وسلم المخنثين من الرجال والمترجلات من النساء، وقال: «(أخرجوهم من بيوتكم)» فأخرج النبي صلى الله عليه وسلم فلاناً وأخرج عمر فلانة"
.
অর্থ:
.
অধ্যায়ঃ কবিরাহ গুনাহগার ও হিজড়াদেরকে দেশান্তর করা।
.
ইবন আব্বাস(রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসুলুল্লাহ(ﷺ) পুরুষ হিজড়া ও ... লানত (অভিশাপ) করেছেন। এবং বলেছেন, তাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দাও। নবী(ﷺ) অমুক (হিজড়াকে) বের করে দেন ও উমার(রা.) তমুক (হিজড়াকে) বের করে দেন। [সহীহ বুখারী: ৫৮৮৬ নং হাদিস]
.
অন্য হাদিসে এসেছে,
.
عن أبي هريرة : أن رسول الله - صلى الله عليه وسلم - أتي بمخنث قد خضب يديه ورجليه فقالوا : ما بال هذا؟ قيل يتشبه بالنساء ، فأمر به فنفي إلى النقيع .অর্থ: আবু হুরায়রা(রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ(ﷺ) এর নিকট এক হিজড়াকে আনা হল, যে তার হাত-পায়ে মেহেদী লাগিয়ে ছিল। তারা বলল, এ কী অবস্থা?! বলা হল, সে মেয়েদের সাদৃশ্য অবলম্বন করেছে। অতপর তার ব্যাপারে দেশান্তরের আদেশ দেওয়া হল। তাকে 'নাকী' নামক স্থানে দেশান্তর করা হয়। [ফাতহুল বারী – ইমাম ইবন হাজার আসকালানী, ১৩/১৩৫]
.
একইভাবে, আরেক স্থানে এসেছে,
"আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। কোনো একদিন এক হিজড়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আনা হলো। তার হাত-পা মেহেদী দ্বারা রাঙ্গানো ছিলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এর এ অবস্থা কেন? বলা হলো, হে আল্লাহর রাসূল! সে নারীর বেশ ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আন-নকী নামক স্থানে নির্বাসন দেয়ার নির্দেশ দিলেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! আমরা কি তাকে হত্যা করবো না? তিনি বললেনঃ সালাত আদায়কারীকে হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে। আবূ উসামাহ (রহঃ) বলেন, আন-নাফী‘ হলো মদীনার প্রান্তবর্তী একটি জনপদ, এটা বাকী নয়।" [দারাকুতনী।] হাদিসের মানঃ সহিহ (Sahih)
.
হাদিসে আরও এসেছে:
.
عن أم سلمة رضي الله عنها : دخل النبي صلى الله عليه و سلم وعندي مخنث فسمعه يقول لعبد الله بن أمية يا عبد الله أرأيت إن فتح الله عليكم الطائف غدا فعليك بابنة غيلان فإنها تقبل بأربع وتدبر بثمان وقال النبي صلى الله عليه و سلم ( لا يدخلن هؤلاء عليكن
.
অর্থ: উম্মে সালামা(রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী(ﷺ) ঘরে প্রবেশ করলেন যখন আমার কাছে এক হিজড়া বসা ছিল। তিনি সেই হিজড়াকে আব্দুল্লাহ ইবনে উমাইয়াকে বলতে শুনলেন, সে বলল, আব্দুল্লাহ! আগামীকাল যদি আল্লাহ তোমাদেরকে তায়েফের বিজয় দান করে, তবে তুমি গায়লানের কন্যাকে অবশ্যই অর্জন করবে। তার তো সামনে চার ভাজ পড়ে ও পেছনে আট ভাজ পড়ে! (সেই নারীর দেহের চর্বির দিকে ইঙ্গিত করে। সে যুগে আরবরা মোটা নারীদেরকে পরম আকাঙ্খিত বলে মনে করতো)। নবী(ﷺ) (তার থেকে নিজের ঘরবাসীর ফিতনার আশংকা করে বললেন,) এরা যেন তোমাদের কাছে প্রবেশ না করে। [ফাতহুল বারী: ৯/৩৩৩]
.
