বিসমিল্লাহির রহমানীর রহীম
জাবহাতু ফাতহিশ শামের বুনিয়াদী ভিত্তিসমূহ
জাবহাতু ফাতহিশ শামের বুনিয়াদী ভিত্তিসমূহ
১- আমরা আমাদের আকীদা, মানহাজ, ফিক্বহ আহরণ করি কিতাব ও সুন্নাহ থেকে আস-সালাফুস সালিহের বুঝ অনুযায়ী- সাহাবীগণ, তাবেয়ীগণ আল্লাহ তাদের সকলের উপর সন্তুষ্ট হন এবং তাদের পথ অনুসারী আইম্মা এবং রব্বানী উলামা; যেমনঃ আবু হানীফা, শাফি'য়ী, মালিক, আহমদ প্রমুখ আল্লাহ তাদের সবার উপর রহমত বর্ষণ করুন।
২- আমরা দ্বীন এবং মুসলিমদের সম্ভ্রমের উপর আগ্রাসী শত্রুকে প্রতিরোধ করি। আর একে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফারদ্ব 'আইন এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য অত্যাবশ্যক পদ্ধতি গণ্য করি। আর এর জন্য কোন শর্ত নেই, বরং ব্যাক্তি তার সর্বসাধ্য অনুযায়ী প্রতিরোধ করবে। নিশ্চয়ই ঈমান আনয়নের পর এর প্রতিরক্ষার চেয়ে বড় কোন ওয়াজিব নেই।
৩- আমরা জিহাদ করি যেন আর-রহমানের শরীয়াহর বিধান প্রতিষ্ঠা করতে পারি, এবং যতক্ষণ ফিতনা সমাপ্ত না হয় এবং দ্বীন পূর্ণরূপে আল্লাহর জন্য না হয়, যেন জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয় এবং আমাদের উম্মাহ তার মর্যাদা এবং গৌরব পুনরায় ফিরে পায়।
৪- আমাদের জিহাদে আমরা শরীয়াহর পথনির্দেশনা অনুসরণ করি, এবং জাগতিক পদ্ধতিসমূহের প্রতিও যত্নবান থাকি যেন আমাদের লক্ষ্য পূর্ণতা লাভ করে, শরীয়াহ এবং পরিস্থিতি সম্বন্ধে আমাদের বুঝ অনুযায়ী, দ্বীনের সন্তুষ্টি বিধায়ক মূলনীতি এবং শর'য়ী রাজনীতির ধ্রুব অবিচল বিষয়সমূহ নিজেদের উপর আবশ্যক করে নিয়ে, যা আমরা আহরণ করি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে।
৫- আমরা অত্যাচার উত্তোলন করি সমস্ত অত্যাচারিতদের উপর থেকে, চাই সে ইসলামের অনুসারী হোক কিংবা কুফরের। আমরা অত্যাচারীকে তার অত্যাচার থেকে রুখে দেই বিভিন্ন উপায়ে এবং আমাদের সাধ্য অনুযায়ী।
৬- আমরা আল্লাহ তা'য়ালার দিকে আহবান করি, প্রজ্ঞা এবং উত্তম উপদেশের সাথে। আমরা মানুষের সাথে নম্রতা প্রদর্শন করি এবং তাদের কাছে তাদের রবের বাণীকে পৌছে দেই কোমলতা, নম্রতা এবং উত্তম বাণীর মাধ্যমে।
৭- আমরা উম্মাহর উলামাদের শ্রদ্ধা করি, এবং তাদের অধিকার এবং শ্রেষ্ঠত্বের স্বীকারোক্তি দেই, তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করি এবং তাদের অনুসরণ করি, তবে তাদেরকে আমরা নিষ্পাপ /কিংবা ভুলত্রুটির উর্ধ্বে/ ভাবি না। আমরা প্রাসঙ্গিক ফিক্বহি ইজতিহাদের ব্যাপারে যত্নবান থাকি।
৮- আমরা মুসলিমদের সাথে মৈত্রী ঘোষণা করি ঈমানের ভিত্তিতে, এবং কাফিরদের সাথে শত্রুতা পোষণ করি এবং তাদের থেকে মুক্ত ঘোষণা করি। আর যদি একই মুসলিমের মাঝে কল্যান-অকল্যাণ, আল্লাহর আনুগত্য-অবাধ্যতা, সুন্নাহ-বিদ'আহ উভয়ই বিদ্যমান থাকে, তবে তাদের সাথে মিত্রতা (ওয়ালা) রাখা হয় তাদের মধ্যকার কল্যান (খায়র) এবং সুন্নাহর পরিমাণ অনুযায়ী এবং শত্রুতা বজায় থাকে তার মধ্যকার অকল্যান এবং বিদ'আহর কারণে।
৯- আমরা প্রত্যাখ্যান করি দলাদলি এবং অনৈক্য। আমরা আহবান করি শ্লোগানের ঐক্য (জাম'উল কালিমাহ) এবং পরস্পরের সম্মিলনের প্রতি। আমরা সত্যের উপর থেকে একক পতাকাতলে উম্মাহর ঐক্যকে সাধারণভাবে এবং মুজাহিদদের ঐক্যকে বিশেষভাবে অত্যাবশ্যক গণ্য করি, বিশুদ্ধ ও নির্ভরযোগ্য শর'য়ী মূলনীতির ভিত্তিতে।
১০- আমরা সাধণা করি যেন আল্লাহর বাণী সমুন্নত হয়, প্রচেষ্টা চালাই এই সর্বোৎকৃষ্ট ও মহামূল্যবান পথে। আমরা জিহাদ করি হাত ও মুখ দ্বারা, সম্পদ এবং দেহ দ্বারা, অন্তর এবং হৃদয় দ্বারা, যতক্ষণ না আল্লাহ এই কাজের পূর্ণতা দেন কিংবা আমরা ধ্বংস হয়ে যাই।
Comment