Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ্ নিউজ # ১৭ মুহাররম ১৪৪১ হিজরী # ১৭সেপ্টেম্বর, ২০১৯ ঈসায়ী।

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ্ নিউজ # ১৭ মুহাররম ১৪৪১ হিজরী # ১৭সেপ্টেম্বর, ২০১৯ ঈসায়ী।

    ভারতে কেবল মুসলিম হওয়ার কারণে হামলার শিকার পরিবার, আহত চার!




    রবিবার দুপুরে ভারতের আলিগড় রেলস্টেশনে কেবলই মুসলিম হওয়ার কারণে ১০-১২ জন অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী একটি মুসলমান পরিবারের উপর বর্বরোচিত হামলা চালায়। এতে, চারজন আহত হয়।
    কান্নজের নিকটবর্তী একটি গ্রামের বাসিন্দা সাহিম খান তার পরিবার নিয়ে কানপুর-আনন্দ বিহার এক্সপ্রেসে উঠেছিলেন এবং বেলা সাড়ে ৪ টায় আলিগড় জংশনে নামেন। তখন ১০-১২ উগ্র তাদের প্ল্যাটফর্মে আক্রমণ করে। জনাব খানের ভাতিজা তৌফিক খান মাথায় আঘাত পান। তাদের স্ত্রীদেরও মারধর করা হয়েছিল। এর মধ্যে যারা আহত হন তাদেরকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
    পরিবারটি জেএন মেডিকেল কলেজে তাদের বাচ্চাদের চিকিৎসার জন্য এসেছিলেন। জনাব খানের এক আত্মীয় মোকাররম আলীর বাড়িতে তাদের পরিবারের থাকার কথা ছিল। জনাব সাহিমের মেয়ের মানসিক রোগ রয়েছে, আর ছেলের লিভারের অসুস্থতা ছিল।
    অজ্ঞাত সন্ত্রাসীরা তৌফিককে একটি পাথর দিয়ে আক্রমণ করে যার ফলে সে মাথায় আঘাত পায়। সাহিম ও নারীদেরকে সন্ত্রাসীরা ঘুষিও মেরেছিল। হামলার সময় একজন মুসলিম নারী প্লাটফর্মে অজ্ঞান হয়ে পড়েছিলেন।
    জনাব আলী দাবি করেছিলেন যে, তাদের উপর হামলা করা লোকেরা বাইরে থেকে এসেছিল এবং তারা ট্রেনে ভ্রমণ করেনি। তিনি বলেন, “তারা ট্রেনে উঠেনি। তারা হঠাৎ এসেছিল এবং পরিবারকে টার্গেট করেছিল।”
    বোরকা পরিহিত মুসলিম মহিলাদের উপরও ঐ সন্ত্রাসীরা হামলা করে।
    জনাব খান একজন সাধারণ কৃষক এবং যাত্রা চলাকালীন সময়ে যাত্রীদের সাথে কোন বিতর্কও করেননি।” বলছিলেন জনাব আলী। ‘‘এটি ছিল তৌফিকের শহরে প্রথম সফর এবং এইভাবেই তাকে স্বাগত জানানো হলো!” জনাব আলী ব্যাথিত হৃদয়ে বললেন।
    তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ দেরিতে সাড়া দিয়েছে। তা না হলে হামলাকারীদের গ্রেপ্তার করা যেত।
    এভাবে, ভারতে প্রতিনিয়তই কেবলই মুসলিম হওয়ার কারণে বর্বরোচিত হামলার শিকার হচ্ছেন মুসলিম জাতি। কখনো গেরুয়া সন্ত্রাসবাদের প্রকাশ্য ব্যানারে, আবার কখনো অজ্ঞাত পরিচয়ে মুসলিমদের উপর চালানো হচ্ছে এসকল হামলা।


    সূত্র: ভারতীয় ইংরেজী দৈনিক সংবাদমাধ্যম ‘দি হিন্দু’

    সূত্র: https://alfirdaws.org/2019/09/17/26776/

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    ভারতীয় সীমান্তসন্ত্রাসী বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ফিরে পেতে মায়ের আকুতি!




    নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই সীমান্তে উগ্র হিন্দুত্ববাদি ভারতীয় সীমান্তসন্ত্রাসী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ ফিরে পেতে বাংলাদেশের (বিজিবি) সহায়তা চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    গত বুধবার বিকেলে ডিমলা উপজেলার সীমান্তবর্তী কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিহত বাবুল মিয়া নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝাড়সিংহেশ্বর গ্রামের নুর মুহম্মদের ছেলে।
    নিহতের পরিবারের দাবি, চলতি মাসের ৩ তারিখ মঙ্গলবার ভোর রাতে ভারতীয় গরু আনার জন্য বাংলাদেশের অভ্যন্তরে তিস্তা নদীর চরে যায়। এ সময় ভুলক্রমে সীমান্তের ওপারে প্রবেশ করলে ভারতের উড়াল বিওপি ক্যাম্পের উগ্র হিন্দুত্ববাদি বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বাবুল মিয়া নিহত হয়। গুলির ঘটনার পরপরই বিএসএফ বাবুল মিয়ার লাশ তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায় এবং পরবর্তীতে কোচবিহার জেলার কুচলিবাড়ি থানা পুলিশ নিহতের লাশের ময়না তদন্ত শেষে হাসপাতালের হিমগারে রাখে।

    মানববন্ধনে নিহতের পরিবারসহ ওই এলাকার প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধনে অংশ নিয়ে নিহতের মা আছিয়া খাতুন কেদে কেঁদে বলেন, ‘বিএসএফ ছেলেকে গুলি করে মারছে বলে ছেলের লাশটা-কি আমরা পাবো না। আমরা আমাদের ছেলের লাশ ছাড়া আর কিছু চাই না। আমাদেরকে লাশ এনে দেয়ার জন্য বিজিবির সহযোগিতা কামনা করছি।’

    এলাকার সচেতন ব্যক্তিদের বক্তব্য, ‘৫১ বিজিবির তত্ত্বাবধায়নে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই সীমান্তে ভারতীয় গরুর একটি বিট খাটাল রয়েছে। প্রতিদিন শত শত ভারতীয় গরু কি নিজে থেকে বিট খাটালে এসে ঢুকে নাকি মানুষ নিয়ে আসে? ওপারের গরু ব্যবসায়ীরা এ সব গরু এপারের গরু ব্যবসায়ীদের হাতে তুলে না দিলে এরা গরু পাবে কোথায়? আর এ গরু আনতে গিয়ে ভারতীয়দের গুলি না করে শুধু বাংলাদেশীকে গুলি করে হত্যা করছে বিএসএফ।’


    সূত্র: নিউজ পোর্টাল সুবহে সাদিক

    সূত্র: https://alfirdaws.org/2019/09/17/26762/

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      নবীজির সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে আমি মুক্ত তার থেকে যে/ যারা মুশরিকদের সাথে বসবাস করে!!! প্রিয় ভাইয়েরা, এই হাদিসের দিকে লক্ষ করলে দেখা যাবে মুশরিকদের সাথে বসবাসের কারণে ই এই দূর্ঘটনা ঘটছে। ভুল বললে শুদ্রে দেওয়ার অনুরোধ।
      ان المتقین فی جنت ونعیم
      سورة الطور

      Comment


      • #4
        হে আল্লাহ, মুসলিম উম্মাহকে আপনি হিফাযত করুন। আমীন
        ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

        Comment

        Working...
        X