Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ০৪ জামাদিউল আখিরাহ, ১৪৪৪ হিজরী।। ২৯ ডিসেম্বর, ২০২২ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ০৪ জামাদিউল আখিরাহ, ১৪৪৪ হিজরী।। ২৯ ডিসেম্বর, ২০২২ ঈসায়ী

    ভারতে প্রাথমিক বিদ্যালয়ে আল্লামা ইকবালের কবিতা পাঠ করায় মামলা, শিক্ষক বরখাস্ত



    ভারতের একটি প্রাথমিক বিদ্যালয়ে সকালের সমাবেশে আল্লামা মুহম্মাদ ইকবালের একটি কবিতা “লাব পে আতি হ্যায় দু’আ” পাঠ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার পর উগ্রবাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় নেতা সোমপাল সিং রাঠোর স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কথিত ধর্মীয় আবেগে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করেছে। অথচ এই কাব্যটি বর্তমানে ভারতের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমের একটি অংশ।

    গত শনিবার (২৪ ডিসেম্বর) ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে এ ঘটনাটি ঘটে। জানা যায়, সোমপাল সিং এই মর্মে থানায় অভিযোগ করেছে যে, মুসলিম শিক্ষকরা শিক্ষার্থীদের মুসলিম প্রার্থনা আবৃতি করতে বাধ্য করেছেন। এ কবিতার মাধ্যমে শিক্ষার্থীদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার প্রয়াস চালিয়েছেন ও হিন্দু ধর্মীয় সংবেদনশীলতাকে আঘাত করেছেন।

    ভিডিওটিতে দেখা যায় স্কুলের প্রধান শিক্ষক বিখ্যাত কবি আল্লামা ইকবালের “মেরে আল্লাহ বুরাই সে বাচানা মুঝকো” (হে আল্লাহ, আমাকে মন্দ থেকে রক্ষা করুন) কবিতাটি আবৃত্তি করছিলেন। জানা যায়, স্কুলে প্রায় ২৬৫ জন শিশু শিক্ষার্থী রয়েছে, যাদের অধিকাংশই মুসলিম। এ ঘটনায় স্কুলের অধ্যক্ষ নাহিদ সিদ্দিকীকে শিক্ষা বিভাগ থেকে বরখাস্ত করা হয়েছে।

    উল্লেখ যে, ভারতের শিক্ষাক্রমের বিভিন্ন পাঠ্যপুস্তকে মুসলিম লেখকদের গল্প কবিতা অন্তর্ভূক রয়েছে। কিন্তু গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারতে মুসলিমদের গৌরব গাথা ইতিহাস ও মুসলিম লেখকদের পাঠ্য বাদ দিচ্ছে তারা। অন্যদিকে মুসলিমদের যে কোন কাজকে সাম্প্রদায়িক ও মৌলবাদী কাজ বলে আখ্যা দিয়ে মুসলিমদের বিরুদ্ধে পুরো হিন্দু জাতিকে দাঁড় করাতে চাইছে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন।

    এর আগে দক্ষিণ ভারতীয় কর্ণাটকের সরকার সপ্তম শ্রেণির পাঠ্যসূচি থেকে টিপু সুলতান ও তার বাবা হায়দার আলি সংক্রান্ত অধ্যায়টি বাদ দিয়েছিল হিন্দুত্ববাদিরা।

    এরপর উগ্র সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আবুল আ’লা আল-মৌদুদী এবং মিশরের সাইয়্যেদ কুতুবের বইগুলি পাঠ্যক্রম থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    শুধু পাঠ্যক্রমেই নয়, ভারতের প্রত্যেকটি অঙ্গন থেকে মুসলিমদের চিরতরে বিতাড়িত করার চেষ্টা করছে হিন্দুরা। আর এভাবে সংখ্যালঘু মুসলিম জাতির বিরুদ্ধে সংখ্যাগুরু হিন্দু জাতির কার্যক্রমকে চূড়ান্ত গণহত্যার ঠিক পূর্বের ধাপ হিসেবে দেখছেন গণহত্যা বিশেষজ্ঞরা।



    তথ্যসূত্র:
    ——–
    1. In a government school in U.P’s Bareilly, students recited “Mere Allah burai se bachana mujhko… A Hindu organization filed a case against the principal Nahid and shiksha mitra Wazeeruddin, the BSA suspended
    https://tinyurl.com/4xs2e4c6
    2. Aligarh Muslim University drops texts of two Islamic scholars
    https://tinyurl.com/y86hdkc9