আপনি কী চান আপনার আদরের সন্তান রাসুলুল্লাহ (সাঃ) এবং তার সাহাবাদের অপছন্দনীয় বস্তুতে পরিণত হোক? যার উপর আরোপিত হবে দেশান্তরের আদেশ?
.
আল্লামা তিবী(র.) বলেছেন,
.
المخنث ضربان احدهما من خلق كذلك و لم يتكلف التخلق باخلاق النساء و زيهن و كلامهن و حركاتهن هذا لا ذم عليه و لا اثم و لا عيب و لا عقوبة لانه معذور الثاني من تكلف اخلاق النساء و حركاتهن و هياتهن و كلامهن و زيهن فهذا هو المذموم الذي جاء في الحديث لعنه
.
অর্থ: হিজড়া দুই ধরনের। এক প্রকার হল, যারা সেভাবেই জন্মেছে। তারা মহিলাদের মতো চরিত্র, সাজগোজ, কথা বলার ধরণ বা চালচলন নকল করার ক্ষেত্রে কোনরূপ চেষ্টা করে না (স্বাভাবিকভাবে আচরণ করে)। এসব হিজড়াদের কোনো ভৎর্সনা, পাপ, দোষ কিংবা শাস্তি নেই। কেননা তারা তো মাজুর। দ্বিতীয় প্রকার হল, যারা মহিলাদের আখলাক, তাদের চালচলন, তাদের হাবভাব, তাদের মতো কথা বলার ধরণ ও তাদের মতো সাজসজ্জা গ্রহণের চেষ্টা করে। হাদিসে বর্ণিত লানতপ্রাপ্ত ব্যক্তি এরা। [শারহ তিবী: ৮/২৬৭, সুবুলুস সালাম: ২/১৯]
.
এই পাঠ্যপুস্তকে আরও বলা হয়েছে, অপারেশনের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করা খারাপ কিছু নয়! কী জঘন্য কথা! রবের বিরুদ্ধে কত সহজেই যুদ্ধ ঘোষণা করা হলো!!? আপনি কী আসলেই চান আপনার সন্তান এসব শিখুক?
.
পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা বলেন,
.
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
.
‘নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম কাঠামো দিয়ে।’ (সুরা তিন, আয়াত : ০৪)
.
অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন,
.
فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللّه
.
‘আর তারা আল্লাহর সৃষ্টির বিকৃতি করবেই।’ (সুরা নিসা, আয়াত : ১১৯)
.
আল্লাহ তায়ালা আরও বলেন,
.
إِن يَدْعُونَ مِن دُونِهِ إِلاَّ إِنَاثًا وَإِن يَدْعُونَ إِلاَّ شَيْطَانًا مَّرِيدًا لَّعَنَهُ اللّهُ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَّفْرُوضًا وَلأُضِلَّنَّهُمْ وَلأُمَنِّيَنَّهُمْ وَلآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الأَنْعَامِ وَلآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللّهِ وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا
.
‘তারা আল্লাহকে পরিত্যাগ করে শুধু নারীর আরাধনা করে এবং শুধু অবাধ্য শয়তানের পূজা করে। যার প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন। শয়তান বলল আমি অবশ্যই আপনার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট কিছু মানুষকে অবলম্বন করবো। তাদের পথভ্রষ্ট করব, তাদের আশ্বাস দেব; তাদের পশুদের কর্ণ ছেদন করতে বলব এবং তাদের আল্লাহর সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব। যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয়।’ (সুরা নিসা, আয়াত : ১১৭-১১৯)
.
অন্য আয়াতে বলা হয়েছে,
.
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا
.
‘যখন আল্লাহ ও তার রাসুল কোনো বিষয়ের ফায়সালা দিয়ে দেন, তখন কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর সেই ব্যাপারে নিজে ফায়সালা করার কোনো অধিকার নেই। আর যে কেউ আল্লাহ ও তার রাসুলের অবাধ্যতা করে সে সুস্পষ্ট ভ্রষ্টতায় লিপ্ত হয়।’ (সুরা-আহজাব, আয়াত : ৩৬)
.
