“আরব বিশ্বে ইসরাইলের আগ্রাসী নীল নকশা
।।মাহমুদ শীছ খাত্তাব ||
এর থেকে– ৭ম পর্ব
১৯৫২ সালের ইসরাঈলী সরকারী বইয়ের ভূমিকায় বেন গুরিয়ান ইসরাঈলের সম্প্রসারণবাদী নীতিকে নিম্নোক্ত ভাষায় নিশ্চয়তা দিচ্ছেনঃ
প্রত্যেকটি দেশই একটা নির্দিষ্ট ভূমি ও জনগণ নিয়ে গঠিত। ইসরাঈলও এই নীতির ব্যতিক্রম নয়। কিন্তু এই রাষ্ট্রটি গঠিত হয়েছে তার ভূমির সংগে অসংগতিপূর্ণ অবস্থায়। যখন আমাদের রাষ্ট্র গঠিত হয় তখন পূর্ণ ইসরাঈলী ভূমির মাত্র একটি অংশে তা স্থাপিত হয় — যা সর্বমোট য়াহূদী জনসংখ্যার মাত্র ০৬% শতাংশ ধারণ করতে সমর্থ হয়।[1]
প্রতিবেশী আরব দেশসমূহের উপর সম্প্রসারণবাদী থাবা বিস্তারের উদ্ধত অংগীকার য়াহূ দী নেতা ও রাজনৈতিক দলগুলোকে ছাড়িয়ে খোদ ইসরাঈলী সরকারের মুখেও শোনা যায়। ১৯৫৫ সালে প্রকাশিত ইসরাঈলের সরকারী বইয়ে বলা হয় যে, একটি নতুন রাষ্ট্রের সৃষ্টি দ্বারা কোনক্রমেই ইসরাঈলের প্রাকৃতিক সীমানা-কাঠামোকে ধ্বংস করতে দেওয়া যায় না ।[2]
১৯৫৬ সালে মিসরের উপরে ত্রয়ী হামলার মাত্র ৯ দন পরে বেন গুরিয়ান ইসরাঈলী পার্লামেন্টে সদম্ভে ঘোষণা করেন যে, ইসরাঈলী প্রতিরক্ষা বাহিনীর দুঃসাহসিক আক্রমণ আমাদের স্বদেশ ভূমি ও সিনাই পাহাড়ের সংগে বন্ধনকে নবায়ন করলো।[3]
বেন গুরিয়ান বিগত ২০ বৎসর যাবত পুনঃ পুনঃ এ কথার উল্লেখ করেন যে, জেরুজালেম ছাড়া ইসরাঈলের কোন অর্থ হয় না এবং ধর্মমন্দির (Temple) ছাড়া জেরুজালেমের কোন অর্থ হয় না।[4] বেন গুরিয়ান এখানে ধর্মমন্দির অর্থে কি বুঝিয়েছেন ? নিশ্চয় তা বায়তুল আকসা ছাড়া আর কিছুই নয়।
ইসরাঈলী স্কুলসমূহে ভূগোলের একটি পাঠ্য বইয়ে লেখা হয়েছেঃ
১৯৪৯ সালের শান্তি আলোচনায়[5] ইসরাঈলী প্রতিনিধি ব্যাখ্যা করে বলেন যে, ইসরাঈল ও এর প্রতিবেশী রাষ্ট্রসমূহের মধ্যে শান্তি ও অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখবার জন্য জাতিসংঘ কর্তৃক পার্টিশন স্কীমের ভিত্তিতে যে মীমাংসা নির্ধারণ করা হয়, আরব আগ্রাসনের ফলে ঐ সীমানা বর্তমানে গ্রহণযোগ্য নয়।[6]
আবা ইবান বলেন যে, আমরা সর্বদা আমাদের পূর্ণ মনোযোগ নিবন্ধ রাখবো জর্ডান এবং এর পানির উৎসগুলোর দিকে।[7]
উপরের ঘোষণাসমূহ এ কথা পরিষ্কার করে দিয়েছে যে, ইসরাঈলের উন্নতি, এর জনসংখ্যা বৃদ্ধি ও কটন, এর কৃষি শিল্পোৎপাদন বৃদ্ধি-সব কিছুই তার সরকারের উপর দায়িত্ব আরোপ করছে। জর্ডান নদীর পানি এবং লেবানন, সিরিয়া ও জর্ডানের অন্যান্য পানির উৎসসমূহ ব্যবহারের মাধ্যমে তাদের নাজার মরুভূমিকে কাজে লাগানোর জন্য ১৯৬৭-এর যুদ্ধে ইসরাঈলী সেনাবাহিনী সিরিয়া ও জর্ডানের কতকগুলো পানির উৎসের উপর দখল কায়েম করতে সমর্থ হয়।