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    কাশ্মীরে ট্রাকে হামলা চালিয়ে ৪ মুসলিকে খুন



    ভারত দখলকৃত কাশ্মীরে হিন্দুত্ববাদী বাহিনীর হতে গুলিবিদ্ধ হয়ে চার মুসলিম নিহত হয়েছেন। জম্মুর পাঞ্জতীর্থী-সিধরা সড়কে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

    পুলিশ কর্মকর্তা মুকেশ সিং জানায়, বুধবার জম্মু শহরের কিছুটা দূরেই হিন্দুত্ববাদী বাহিনী একটি ট্রাককে আটকায়। শুধুমাত্র সন্দেহের বশে ট্রাকে আরোহী ৪ জনকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়ে গুলি চালায়। হিন্দুত্ববাদী বাহিনীর বেপরোয়াভাবে চালানো গুলিতে ঐ ৪ মুসলিম নিহত হয়েছেন। আর হিন্দুত্ববাদীদের ছোঁড়া গ্রেনেডে ট্রাকে আগুন লেগে গিয়েছিল।

    ঘটনাস্থল থেকে সেই ট্রাকটির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। পরেই গোটা এলাকা ঘিরে ফেলেছে হিন্দুত্ববাদী বাহিনী। ট্রাক চালকের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে হিন্দুত্ববাদী দখলদাররা।

    এর আগে গত সোমবার জম্মুর উধমপুরে একটি ‘সন্ত্রাসবাদী নাশকতার ছক’ বানচালের “নাটক” জানিয়েছিল হিন্দুত্ববাদী পুলিশ। পুলিশ বলেছিল, সেখান থেকে সিলিন্ডারের আকারে আইইডি, ৩০০ থেকে ৪০০ গ্রাম আরডিএক্স, সাতটি ৭.৬২ মিলিমিটার কার্তুজ ও পাঁচটি ডিটোনেটর উদ্ধার করা হয়েছে।

    হিন্দুত্ববাদী বাহিনী কাশ্মীরে মুসলিমদের গুম, খুন করে বিগত তিন যুগ ধরে ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছে। বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা বলছেন যে, সন্ত্রাসী মোদী সরকার কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীকে সংখ্যালঘু জনগোষ্ঠীতে রূপান্তর করতে বদ্ধপরিকর। সেই লক্ষেই তারা কাশ্বীরের ৩৭০ ধারা বাতিলসহ অন্যান্য ষড়যন্ত্র করে যাচ্ছে।



    তথ্যসূত্র:
    ——–
    1. Jammu: 4 militants killed in gunfight with security forces, say police
    https://bit.ly/3Vwa7fy
    2. কাশ্মিরে নিরাপত্তাকর্মীদের সাথে সংঘর্ষে ৪ জন নিহত
    https://tinyurl.com/4xy7yrnt

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      মৃতপ্রায় রোহিঙ্গাদের নিয়ে ইন্দোনেশিয়ার উপকূলে পৌঁছলো একটি নৌকা



      একের পর এক রোহিঙ্গা মুসলিমবাহী বিপদগ্রস্থ নৌকার খবর আসছে। ইঞ্জিন নষ্ট হয়ে প্রায় এক মাস সাগরে ভাসার পর আরও একটি রোহিঙ্গা মুসলিমবাহী নৌকা অবশেষে ইন্দোনেশিয়ার উপকূলে পৌঁছেছে। ওই নৌকায় ১৬০ জনের বেশি রোহিঙ্গা অভিবাসনপ্রত্যাশী আছেন। তাদের সবাইকে বেশ ক্ষুধার্ত ও দুর্বল অবস্থায় দেখা গেছে। এবং বেশ কয়েক জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

      গত ২৭ ডিসেম্বর তারা ইন্দোনেশিয়ার উপকূলে পোঁছান। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়, বেঁচে ফেরার অনিশ্চিয়তা থেকে তীরে ফিরতে পেরে ডুকরে কেঁদে ওঠেন মৃতপ্রায় দুর্বল রোহিঙ্গারা।

