‘হিজাব পড়লে পরিবেশ নষ্ট হয়’- রাজস্থানের উগ্র হিন্দুত্ববাদী নেতার মন্তব্য
এবার মুসলিম মেয়েদের হিজাব নিয়ে অসম্মানজনক মন্তব্য করলো ভারতের রাজস্থানের এক উগ্র হিন্দুত্ববাদী নেতা। ঘটনাটি ঘটেছে গত ২৬ জানুয়ারী রাজস্থানের জয়পুরের গঙ্গাপোল সরকারি সিনিয়র সেকেন্ডারি গার্লস স্কুলের রিপাবলিক ডে (প্রজাতন্ত্র দিবস) অনুষ্ঠানে। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত সেই উগ্র হিন্দুত্ববাদী নেতা ‘বাবা বালমুকুন্দ আচার্য্য’ বক্তৃতার এক পর্যায়ে স্কুলের মুসলিম ছাত্রীদের হিজাব নিয়ে অসম্মানজনক মন্তব্য করে।
অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে বালমুকুন্দ বলে, “হিজাব নিয়ে কি চক্কর চলছে এখানে? এই মেয়েদের কি বিয়ে হয়ে গেছে?”
বক্তব্যের সময় বালমুকুন্দকে মুসলিম ছাত্রীদের হিজাব পড়ে নিঃশ্বাস নিতে পারে কিনা এমন প্রশ্ন করতেও দেখা যায়। সেই সাথে সে আরও বলে, “হিজাবের কারণে পরিবেশ নষ্ট হয়।”
এরপর স্কুল পরিদর্শনের সময় বালমুকুন্দ ‘ভারত মাতার জয়, সরস্বতী মাতার জয়’ স্লোগান দেয় এবং সেখানে উপস্থিত ছাত্রীদেরকেও এই স্লোগান দিতে বলে। সবশেষে, সে স্কুলে ‘জয় শ্রীরাম’ স্লোগানও দেয়।
বালমুকুন্দের এমন কাণ্ডের পর বিক্ষোভে ফেটে পড়ে সেই স্কুলের মুসলিম ছাত্রীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে বিক্ষোভকারী ছাত্রীদের ‘বাবা মাফি মাঙ্গেগা’ (অর্থাৎ বাবা কে ক্ষমা চাইতে হবে) স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভরত এক ছাত্রী জানায়, “সে সবসময় মুসলিমদের টার্গেট করে। কখনো গোশত নিয়ে, কখনো মুসলিমদের দোকান নিয়ে। আর এখন তার টার্গেট আমাদের হিজাব নিয়ে। সে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ চালিয়ে যাবো।”
তথ্যসূত্র:
————
1. ‘Hijab Is Our Right,’ Muslim Girls Protest Over Rajasthan BJP MLA’s Remarks Against it
– http://tinyurl.com/y355pxw4
2. “HIJAB IS OUR PRIDE” / MUSLIM FEMALE STUDENTS PROTESTING AGAINST BJP MLA’S #HIJAB REMARKS
– http://tinyurl.com/4c64spe2
এবার মুসলিম মেয়েদের হিজাব নিয়ে অসম্মানজনক মন্তব্য করলো ভারতের রাজস্থানের এক উগ্র হিন্দুত্ববাদী নেতা। ঘটনাটি ঘটেছে গত ২৬ জানুয়ারী রাজস্থানের জয়পুরের গঙ্গাপোল সরকারি সিনিয়র সেকেন্ডারি গার্লস স্কুলের রিপাবলিক ডে (প্রজাতন্ত্র দিবস) অনুষ্ঠানে। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত সেই উগ্র হিন্দুত্ববাদী নেতা ‘বাবা বালমুকুন্দ আচার্য্য’ বক্তৃতার এক পর্যায়ে স্কুলের মুসলিম ছাত্রীদের হিজাব নিয়ে অসম্মানজনক মন্তব্য করে।
অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে বালমুকুন্দ বলে, “হিজাব নিয়ে কি চক্কর চলছে এখানে? এই মেয়েদের কি বিয়ে হয়ে গেছে?”
বক্তব্যের সময় বালমুকুন্দকে মুসলিম ছাত্রীদের হিজাব পড়ে নিঃশ্বাস নিতে পারে কিনা এমন প্রশ্ন করতেও দেখা যায়। সেই সাথে সে আরও বলে, “হিজাবের কারণে পরিবেশ নষ্ট হয়।”
এরপর স্কুল পরিদর্শনের সময় বালমুকুন্দ ‘ভারত মাতার জয়, সরস্বতী মাতার জয়’ স্লোগান দেয় এবং সেখানে উপস্থিত ছাত্রীদেরকেও এই স্লোগান দিতে বলে। সবশেষে, সে স্কুলে ‘জয় শ্রীরাম’ স্লোগানও দেয়।
বালমুকুন্দের এমন কাণ্ডের পর বিক্ষোভে ফেটে পড়ে সেই স্কুলের মুসলিম ছাত্রীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে বিক্ষোভকারী ছাত্রীদের ‘বাবা মাফি মাঙ্গেগা’ (অর্থাৎ বাবা কে ক্ষমা চাইতে হবে) স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভরত এক ছাত্রী জানায়, “সে সবসময় মুসলিমদের টার্গেট করে। কখনো গোশত নিয়ে, কখনো মুসলিমদের দোকান নিয়ে। আর এখন তার টার্গেট আমাদের হিজাব নিয়ে। সে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ চালিয়ে যাবো।”
তথ্যসূত্র:
————
1. ‘Hijab Is Our Right,’ Muslim Girls Protest Over Rajasthan BJP MLA’s Remarks Against it
– http://tinyurl.com/y355pxw4
2. “HIJAB IS OUR PRIDE” / MUSLIM FEMALE STUDENTS PROTESTING AGAINST BJP MLA’S #HIJAB REMARKS
– http://tinyurl.com/4c64spe2
Comment