রবের এই সুস্পষ্ট ঘোষণার পরও কোনো বান্দার সৃষ্টির উপর হাত খেলানোর অনুমতি দেয়া কতটা বাড়াবাড়ির পর্যায়ে যেতে পারে? লা'নাতুল্লাহ!
.
আপনার কী মনে হয়? সন্তানকে জন্ম দিয়ে স্কুলে ঢুকিয়ে দিলেই দায়িত্ব শেষ? আর কোনো দায়িত্ব নেই? একজন অভিভাবক হিসেবে আপনার জেনে রাখা উচিত যে আপনার সন্তান আপনার সম্পদ নয়! তার সাথে যা ইচ্ছা তা করা, শিক্ষার নামে যা খুশি তা গেলানো, যে পথে ইচ্ছা সেই পথের গাইড ধরিয়ে দেয়া, এসবের কোনো অধিকার আপনার নেই! আপনার সন্তান আপনার সম্পত্তি নয়, বরং আল্লাহর তরফ থেকে আমানত। আপনার জন্য তাকে সঠিক পথের খোজ দেয়া, সহীহ আকীদা, আমল-আখলাক শেখানো, এসব আপনার দায়িত্ব। এজন্য আপনাকে রবের কাছে জবাবদিহি করতে হবে। ক্যারিয়ার গড়ার নামে তার দ্বীনকে নষ্ট করলে আপনি আল্লাহর দরবারে কখনোই ছাড় পাবেন না। আল্লাহ আপনাকে এজন্য নিশ্চয়ই প্রশ্ন করবেন।
.
হাদীস শরীফে এসেছে,
.
مَا مِنْ مَوْلُودٍ إِلَّا يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ
.
অর্থঃ-প্রতিটি শিশুই আল্লাহর ফিতরাহ তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে থাকে। পরবর্তীতে পিতা-মাতা তাকে ইহুদি, খ্রিষ্টান কিংবা হিন্দু হিসেবে গড়ে তুলে। ( সহিহ বুখারি ও মুসলিম)
.
এই হাদিস থেকে একথা প্রমাণিত হলো যে, আপনার সন্তান কোনো ভুল পথে গেলে তার দায় আপনার উপরও বর্তাবে! সন্তান কী পড়ছে, কী শিখছে, এসব বিষয়ে খোজ খবর রাখা আপনার দায়িত্ব। এজন্য অবশ্যই আপনাকে পাকড়াও করা হবে।
.
আপনি কী চান আপনার সন্তান নাস্তিকতার বিষবাষ্পকে অক্সিজেন ভেবে নিজের ভিতরটাকে নষ্ট করুক? তার দ্বীনকে ব্যাকডেটেড ভাবুক? আপনার জান্নাতের পথে বাঁধা হয়ে দাড়াক?
.
ওয়াল্লাহি! বঙ্গদেশীয় উগ্রপন্থী, ইসলামবিরোধী সেক্যুলাররা সিলেবাস থেকে দ্বীনকে তো ঝেড়ে ফেলতে সফল হয়েছে! এখন আমরা কী সফল হবো নিজেদের সন্তানের ঈমানকে বাচাতে? আমরা কী পারবো নিজেদের সন্তানকে অভিশপ্তদের কাতারে সামিল হওয়া থেকে বাচাতে? আমরা কী আসলেই পারবো?
.
ওয়াল্লাহি! রবের সেনাও প্রস্তুত, কুফরের সেনাও নিজেদের খোলস থেকে বের হয়ে আঘাত হানার জন্য প্রস্তুত। এখন আপনার ডিসাইড করতে হবে যে আপনার সন্তান কাদের কাতারে থাকবে?
.
একটা শেষ প্রশ্ন করছি, আপনি কী পারবেন শরীফার অভিশপ্ত শরাফত থেকে নিজের সন্তানদের রক্ষা করতে?
.
আল্লাহ আমাদের এবং আমাদের উত্তরসূরীদেরকে তার দ্বীনের জন্য কবুল করুক। আমীন ইয়া রাব্বিল আল-আমীন।
.
আখীরুদ্দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহ।
Comment