      এর আগে গত ২৬ ডিসেম্বর ৫৭ জন আরোহী নিয়ে আরও একটি কাঠের নৌকা ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া অবস্থায় ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে নোঙর করেছে। ওই নৌকাও এক মাস ধরে সাগরে ভেসেছে। আরোহীরা বলেছেন, তাঁরা ক্ষুধার্ত এবং দুর্বল হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে অন্তত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

      এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে, আরও একটি ট্রলারে থাকা ১৮০ জন শরণার্থী সম্ভবত মারা গেছেন। সংস্থার মুখপাত্র বাবর বালুচ বলেছেন, ওই ট্রলারের আরোহীদের স্বজনেরা বলেছেন, ট্রলারটিতে ফাটল ধরেছিল বলে তাঁরা জানতে পেরেছিল। বর্তমানে তাদের সাথে আর কোন যোগাযোগ হচ্ছে না। এ জন্য ধারণা করা হচ্ছে, সাগরে থাকা ট্রলারটি ডুবে মৃত্যু হয়েছে সবার।

      গত দুই মাসে এমন তিনটি নৌকা যাত্রা করেছে বলে জানা গিয়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে যে নৌকার সংখ্যা অন্তত পাঁচটি বা তারও বেশি।

      হিংস্র বৌদ্ধদের দ্বারা নির্মম নির্যাতনের শিকার হয়ে নিজ দেশ আরাকান ত্যাগ করতে বাধ্য হয় রোহিঙ্গারা। এরপর প্রতিবেশি দেশগুলোতে শরণার্থী শিবিরে কোন জীবিকা নির্বাহ ছাড়াই বছরের পর বছর মানবেতর জীবনযাপন করছেন তারা। আর এভাবে বেঁচে থাকার কষ্ট থেকে মুক্তি পেতে মৃত্যু ঝুঁকি থাকা সত্বেও নৌকা বা ট্রলারে করে পারি দিচ্ছে দুর্ঘম সাগর পথ। এমন যাত্রায় তাদের অনেকেই লক্ষ্যে পৌঁছার আগেই বরণ কর নিচ্ছেন সলিল সমাধি।



      তথ্যসূত্র:
      ——–
      1. Starvation, hunger and dehydration made them half. Rohingya betting their lives for survival by taking the dangerous journey via sea-
      https://tinyurl.com/jc4bnxym
      2. ভিডিও লিংক
      https://tinyurl.com/526waxwv

      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment


      • #4
        লালমনিরহাটে সন্ত্রাসী বিএসএফের গুলিতে আবারও ২ বাংলাদেশী নিহত



        লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে আরও দুই বাংলাদেশীকে গুলি করে হত্যা করলো ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। আজ (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তের ৮৮৮ নম্বর মেইন পিলারের কাছে এই হত্যাকাণ্ড চালায় ভারতীয় বাহিনী।

        স্থানীয়রা জানায়, গত রাতে বাংলাদেশি গরু ব্যবসায়ীদের একটি দল সীমান্তের মেইন পিলার ৮৮৭ এলাকায় গেলে ভারতের ১৫৭ ব্যাটালিয়নের বড় মধুসুদন বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান মংগলু ও সাদিক হোসেন নামে দুই বাংলাদেশি। পরে লোকজন তাদের লাশ উদ্বার করে বাড়িতে নিয়ে আসে। নিহত দু’জনেরই বুকে গুলি লেগেছে।

        সীমান্ত হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার কথা থাকলেও, সন্ত্রাসী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তা মানছে না। একের পর এক নিষ্ঠুর ও বর্বর পন্থায় বাংলাদেশিদের হত্যা করে চলেছে তারা। কখনো গুলি করে, কখনোবা বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে মুসলিমদের ধরে নিয়ে নির্যাতন করে খুন ও খুন করে লাশ গুম করছে বিএসএফ। এ নিয়ে চলতি মাসেই ৫ জন বাংলাদেশিকে খুন করলো সন্ত্রাসী বিএসএফ।

        কিন্তু বাংলাদেশের গাদ্দার সরকারগুলো বরাবরই এব্যাপারে একদম নীরব ভুমিকা পালন করে আসছে। যেন বাংলাদেশি মুসলিমরা বিএসএফের হাতে খুন হলেও গাদ্দার সরকারের কোন কিছু আসে যায় না।



        তথ্যসূত্র:
        ——–
        ১। লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২-
        https://tinyurl.com/32bcyzx7

        আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

        Comment

        Working...
        X