যাই হোক, য়াহূ দী আগ্রাসন ও সম্প্রসারণবাদের পিছনে পানিই একমাত্র অর্থনৈতিক লক্ষ্য নয় বরং ইসরাঈলের ব্যবসায় সমস্যা, ইসরাঈলী উৎপাদন সমূহের বাজার সৃষ্টি এবং আরবদের অর্থনৈতিক অবরোধ ভেংগে দেওয়া ও পানির উৎসসমূহের উপর নিয়ন্ত্রণলাভের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়।
১৯৫১ সালে দেওয়া এক বক্তৃতায় বেন গুরিয়ান ঘোষণা করেন, 'আমরা অবশ্যই ইলিয়ট বন্দর প্রতিষ্ঠা করবো এবং ভারত মহাসাগরে নৌ-যোগাযোগের স্বাধীনতা নিশ্চিত করবো। আমরা তা সম্পাদন করবো আমাদের আকাশ, নৌ ও স্থল বাহিনীর সাহায্যে।[8]
যেন গুরিয়ান উপরিউক্ত পরিকল্পনা বাস্তবায়িত করার প্রচেষ্টা চালান ১৯৫৬ সালে সিনাই ও গাজা সেক্টরে রয়ী হামলা চালানোর সময়। বেন গুরিয়ানের ভাষায় উক্ত হামলার পিছনে তিনটি উদ্দেশ্য ক্রিয়াশীল ছিল :
১. সিনাই উপদ্বীপে শত্রু শক্তি ভেংগে দেওয়া।
২. পূর্ব পুরুষদের ভূমি উদ্ধার করা—যা বিদেশী অধিকারে নিষ্পিষ্ট হচ্ছে।
৩. আকাবা উপসাগর ও সুয়েজ খালের নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।[9]
১৯৬৭ সালের মে মাসে সংযুক্ত আরব প্রজাতন্ত্র যখন আকাবা উপসাগরে ইসরাঈলী জাহাজ চলাচল নিষিদ্ধ করেন তখন ইসরাঈল আরব দেশসমূহের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে এবং জোর করে আকাবা উপসাগরে তার জাহাজ চলাচল পুনরায় চালু করে। কারণ এই নৌ-চলাচলের স্বাধীনতাকে ইসরাঈল তার অর্থনীতির জন্য জীবন রক্ষাকারী হিসেবে গুরুত্ব দিয়ে থাকে।
আকাবা উপসাগরে জাহাজ চলাচল বন্ধ করা হলে ইসরাঈল বঞ্চিত হবে পূর্ব, মধ্য ও দক্ষিণ আফ্রিকা এবং দূরপ্রাচ্যের দেশসমূহ ও অস্ট্রেলিয়ার সংগে তার বিরাট ব্যবসা থেকে।[10]
যারা ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার আগের ও পরের য়াহূদীদের প্রধান ও নবীন নেতাদের লেখা পড়েছেন, তারা অবশ্যই উপলব্ধি করেছেন যে, এই নেতাদের ইসরাঈল রাষ্ট্র প্রতিষ্ঠার অবিরত প্রচেষ্টা ও তা রক্ষার জন্য বিরামহীন সামরিক প্রস্তুতির পিছনে মূখ্য কারণ হিসেবে কেবলমাত্র অর্থনৈতিক কারণই ক্রিয়াশীল রয়েছে।
ইসরাঈলী সরকার ও লেখকগণ বিশ্ব য়াহূদী সম্প্রদায়ের প্রতি নব প্রতিষ্ঠিত ইসরাঈল রাষ্ট্রে হিজরত করার জন্য উৎসাহিত করেন ও আহ্বান জানান এবং সেখানে অর্থনৈতিক স্বার্থকেই টোপ হিসেবে ব্যবহার করা হয়। তারা তাদেরকে স্বাধীনভাবে ব্যবসা করতে দেওয়ার প্রতিশ্রুতি দেন--যা তাদেরকে আন্তর্জাতিক বাণিজ্য পূর্ণভাবে নিয়ন্ত্রণের সুযোগ এনে দেবে। য়াহূ দী নেতারা একই সুরে বার বার একই কথা উচ্চারণ করতে থাকেন। কোন বস্তুই তাদেরকে এই ধরনের কথাবার্তা থেকে একবিন্দু নড়াতে পারে না।
