ভারতের গুজরাটে তারাবির নামাজে পাথর হামলার শিকার মুসল্লিরা


প্রতি বছর রমজান মাস এলেই ভারতে হিন্দুত্ববাদীদের দ্বারা মুসলিমদের ওপর হামলার ঘটনা বেড়ে যায়। বিশেষ করে তারাবির নামাজে মুসলিমদের লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ, জোরপূর্বক জয় শ্রী রাম শ্লোগান দিতে বাধ্য করা, এমনকি শারীরিকভাবে আক্রমণের ঘটনা নিয়মিত হয়ে উঠে। এবারও একই রকম বর্বর হামলার শিকার হয়েছেন মুসলিমরা, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের জন্ম দিয়েছে।
গত ৬ মার্চ ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গুজরাটের আহমেদাবাদের ভাটভা এলাকায় তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার শিকার হন মুসলিমরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বিশেষ করে মাথায় টুপি পরা মুসলিমদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। এ সময় শিশুরাও পাথর হামলার শিকার হয়। শুধু তাই নয়, মুসলিমদের বাড়িঘরেও হামলা চালানো হয়। এমনকি কিছু মুসলিমকে ছুরি দেখিয়ে জোরপূর্বক ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, রমজান মাস এলেই একই ধরনের হামলার শিকার হতে হয় মুসলিমদের, কিন্তু প্রশাসন কখনোই দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয় না। এবারের ঘটনাতেও পুলিশ প্রথমে অভিযোগ গ্রহণে গড়িমসি করেছে। স্থানীয় মুসলিমরা হামলাকারীদের মধ্যে অমিত ও সুনীল নামে দুই ব্যক্তির নাম উল্লেখ করলেও, পুলিশ তাদের ‘অজ্ঞাত ব্যক্তি’ হিসেবে নথিভুক্ত করেছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা সৈয়দ মেহেদী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি আমাদের কিছু হয়, তাহলে এর দায় কে নেবে? পুলিশ অপরাধীদের শাস্তি না দিয়ে বারবার ছেড়ে দিচ্ছে, যার ফলে তারা আরও সাহসী হয়ে উঠছে।’
স্থানীয় মুসলিমরা এখন নিরাপত্তার নিশ্চয়তা ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে প্রশাসন আদৌ কোনো কার্যকর পদক্ষেপ নেবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে।
তথ্যসূত্র:
1. Muslims in Gujarat’s Vatva allege continuous harassment, stone pelting while returning from Taraweeh
– https://tinyurl.com/5n7rwb7c
Comment