[ভিডিও] ইউপিতে ৩০০ বছরের পুরোনো মসজিদ ভেঙে দিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন
উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী যোগী আদিত্যনাথের প্রদেশ ইউপির মুজাফফরনগরে ৩০০ বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়েছে। মসজিদটি ১৬২৪ সালে পানিপথ-খাতিমা মহাসড়কের পাশে নির্মাণ করা হয়েছিল।
হিন্দুত্ববাদী প্রশাসন মহাসড়ক প্রশস্ত করার অজুহাতে ঐতিহ্যবাহী এই মসজিদটি ভেঙ্গে দিয়েছে। ইসলাম বিদ্বেষী প্রশাসনের এসডিএম পরমানন্দ ঝা বলেছে, মহাসড়কটি প্রশস্ত করার জন্য মসজিদটি ভেঙে দেওয়া হয়েছে।
অথচ বাস্তবতা হচ্ছে, ভারতে ইসলামিক স্থাপনাগুলো ধ্বংস করা এখন হিন্দুত্ববাদীদের একটি অলিখিত নিয়মে পরিণত হয়েছে। ঠুনকো অজুহাতে ৩০০ বছরের ঐতিহাসিক মসজিদ ভেঙে দেওয়া মুসলিম বিদ্বেষ ছাড়া আর কিছুই নয়।
উপাসনার স্থানগুলো বহাল তবিয়তে রেখে রাস্তার নকশা তৈরি করা খুবই সাধারণ একটি ঘটনা। হিন্দুদের মন্দির কিংবা স্থাপত্যের ক্ষেত্রে দেখা যায় এমন অনেক প্রমাণ পাওয়া যায়। ইসলামের চিহ্নকে মুছে দেয়াই হিন্দুত্ববাদীদের মূল উদ্দেশ্য।
তথ্যসূত্র:
১। Muzaffarnagar: 300-year-old mosque demolished for widening of national highway – https://tinyurl.com/2wbhus3w
২। 300-year-old mosque demolished to widen highway in Muzaffarnagar – https://tinyurl.com/yndfx79w
৩। video link: https://tinyurl.com/2w7e2mp2
উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী যোগী আদিত্যনাথের প্রদেশ ইউপির মুজাফফরনগরে ৩০০ বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়েছে। মসজিদটি ১৬২৪ সালে পানিপথ-খাতিমা মহাসড়কের পাশে নির্মাণ করা হয়েছিল।
হিন্দুত্ববাদী প্রশাসন মহাসড়ক প্রশস্ত করার অজুহাতে ঐতিহ্যবাহী এই মসজিদটি ভেঙ্গে দিয়েছে। ইসলাম বিদ্বেষী প্রশাসনের এসডিএম পরমানন্দ ঝা বলেছে, মহাসড়কটি প্রশস্ত করার জন্য মসজিদটি ভেঙে দেওয়া হয়েছে।
Demolishing Islamic manifestations in India is still an active policy. A 300 y/o historic masjid was demolished, claiming that it was an obstacle to widening roads !
Engineers usually capable to design roads & at the same time, keep places of worship untouched.
Islam is targeted. pic.twitter.com/zIbNFuhVyp
— د.عـبدالله العـمـادي (@Abdulla_Alamadi) November 17, 2022
Engineers usually capable to design roads & at the same time, keep places of worship untouched.
Islam is targeted. pic.twitter.com/zIbNFuhVyp
— د.عـبدالله العـمـادي (@Abdulla_Alamadi) November 17, 2022
অথচ বাস্তবতা হচ্ছে, ভারতে ইসলামিক স্থাপনাগুলো ধ্বংস করা এখন হিন্দুত্ববাদীদের একটি অলিখিত নিয়মে পরিণত হয়েছে। ঠুনকো অজুহাতে ৩০০ বছরের ঐতিহাসিক মসজিদ ভেঙে দেওয়া মুসলিম বিদ্বেষ ছাড়া আর কিছুই নয়।
উপাসনার স্থানগুলো বহাল তবিয়তে রেখে রাস্তার নকশা তৈরি করা খুবই সাধারণ একটি ঘটনা। হিন্দুদের মন্দির কিংবা স্থাপত্যের ক্ষেত্রে দেখা যায় এমন অনেক প্রমাণ পাওয়া যায়। ইসলামের চিহ্নকে মুছে দেয়াই হিন্দুত্ববাদীদের মূল উদ্দেশ্য।
তথ্যসূত্র:
১। Muzaffarnagar: 300-year-old mosque demolished for widening of national highway – https://tinyurl.com/2wbhus3w
২। 300-year-old mosque demolished to widen highway in Muzaffarnagar – https://tinyurl.com/yndfx79w
৩। video link: https://tinyurl.com/2w7e2mp2
Comment