রাজস্থানে বিধানসভা নির্বাচনকে ঘিরে মুসলিমদের উপর হামলা ও কটূক্তি
রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত ২৫ অক্টোবর হতে রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা শুরুর পর থেকেই মুসলিদের উপর নিপীড়ন ও হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া ভারতীয় জনতা পার্টির নেতারা চলমান ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্বকে তাদের রাজ্যে নির্বাচনী মাঠে নিয়ে এসেছে।
এটিকে মুসলিমদের কটূক্তি ও উপহাস করতে ব্যবহার করছে।তাদের সমগ্র নির্বাচনী প্রচারণা, সাম্প্রদায়িক অপবাদ এবং উস্কানিতে ভরপুর। মুসলিমদের উপর হামলা ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে রাজস্থানের রাজনৈতিক দৃশ্যপটকে বদলে দিয়েছে হিন্দুত্ববাদীরা। বিজেপি সমাজে মুসলিম বিরোধী মেরুকরণ করে নিজেদের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে।
এরই মাঝে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১ নভেম্বর তিজারায় বিজেপি প্রার্থী এবং এমপি বাবা বালাক নাথের সমর্থনে আয়োজিত এক সমাবেশে ইসরায়েলের প্রশংসা করেছে এবং বলেছে যে এর পদক্ষেপ ফিলিস্তিনের “তালেবানী মানসিকতা”কে দমন করেছে। সে জোর দিয়ে বলেছে যে বজরং বালি কি গদা (ভগবান হনুমানের গদা) তালেবানী মানসিকতার একমাত্র প্রতিষেধক যা মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে পিষে ফেলেছে।
সে আরো বলেছে, ‘আপনি কি দেখেছেন কিভাবে ইসরায়েল গাজায় তালেবানের মানসিকতাকে চূর্ণ করছে? তারা তাদের লক্ষ্যবস্তুকে সঠিকভাবে আঘাত করছে।’উল্লেখ্য ফিলিস্তিনি মুজাহিদরা অপারেশন আল-আকসা ফ্লাড চালানোর পর থেকেই ইহুদিরা নির্বিচারে গাযায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, যাতে এরই মধ্যে ১০ হাজারের বেশি মুসলিম নিহত হয়েছে। আর হিন্দুত্ববাদী জনগণ ইহুদিদের সমর্থন করে যাচ্ছে।
তথ্যসূত্র:
————
1. Rajasthan Assembly Poll: Muslim bashing increases to an alarming level; BJP leaders praise Israel, taunt Muslims ( India Tomorrow )
– https://tinyurl.com/5a7tr5pc
রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত ২৫ অক্টোবর হতে রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা শুরুর পর থেকেই মুসলিদের উপর নিপীড়ন ও হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া ভারতীয় জনতা পার্টির নেতারা চলমান ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্বকে তাদের রাজ্যে নির্বাচনী মাঠে নিয়ে এসেছে।
এটিকে মুসলিমদের কটূক্তি ও উপহাস করতে ব্যবহার করছে।তাদের সমগ্র নির্বাচনী প্রচারণা, সাম্প্রদায়িক অপবাদ এবং উস্কানিতে ভরপুর। মুসলিমদের উপর হামলা ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে রাজস্থানের রাজনৈতিক দৃশ্যপটকে বদলে দিয়েছে হিন্দুত্ববাদীরা। বিজেপি সমাজে মুসলিম বিরোধী মেরুকরণ করে নিজেদের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে।
এরই মাঝে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১ নভেম্বর তিজারায় বিজেপি প্রার্থী এবং এমপি বাবা বালাক নাথের সমর্থনে আয়োজিত এক সমাবেশে ইসরায়েলের প্রশংসা করেছে এবং বলেছে যে এর পদক্ষেপ ফিলিস্তিনের “তালেবানী মানসিকতা”কে দমন করেছে। সে জোর দিয়ে বলেছে যে বজরং বালি কি গদা (ভগবান হনুমানের গদা) তালেবানী মানসিকতার একমাত্র প্রতিষেধক যা মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে পিষে ফেলেছে।
সে আরো বলেছে, ‘আপনি কি দেখেছেন কিভাবে ইসরায়েল গাজায় তালেবানের মানসিকতাকে চূর্ণ করছে? তারা তাদের লক্ষ্যবস্তুকে সঠিকভাবে আঘাত করছে।’উল্লেখ্য ফিলিস্তিনি মুজাহিদরা অপারেশন আল-আকসা ফ্লাড চালানোর পর থেকেই ইহুদিরা নির্বিচারে গাযায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, যাতে এরই মধ্যে ১০ হাজারের বেশি মুসলিম নিহত হয়েছে। আর হিন্দুত্ববাদী জনগণ ইহুদিদের সমর্থন করে যাচ্ছে।
তথ্যসূত্র:
————
1. Rajasthan Assembly Poll: Muslim bashing increases to an alarming level; BJP leaders praise Israel, taunt Muslims ( India Tomorrow )
– https://tinyurl.com/5a7tr5pc
Comment