Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ # ১৮ই রবিউল আউয়াল, ১৪৪২ হিজরী # ০৪ নভেম্বর , ২০২০ঈসায়ী।

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ # ১৮ই রবিউল আউয়াল, ১৪৪২ হিজরী # ০৪ নভেম্বর , ২০২০ঈসায়ী।

    শাম | নুসাইরি শিয়াদের হামলায় ২১ জন বেসামরিক নাগরিক হতাহত


    সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব সিটিতে বেসামরিক নাগরিকদের আবাসস্থলে হামলা চালিয়েছে কুখ্যাত নুসাইরী শিয়া সন্ত্রাসী বাহিনী। এতে ৮ জন নিহত এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন।

    ‘হোয়াইট হেলমেট’ ও সাংবাদিক আহমদ রিহাল জানান, গত ৪ অক্টোবর বুধবার সিরিয়ার ইদলিব সিটির পৃথক ৪টি স্থানে ভারী গোলাবর্ষণ করেছে আসাদ সরকারের কুখ্যাত নুসাইরী শিয়া মুরতাদ বাহিনী। যার ফলে ৩ শিশুসহ মোট ৮ জন বেসামরিক নাগরিক শাহাদাত বরণ করেন। আহত হন আরো ১৩ জন।

    হামলাগুলো চালানো হয়েছে ইদলিব সিটির আরিহা, ইদলিব, কুফরিয়া ও নাহলিয়া নামক এলাকাগুলোর আবাসিক স্থানে। হামলায় আহত হওয়া বেসামরিক ও নিরপরাধ লোকদেরকে আশপাশের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    উল্লেখ্য যে, ২০১৭ সালের মে মাসে দখলদার তুরস্ক, রাশিয়া ও ইরান প্রতারণামূলক আস্তানা চুক্তি করে। যার ফাঁদে পা দেয় সিরিয়ার অধিকাংশ বিদ্রোহী গ্রুপ। এরপর থেকে এক এক করে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো বিভিন্ন কৌশল ও যুদ্ধের মাধ্যমে দখলে নিতে থাকে আসাদ ও তার সহযোগী দখলদার বাহিনীগুলো। সর্বশেষ ইদলিব সিটিই থেকে যায় বিদ্রোহীদের কাছে, যদিও এখানেও চলছে বর্তমানে দখলদার তুর্কি বাহিনীর অঘোষিত কর্তৃত্ব।
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    আরবের স্বৈরশাসকদের কয়েদখানাগুলো ভরে উঠছে উম্মাহর শ্রেষ্ঠ সম্পদে

    মিশরে ফরাসি পণ্য বয়কটের আহ্বানের জেরে গ্রেফতার করা হয় স্বনামধন্য এক প্রবীণ আলিম শায়খুল হাদিস মুস্তফা আদওয়িকে।

    মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননা এবং ফরাসি পণ্য বয়কট নিয়ে এক দুর্দান্ত তেজস্বী বক্তব্য দিয়েছেন আরবের এই শায়খ। গত এক সপ্তাহ মুসলিম বিশ্বের অসংখ্য মানুষের ঈমানি চেতনা জাগিয়ে দিয়েছে ওই বক্তব্য।

    বার্তা সংস্থা ডকুমেন্টিং অপ্রেশন এগিনেস্ট মুসলিম এর মাধ্যমে জানা যায়, গতকাল ফজরের আগে বয়োজ্যেষ্ঠ চেতনাবান এই শায়খকে গ্রেফতার করেছে মিসর পুলিশ।

    শায়খুল হাদিস মুস্তফা আদওয়ি একজন প্রকৌশলী ও ফকিহ এবং বহুগ্রন্থকার উম্মাহদরদি দাঈ। এভাবেই আরব স্বৈরশাসকদের কয়েদখানাগুলো বেছে বেছে উম্মাহর সম্পদগুলোতে ভরে উঠছে।

    গতসপ্তাহে ফ্রান্সে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননা এবং ফরাসি পণ্য বয়কট নিয়ে এক দুর্দান্ত তেজস্বী বক্তব্য দেন তিনি। গত এক সপ্তাহ মুসলিম বিশ্বের অসংখ্য মানুষের ঈমানি চেতনা জাগিয়ে দিয়েছে ওই বক্তব্য। কিন্তু যারা আবদুল্লাহ না হয়ে আবদুদ দুনিয়া হিসেবে বেঁচে আছে, তাদের মুনাফিক হৃদয়ে ওই বক্তব্য জাহান্নামের আগুন ধরিয়ে দিয়েছে।

    উল্লেখ্য কেবল সৌদির এমবিএসই(মুহাম্মদ বিন সালমান) আরবের বড় ভিলেন নন, তারচেয়েও বড় ঈমান ও উম্মাহর সওদাগর মিসরের গাদ্দার প্রেসিডেন্ট সিসি এবং আমিরাতের হিন্দু-ইহুদবান্ধব বিন জায়েদগং। চলমান ফ্রান্স ইস্যুতে এ দুই দেশের বক্তব্য ও কার্যক্রম মুসলিম জাতির জন্য হতাশাজনক।
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      মৃত মানুষরাও ভোট দিয়েছে মার্কিন নির্বাচনে

      বিশ্বের অন্যতম প্রেসিডেন্ট নির্বাচনে মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছে।* গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছু সময় পর এ কথা জানা যায়।

      মার্কিন সংবাদমাধ্যম নিউইয়ক পোস্ট তাদের এক প্রতিবেদনে এ তথ্য দেয়। গণমাধ্যমটি জানায়, আগাম ভোটে মেইলের ব্যবহার রাখা হয়েছিল। অবাক করার মতো ব্যাপার হচ্ছে- মেইলে মৃত মানুষের ভোটও পেয়েছে নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ড।

      নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ড জানিয়েছে, স্ট্যাটেন আইল্যান্ড কাউন্টি থেকে ২০১২ সালে মারা যাওয়া এক ব্যক্তির ভোট পেয়েছে তারা। ফ্রান্সিস রেকশ নামে ওই ব্যক্তি ১৯১৫ সালে জন্মগ্রহণ করেছিল। সে একজন রেজিস্টার্ড ডেমোক্র্যাট ছিল। ৬ অক্টোবর মেইলের মাধ্যমে তার ভোট আসে। ইলেকশন বোর্ড ৮ অক্টোবর সেই ভোট বৈধ হিসেবে নিবন্ধনও করে।

      ২০১৬ সালের ৪ জুলাই মৃত্যু হয় গেরট্রুড নিজারে নামে এক ভোটারের। অথচ গত ৯ অক্টোবর ভোট দিয়েছে। ইলেকশন বোর্ড তার ভোট বৈধ হিসেবে নিবন্ধন করে ২৫ অক্টোবর।

      এমন বেশ কয়েকটি ভোট পড়ায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ডের উপর। ফলে চাপে রয়েছে ভোট গ্রহণের সংস্থাটি।

      আমাদের সময়
      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment

      Working...
      X