১৯৬৭ সালের যুদ্ধশেষে শান্তিচুক্তির সময় তাদের দেওয়া দফাগুলোতে অর্থনৈতিক বিষয়সমূহ প্রথম সারিতে স্থান পায়। এই দফাগুলো সংক্ষেপে নিম্নরূপ :
১. আকাবা উপসাগরে নৌ-চলাচলের স্বাধীনতা এবং এই স্বাধীনতা নিশ্চিত করার জন্য সাগর তীরবর্তী সিনাই মরুভূমির পশ্চিম অংশ ও শারম আল-শায়খের উপর য়াহূদী নিয়ন্ত্রণ বজায় রাখা।
২. সুয়েজখালে জাহাজ চলাচলের স্বাধীনতা।
৩. জর্ডান নদীর উৎসসমূহের উপর য়াহূ দী নিয়ন্ত্রণ বজায় রাখা।
৪. আরব অর্থনৈতিক বয়কটের সমাপ্তি টানা।
আরবরা দ্ব্যর্থহীনভাবে এইসব দফা প্রত্যাখ্যান করে। কেননা এইসব প্রস্তাব মেনে নেওয়া অর্থ পূর্ণভাবে আত্মসমর্পন করা।
এইভাবে আমরা দেখতে পাই যে, অর্থনৈতিক তাগিদেই ইসরাঈল আরব দেশসমূহে বার বার আগ্রাসন চালায়। প্রকৃত প্রস্তাবে এই তাগিদই ইসরাঈলী সম্প্রসারণবাদী পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।[11]
[1] Introduction to the annual book of the Israeli Govt. for the year 1952. P. 15.
[2] . Annual book of the Israeio Govt. for the year 1944. P. 230.
[3] . Jerusalem post newspaper, Nov. 8, 1956.
[4] . ইসরাঈলের প্রধান রাজনৈতিক দল লেবার পার্টি ১৯৬১ সালের ৫ই আগস্টে সমাপ্ত সপ্তাহব্যাপী নির্বাচনী অভিযানে নিশ্চয়তা দেয় যে, তারা কখনোই জেরুজালেম, গাথা, গোলান মালভূমি, সিনাই এলাকা ও জর্ডান নদীর পশ্চিম তীর থেকে হাট আসবে না। তারা জর্ডান নদীকে ইসরাইলের জন্য নিরাপদ পূর্ব সীমানা বলে মনে করে।
[5] . ভূমধ্য সাগরীয় দ্বীপ রোড, স- এই শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। যার ফলশ্রুতি হিসেবে আরব ভূমির বহু এলাকা যা ইতিপূর্বে ইসরাঈলীদের অধিকারে ছিল না- তাকে দিয়ে দেওয়া হয়। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হলো জেনিন জেলার একটি বিস্তীর্ণ তখত।
[6]. Jerussalem post Issue of 2-5-1951.
[7] . Jerusalem post newspaper Issue, dated 10.7.51
[8] . Ephrain Orny Walisha Ephrai ( Geography of Israel): translated into English by the Israeli office for scientific translations, Jerusalem, 1964. P. 170.
[9] . Jerusalem post newspaper. Issue dated 9.11.56
[10] . বিস্তারিত বিবরণের জন্য, “Days prior to the decisive battles and after it”, Beirut 1967, P. 34-42,
[11]. See details in `Israel’s Militarian’, Beirut, 1968, p, 63-65,