Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ০১লা যিলহজ্ব, ১৪৪৩ হিজরি।। ০১লা জুলাই, ২০২২ ঈসায়ী।

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ০১লা যিলহজ্ব, ১৪৪৩ হিজরি।। ০১লা জুলাই, ২০২২ ঈসায়ী।

    শাম | যুদ্ধে নিহতের মধ্যে ৩ লাখের বেশি মুসলিমই বেসামরিক




    সিরিয়া যুদ্ধের প্রথম ১০ বছরে ৩ লাখের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একই সময়ে সিরীয় ক্যাম্পে শিয়া বাশার আল-আসাদ বাহিনীর নির্যাতনেও মৃত্যু হয়েছে আহলুসসুন্নাহর অনুসারি অসংখ্য মুসলিম বন্দির।এ তথ্য তথাকথিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের সিরিয়া যুদ্ধ বিষয়ক নতুন প্রতিবেদনে এসেছে। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা। সংবাদ সংস্থাটি জানিয়েছে, যুদ্ধের প্রভাবে খাবার, পানি কিংবা স্বাস্থ্যসেবা না পেয়ে যাদের পরোক্ষ মৃত্যু হয়েছে তাদেরকে এই হিসাবে ধরা হয়নি। এই পরিসংখ্যানে নিহত সেনা ও পুলিশ সদস্যেরও অন্তর্ভুক্ত করা হয়নি। যাদের নিহতের সংখ্যা হবে কয়েক হাজার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত না করেই যাদের কবর দেওয়া হয়েছে তাদেরকেও এই তালিকায় রাখা হয়নি।রাশিয়া-ইরান-হিজবুল্লাহ ও কুখ্যাত বাশার আল আসাদ জোট সিরিয়া যুদ্ধে মুসলিমদের গণহারে হত্যা করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মৌখিক ও কাগজে-কলমে বিবৃতি ছাড়া আর কোন পদক্ষেপ নেয়নি তথাকথিত জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো।তবে জাতিসঙ্ঘ যে মুসলিমদের প্রকৃত নিহতের সংখ্যা কখনোই প্রকাশ করবে না, এবং নিহতের প্রকৃত সংখ্যা যে আরও অনেক বেশি, তা ধ্বংসস্তুপে পরিণত হওয়া বড় বড় শহরগুলো দেখলেই স্পষ্ট বুঝা জায়বলে মনে করেন বিশ্লেষকগণ। আরেকটি বিষয় হচ্ছে, সিরিয়ার যুদ্ধ শুরুর ৬ বছরের মাথায় অর্থাৎ ২০১৮-১৯ সালেই বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সনবাদ মাধ্যমগুলো বলেছিল যে, সেসময়ই সিরিয়ার যুদ্ধে নিহত হয়েছে প্রায় ৫ থেকে ৬ লাখ মানুষ। তাহলে আর ৩-৪ বছর পরে এসে নিহতের সেই সংখ্যা কিভাবে কমে গেল সেই প্রশ্ন করেছেন তাঁরা।
    তথ্যসূত্র:
    ——–
    1. More than 300,000 civilians killed in Syrian conflict: UN report-

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    এবার প্রকাশ্য মিছিলে নবীজি ﷺ-কে নিয়ে কটুক্তির ধৃষ্টতা

    বিজেপি নেত্রী সুপুর শর্মা ও নবীন জিন্দাল কিছুদিন আগেই নবীজি ﷺ-কে নিয়ে কটূক্তি করেছে। তাদের তো কোন বিচার হয়নি, বরং এই ঘটনায় প্রতিবাদকারী মুসলিমদের উপর খড়গহস্ত হয়েছে ভারতীয় হিন্দুত্ববাদী পুলিশ; আর নুপুরকে দিয়েছে কড়া নিরাপত্তা।আর এই বিচার না হওয়াতেই সাহস বেড়েছে উগ্র হিন্দুত্ববাদীদের। তারা এখন প্রকাশ্যে মিছিল করে মুহাম্মাদ ﷺ-কে নিয়ে কটূক্তি করেছে। তাদের এক নিকৃষ্ট দেবতাকে নবীজির পিতা বলে সম্বোধন করার ধৃষ্টতা দেখিয়েছে এই নিকৃষ্ট গো-পূজারীরা।। নাউযুবিল্লাহ।।
    সাথে মুসলিমদের হত্যা করার হুমকি তো ছিলই।হরিয়ানা রাজ্যের গুরগাওয়ে হিন্দুত্ববাদী দলগুল প্রকাশ্য মিছিল করে এম্ন ধৃষ্টতা প্রদর্শন করে। একের পর এক ইসলাম-বিরোধী আইন-কানুন বাস্তবায়ন করার পর এখন তারা পরিস্থিতি ঘোলাটে করতে নবী অবমাননার বিষয়টি সামনে এনেছে; কারন তাঁরা জানে যে, এই নিকৃষ্ট কাজটি করলে মুসলিমরা অবশ্যই রাস্তায় নেমে আসবে। আর তখন অতি সহজেই তারা নিরস্ত্র মুসলিমদের উপরে গনহত্তা চালাতে পারবে – এমনই মত বিশ্লেষকদের।গোটা ভারতের উগ্র হিন্দুরা যে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে একজোট হয়েছে, এই ঘটনা সেই বিষয়টি আবার প্রমাণ করে দিল। মুসলিমদেরকে তাই প্রিয়নবী ﷺ-এর ইজ্জত হেফাজতকল্পে এবং নিজেদের জান-মাল-আব্রুর রক্ষার্থে নববি মানহাজ অনুযায়ী প্রতিরোধ-সংগ্রামের প্রস্তুতি নিতে বলেছেন হক্কানী উলামায়ে কেরাম।

    তথ্যসূত্র :
    ———
    1. Inaction of Police against Nupur & Naveen is giving Courage to People to abuse our Prophetﷺ . Now Blasphemous Slogans were raised in a rally in Gurgaon
    http://tinyurl.com/sa7r6dk8


    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment

    Working...
    X