আকিদা ইস্যুতে কিছু কথা- আসুন ইখলাসের সাথে একতাবদ্ধ হই!
আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালাতু আলা রাসুলিহিল আমিন- আম্মা বাদ-
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ লম্বা সময় ধরেই আকিদা বিষয়ক আলোচনা পর্যালোচনা চলছে! অবশ্যই আকিদাহর মৌলিক বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা হওয়া দরকার! কিন্তু এই আলোচনার মাঝে মাঝে অজ্ঞতা ও দলান্ধতার কারণে বিভিন্ন অসুন্দর ইস্যু সামনে চলে আসছে...
১- আমাদের আকিদাহ কি? এটা মুজাহিদিন অবশ্যই জেনে থাকবেন! খাসভাবে বলতে চাচ্ছি তাওহিদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে আমাদের আকিদা হল-
পবিত্র কুরআন ও সুন্নাহতে আল্লাহ তা’আলার যে নাম ও সিফাতসমূহ বর্ণিত হয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের আক্বীদা হল- সেগুলো তাঁর শান অনুযায়ী বিদ্যমান, কোন মাখলুকের মতো নয়। আমরা আল্লাহ তা’আলার এই সিফাতগুলোকে মুশাব্বিহা ফেরকার (المشبهة) মতো কোন মাখলুকের সদৃশ মনে করি না এবং মুয়াত্তিলা ফেরকার (المعطلة) মতো তাঁর কোন সিফাতকে অস্বীকারও করি না।
কোন কোন ভাই এই আকিদাহকে দেহবাদী আকিদাহর সাথে মিলাতে চাচ্ছেন, এমনকি এটা শুধু শাইখ আসিম আল-মাকদিসি হাফিজাহুল্লাহর বিচ্ছিন্ন মত বলতে চাচ্ছেন! আকিদাহর এই পয়েন্টটি নিয়ে আলোচনা-পর্যালোচনা হতে পারে, সেটা সমস্যা নয়, কিন্তু মনে রাখতে হবে হে সম্মানিত ভাই এই মতটি শুধু একজনের বিচ্ছিন্ন মত নয়, এটা তো পূর্বসূরি ও বর্তমান অসংখ্য ইমামের মত! আধুনিক জিহাদের অনেক উলামায়ে কেরামের মত! বিস্তারিত পর্যালোচনায় আমি যাবো না, এটাই বলা উদ্দেশ্য ছিল যে এটা বিচ্ছিন্ন মত নয় এমনকি ১/২ জনেরও মত নয়।
২- একটি সরল কথা হল, তানযিমের আকিদাহ কি? আহলুস সুন্নাহ ওয়াল-জামাআহর আকিদা-ই তানযিমের আকিদা! অর্থাৎ আকিদাহর যে সকল বিষয় সম্পর্কে উম্মাহর আলিমদের মাঝে কোন মতানৈক্য নেই, সেটা হল তানযিমের ঘোষিত আকিদা, আর যেগুলার ব্যাপারে আলিমদের মতানৈক্য রয়েছে, সেক্ষেত্রে ব্যক্তি স্বাধীন, উনি হকপন্থী আলিমদের যে কারো মতকে গ্রহণ করতে পারেন! এই ইখতিলাফ সাথে নিয়েই জিহাদের উলামা ও উমারাহগণ একতার কথা বলেন।
৩- পূর্ব যুগ থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত উলামায়ে কেরাম দ্বীনের স্বার্থে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য করেছেন। একজন অপরজনের জন্য কঠোর ভাষাও প্রয়োগ করেছেন। তো এই উলামাদের ব্যক্তিগত এই কর্মকে নিজ জায়গাতে রেখে দিয়ে উভয়কেই আমাদের সম্মান করা উচিত! কিন্তু অনেক ভাইকে দেখা যাচ্ছে আল্লামা যাহেদ কাউসারী রহিমাহুল্লাহকে নিয়ে সমালোচনা করছেন। কঠিন কঠিন শব্দ ব্যবহার করছেন। জবানদারাজি করছেন! হে ভাইয়েরা! আল্লাহকে ভয় করুন! ওই সকল লোকদের মিসদাক হওয়া থেকে নিজেকে মুক্ত রাখুন, যারা আলিমদের গালি দিবে! সীমারেখা মেনে চলুন, আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত ও বহির্ভূতদের সাথে কেমন আচরণ হবে, সেটা গুলিয়ে ফেলবেন না!
৪- এখন আমাদের কি করণীয়? আমাদের করণীয় হল আকিদাহর মুত্তাফাক অংশগুলোর ব্যাপারে নির্দ্বিধায় ঈমান আনবো, এবং ইখতিলাফি অংশগুলার ক্ষেত্রে হকপন্থী যে কোন ইমামের অনুসরণ করবো! অতঃপর সকল মুসলিম ভাই মিলে নিপীড়িত উম্মাহুকে রক্ষা ও আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য দাওয়াত ও জিহাদের কাজ চালিয়ে যাবো!
ভাইয়েরা! ওই যে দেখুন! আপনাদের বিবাদে লাগিয়ে দিয়ে শত্রুরা আশআরি-মাতুরিদি আকিদাহ পোষণকারী এলাকার মুসলিম বোনকে ধর্ষণ করে হত্যা করেছে! আরেকদিকে সালাফি আকিদাহ পোষণকারীদের ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে! অনেক হয়েছে বিবাদ! এখন আসুন ইখতিলাফকে ইখতিলাফের জায়গাতে রেখে হাতে হাত মিলিয়ে আমাদের শত্রুদের প্রতিরোধ করি!
নোট- ভাইয়েরা! আমি লিখতে অভ্যস্ত নই, উপরের কথাগুলার মাঝে যদি কোন ভুল থাকে, সম্মানিত ভাইদের ধরিয়ে দেওয়ার বিনীত অনুরোধ থাকলো!
Comment