আন্তর্জাতিক আদালতের রায়ের পরে ২ দিনে ৩৭৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল
জেনেভা-ভিত্তিক ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটর রিপোর্ট করেছে যে, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করার লক্ষ্যে (ICJ)এর দেওয়া রায়ের পর থেকে নিয়ে দুই দিনে কমপক্ষে ৩৭৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরও ৬৪৩ জন আহত হয়েছে।
এতে বলা হয়েছে, “ইসরায়েল গনহত্যার পাশাপাশি ফিলিস্তিনিদের অনাহারে রাখা এবং তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টাও বাড়িয়েছে”।
ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (ICJ) এর অন্তর্বর্তীকালীন রায়ের পরের ৪৮ ঘন্টার মধ্যে, ইসরায়েল গাজা উপত্যকায় তাদের গণহত্যা অব্যাহত রেখেছে এমনকি আগের তুলনায় বর্তমানে তাদের আক্রমণ আরো তীব্র করেছে।
পশ্চিমাদের বানানো সর্বোচ্চ আদালতের রায়কে অমান্য করে, পশ্চিমাদের বানানো আন্তর্জাতিক আইন ও নীতি লঙ্ঘন করে সন্ত্রাসী ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা সহ যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরপরেও তার পাশেই থেকে সহমত জানাচ্ছে পশ্চিমা বিশ্ব।
তথ্যসূত্র:
——–
1. Israel killing Palestinians in large numbers despite ICJ ruling: Euro-Med Monitor
– http://tinyurl.com/3eead8yd
জেনেভা-ভিত্তিক ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটর রিপোর্ট করেছে যে, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করার লক্ষ্যে (ICJ)এর দেওয়া রায়ের পর থেকে নিয়ে দুই দিনে কমপক্ষে ৩৭৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরও ৬৪৩ জন আহত হয়েছে।
এতে বলা হয়েছে, “ইসরায়েল গনহত্যার পাশাপাশি ফিলিস্তিনিদের অনাহারে রাখা এবং তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টাও বাড়িয়েছে”।
ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (ICJ) এর অন্তর্বর্তীকালীন রায়ের পরের ৪৮ ঘন্টার মধ্যে, ইসরায়েল গাজা উপত্যকায় তাদের গণহত্যা অব্যাহত রেখেছে এমনকি আগের তুলনায় বর্তমানে তাদের আক্রমণ আরো তীব্র করেছে।
পশ্চিমাদের বানানো সর্বোচ্চ আদালতের রায়কে অমান্য করে, পশ্চিমাদের বানানো আন্তর্জাতিক আইন ও নীতি লঙ্ঘন করে সন্ত্রাসী ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা সহ যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরপরেও তার পাশেই থেকে সহমত জানাচ্ছে পশ্চিমা বিশ্ব।
তথ্যসূত্র:
——–
1. Israel killing Palestinians in large numbers despite ICJ ruling: Euro-Med Monitor
– http://tinyurl.com/3eead8yd
Comment